ETV Bharat / state

অগ্ন্যাশয়জনিত সমস্যায় ভুগছে ছাত্র, পাশে দাঁড়ালো স্কুল - Ashutosh Bauri

ক্রনিক পেনক্রিয়াটাইটিস রোগের শিকার আশুতোষ বাউরি ৷ জামুড়িয়ার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র সে ৷ তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসার ভার তুলে নিলেন স্কুলের মাস্টারমশাই থেকে শুরু করে অভিভাবকেরা ৷

A six yrs old boy Ashutosh Bauri attacked by Chronic Pancreatitis
ক্রনিক পেনক্রিয়াটাইটিস রোগের শিকার আশুতোষ,পাশে জামুড়িয়ার মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়
author img

By

Published : Mar 6, 2020, 6:51 AM IST

জামুড়িয়া, 5 মার্চ : জামুড়িয়ার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণির ছাত্র আশুতোষ বাউরি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ৷ পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা করাতে পারছে না আশুতোষের বাবা মা । তাই পাশে দাঁড়ালেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা । আশুতোষের চিকিৎসার জন্য একটি ফান্ড তৈরি করা হয়েছে । যার নাম দেওয়া হয়েছে, ‘‘আশুতোষ রিকভারি ফান্ড’’। তাতে প্রত্যেকদিনই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার মানুষ থেকে শুরু করে অন্য অভিভাবকরা । ইতিমধ্যে 30 হাজার টাকা জোগাড় হয়ে গেছে । ওই ছাত্রকে চিকিৎসার জন্য 16 মার্চ দক্ষিণ ভারতের CMC মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে ।

মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রাজীব রায় বলেন, "আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র আশুতোষ বাউরি । সে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত ৷ এটি একটি অগ্ন্যাশয়জনিত সমস্যা ৷ দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছে সে ৷ ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালে আশুতোষকে চিকিৎসার জন্য নিয়ে যায় তার বাবা-মা । যদিও আশুতোষের অবস্থার কোনও উন্নতি হয়নি । তাঁর বাবা-মা অতিদরিদ্র হওয়ায় উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না । বিষয়টি যখন আমরা জানতে পারি তখন স্কুলের অভিভাবক থেকে শুরু করে মাস্টারমশাইদের নিয়ে একটি আলোচনায় বসি । আশুতোষ যাতে সুস্থ হতে পারে তার জন্য অর্থ সংগ্রহ শুরু করা হয় স্কুলের তরফে । এমনকী যাতে সাধারণ মানুষ অর্থ সাহায্য করতে পারে তার জন্য ‘‘আশুতোষ রেকভারি ফান্ড’’ নামে একটি ফান্ড তৈরি করা হয় । ইতিমধ্যেই প্রায় 30 হাজার টাকা সংগ্রহ করা হয়েছে আশুতোষের চিকিৎসার জন্য । চিকিৎসার জন্য 16 মার্চ আশুতোষকে দক্ষিণ ভারতের CMC মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে ।’’

ক্রনিক পেনক্রিয়াটাইটিস রোগের শিকার আশুতোষ,পাশে জামুড়িয়ার মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়

আশুতোষের মা রিমা বাউরি জানান , গত তিন বছর ধরে আশুতোষ পেটের ব্যথায় ভুগছে । পশ্চিমবঙ্গসহ ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালে আশুতোষকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । তবু তার শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি । আশুতোষের চিকিৎসার টাকার জোগাড় করার জন্য জমি জায়গাও বিক্রি করতে হয়েছে ।

জামুড়িয়া, 5 মার্চ : জামুড়িয়ার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশুশ্রেণির ছাত্র আশুতোষ বাউরি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ৷ পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসা করাতে পারছে না আশুতোষের বাবা মা । তাই পাশে দাঁড়ালেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা । আশুতোষের চিকিৎসার জন্য একটি ফান্ড তৈরি করা হয়েছে । যার নাম দেওয়া হয়েছে, ‘‘আশুতোষ রিকভারি ফান্ড’’। তাতে প্রত্যেকদিনই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার মানুষ থেকে শুরু করে অন্য অভিভাবকরা । ইতিমধ্যে 30 হাজার টাকা জোগাড় হয়ে গেছে । ওই ছাত্রকে চিকিৎসার জন্য 16 মার্চ দক্ষিণ ভারতের CMC মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে ।

মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রাজীব রায় বলেন, "আমাদের বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র আশুতোষ বাউরি । সে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত ৷ এটি একটি অগ্ন্যাশয়জনিত সমস্যা ৷ দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছে সে ৷ ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালে আশুতোষকে চিকিৎসার জন্য নিয়ে যায় তার বাবা-মা । যদিও আশুতোষের অবস্থার কোনও উন্নতি হয়নি । তাঁর বাবা-মা অতিদরিদ্র হওয়ায় উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না । বিষয়টি যখন আমরা জানতে পারি তখন স্কুলের অভিভাবক থেকে শুরু করে মাস্টারমশাইদের নিয়ে একটি আলোচনায় বসি । আশুতোষ যাতে সুস্থ হতে পারে তার জন্য অর্থ সংগ্রহ শুরু করা হয় স্কুলের তরফে । এমনকী যাতে সাধারণ মানুষ অর্থ সাহায্য করতে পারে তার জন্য ‘‘আশুতোষ রেকভারি ফান্ড’’ নামে একটি ফান্ড তৈরি করা হয় । ইতিমধ্যেই প্রায় 30 হাজার টাকা সংগ্রহ করা হয়েছে আশুতোষের চিকিৎসার জন্য । চিকিৎসার জন্য 16 মার্চ আশুতোষকে দক্ষিণ ভারতের CMC মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে ।’’

ক্রনিক পেনক্রিয়াটাইটিস রোগের শিকার আশুতোষ,পাশে জামুড়িয়ার মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়

আশুতোষের মা রিমা বাউরি জানান , গত তিন বছর ধরে আশুতোষ পেটের ব্যথায় ভুগছে । পশ্চিমবঙ্গসহ ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালে আশুতোষকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল । তবু তার শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি । আশুতোষের চিকিৎসার টাকার জোগাড় করার জন্য জমি জায়গাও বিক্রি করতে হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.