জামুড়িয়া, 5 জুন : কয়লাপাচার কাণ্ডের জোর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ যদিও তাতে আসানসোল, রানিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে কয়লা পাচার থেমে নেই ৷ অভিযোগ, শ্রীপুর এলাকার কালীপাহাড়ি কয়লা খনি থেকে ভুয়ো নম্বরের স্টিকার লাগিয়ে কিছুদিন ধরেই কয়লা পাচার করা হচ্ছিল । খবর পেতেই তৎপর হয় পুলিশ ৷ আজ 8টি ডাম্পার আটক করা হয়েছে (Jamuria Coal Smuggle) ৷
গোপন সূত্রে খবর পেয়ে ইসিএলের শ্রীপুরের জেনারেল ম্যানেজার, ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ও জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে 8টি ডাম্পার । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ ও ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ।
আরও পড়ুন : ফের জামুড়িয়ায় ইসিএল-এর পরিত্যক্ত খোলামুখ খনিতে ভয়াবহ আগুন
ইসিএলের জেনারেল ম্যানেজার জানান, ইসিএলের শ্রীপুর এরিয়ার কালীপাহাড়ি কোলিয়ারি থেকে বেশ কিছুদিন ধরে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে কয়লার বেআইনি কারবার চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার জামুড়িয়া থানার পুলিশ ও ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডকে নিয়ে অভিযান চালান ইসিএলের শ্রীপুর এরিয়া জেনারেল ম্যানেজার । ইসিএলের সাইডিং খালি করতে আসা 8টি গাড়ি আটক হয়েছে । ভুয়ো নম্বর প্লেট লাগানো অভিযোগে 8টি গাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইসিএলের শ্রীপুর এরিয়ার জেনারেল ম্যানেজার ।