ETV Bharat / state

বন্দীরা কেমন আছে ? সংশোধনাগার পরিদর্শনে ADG কারা - Wb_dur_04_Adg jail visit in durgapur correctional home_7204345

আজ দুর্গাপুর উপ-সংশোধনাগারে আসেন ADG ( কারা ) পীযূষ পান্ডে । বন্দীদের খোঁজ নেন । কেউ অসুস্থ আছেন কি না তা জানতে চান । সেখান থেকে তিনি যান মুক্ত সংশোধনাগারে ৷

adg piyush pandey came to visit to correctional home at durgapur
দুর্গাপুরের সংশোধনাগার পরিদর্শনে এলেন ADG ( কারা ) পীযূষ পান্ডে
author img

By

Published : Apr 17, 2020, 7:19 PM IST

দুর্গাপুর, 17 এপ্রিল : লকডাউনের মাঝে কেমন আছে বিচারাধীন বন্দীরা ৷ তা দেখতে দুর্গাপুরের ফুলঝোড়ে মহকুমা উপ-সংশোধনাগার এবং দুর্গাপুর মুক্ত সংশোধনাগার পরিদর্শনে এলেন ADG ( কারা ) পীযুষ পান্ডে ৷ পরিদর্শনের পর তিনি বলেন, কোরোনা সংক্রমণের হাত থেকে ওরা এখানেই ভালো আছেন, সুস্থ আছেন ৷

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই সময় কেমন আছে বিচারাধীন বন্দীরা ? তাদের খবর নিতেই আজ দুর্গাপুর উপ-সংশোধনাগারে এলেন ADG (কারা) পীযূষ পান্ডে । তিনি দুর্গাপুর মহকুমা উপ -সংশোধনাগারে থাকা বন্দীদের খোঁজ নেন । কেউ অসুস্থ আছেন কি না তা জানতে চান । সেখান থেকে তিনি যান মুক্ত সংশোধনাগারে ৷ সেখানে থাকা আসামিদের কাছে গিয়ে তাদের খোজখবর নেন । শুধু খোঁজখবর নেন তাই নয় , কোরোনা সম্পর্কে সচেতনও করেন তিনি ।

এই উপ- সংশোধনাগারের বন্দীরা যাতে মাস্ক পরে থাকে এবং তারাও যাতে হাত ধুয়ে তারপর খাবার খায় সেদিকে নজর দিতে বলেন তিনি ৷ এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথাও বলেন ।

তিনি বলেন, রাজ্যের সমস্ত সংশোধনাগার ও উপ সংশোধনাগারগুলি ঘুরে দেখছেন । যদিও এখনও পর্যন্ত কোনও সংশোধনাগার বা উপ-সংশোধনাগারে কোরোনা আক্রান্ত কেউ নেই ৷ তবে দুর্গাপুরে যেহেতু মুক্ত সংশোধনাগার রয়েছে সেকারণে এখানে সাজাপ্রাপ্তরা অনেকেই পেশাগত কারণে বাইরে যায় । আপাতত তারা যেন কেউ বাইরে না যায় সেই নির্দেশও দিয়েছেন তিনি ।

দুর্গাপুর, 17 এপ্রিল : লকডাউনের মাঝে কেমন আছে বিচারাধীন বন্দীরা ৷ তা দেখতে দুর্গাপুরের ফুলঝোড়ে মহকুমা উপ-সংশোধনাগার এবং দুর্গাপুর মুক্ত সংশোধনাগার পরিদর্শনে এলেন ADG ( কারা ) পীযুষ পান্ডে ৷ পরিদর্শনের পর তিনি বলেন, কোরোনা সংক্রমণের হাত থেকে ওরা এখানেই ভালো আছেন, সুস্থ আছেন ৷

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই সময় কেমন আছে বিচারাধীন বন্দীরা ? তাদের খবর নিতেই আজ দুর্গাপুর উপ-সংশোধনাগারে এলেন ADG (কারা) পীযূষ পান্ডে । তিনি দুর্গাপুর মহকুমা উপ -সংশোধনাগারে থাকা বন্দীদের খোঁজ নেন । কেউ অসুস্থ আছেন কি না তা জানতে চান । সেখান থেকে তিনি যান মুক্ত সংশোধনাগারে ৷ সেখানে থাকা আসামিদের কাছে গিয়ে তাদের খোজখবর নেন । শুধু খোঁজখবর নেন তাই নয় , কোরোনা সম্পর্কে সচেতনও করেন তিনি ।

এই উপ- সংশোধনাগারের বন্দীরা যাতে মাস্ক পরে থাকে এবং তারাও যাতে হাত ধুয়ে তারপর খাবার খায় সেদিকে নজর দিতে বলেন তিনি ৷ এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথাও বলেন ।

তিনি বলেন, রাজ্যের সমস্ত সংশোধনাগার ও উপ সংশোধনাগারগুলি ঘুরে দেখছেন । যদিও এখনও পর্যন্ত কোনও সংশোধনাগার বা উপ-সংশোধনাগারে কোরোনা আক্রান্ত কেউ নেই ৷ তবে দুর্গাপুরে যেহেতু মুক্ত সংশোধনাগার রয়েছে সেকারণে এখানে সাজাপ্রাপ্তরা অনেকেই পেশাগত কারণে বাইরে যায় । আপাতত তারা যেন কেউ বাইরে না যায় সেই নির্দেশও দিয়েছেন তিনি ।

For All Latest Updates

TAGGED:

west burdwan
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.