ETV Bharat / state

"শারীরিক, মানসিক অত্যাচার করে", হোম থেকে পালিয়ে বলল নাবালকরা - jamuria

গতকাল আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্ট আবাসিকের আট নাবালক দেওয়াল টপকে পালিয়ে যায় । তার মধ্যে পাঁচ জনকে গতরাতেই উদ্ধার করে আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের সদস্য ও পুলিশ । বাকি তিন নাবালকের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

নাবালক
author img

By

Published : Jun 3, 2019, 9:29 PM IST

জামুড়িয়া, 3 জুন : আশ্রমের দেওয়াল টপকে পালিয়ে যায় আট নাবালক । তাদের মধ্যে পাঁচ জনকে ফিরিয়ে আনা হয়েছে । ওই পাঁচ নাবালকের অভিযোগ, তাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত আশ্রমের দায়িত্বে থাকা শিক্ষক ও ম্যানেজার । সেই অত্যাচার সহ্য করতে না পেরেই গতকাল তারা পালিয়ে যায় । জামুড়িয়া থানার অন্তর্গত সাতগ্রামের আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্ট আবাসিকের ঘটনা । ঘটনায় পাঁচ জন নাবালককে উদ্ধার করা গেলেও এখনও তিন জন নিখোঁজ ।

চাইল্ড লাইন থেকে মোট 11 জন নাবালকে আনা হয়েছিল আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টে । এরমধ্যে গতকাল আট জন নাবালক আশ্রমের দেওয়াল টপকে পালিয়ে যায় । আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের সদস্য ও পুলিশ যৌথভাবে গতকালই গভীর রাতে দুর্গাপুর থেকে তিন জনকে ও আসানসোলের চিত্তরঞ্জন থেকে দুই জনকে উদ্ধার করে । বাকি তিন জন নাবালকের নামে জামুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে ।

ঘটনার বিষয়ে পালিয়ে যাওয়া পাঁচ জন নাবালক ETV ভারতের প্রতিনিধিকে বলে, "আশ্রমের দায়িত্বে থাকা শিক্ষক ও ম্যানেজার দীর্ঘদিন ধরে আমাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত । আমাদের দিয়ে আশ্রমের ক্যাম্পাসের ভেতরের বিভিন্ন কাজ করাত । সারাদিনে একবার খেতে দিত । বদমাইশি করলে ক্রিকেটের উইকেট দিয়ে মারত । তাই এই অত্যাচার সহ্য করতে না পেরে আমরা পালিয়ে যাই । " তারা আরও বলে, "আমাদের খুঁজে নিয়ে আসার পর একটি ঘরে তালাবন্দী করে রাখে । কিছু খেতে দেয়নি । এমন কী জলও দেয়নি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বাটুল রজ্জাক বলেন, "আনন্দ আশ্রম আবাসিক থেকে নাবালক পালিয়ে যাওয়ার খবর পেয়েছি । আমি নিজে পুলিশকে ঘটনার তদন্ত করার জন্য জানিয়েছি ।"

আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশ্রম থেকে নাবালক পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেন । কিন্তু নাবালকদের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের বিষয়ে কিছু বলতে চাননি ।

বর্ধমান জেলার সমাজ কল্যাণ উন্নয়নের আধিকারিক পরিমল দাস জানান, ইতিমধ্যেই আমার কাছে ঘটনার বিষয়ে অভিযোগ এসেছে । বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছি । পাশাপাশি তালা বন্দি নাবালকদের উদ্ধার করে খাবারের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছি ।

জামুড়িয়া, 3 জুন : আশ্রমের দেওয়াল টপকে পালিয়ে যায় আট নাবালক । তাদের মধ্যে পাঁচ জনকে ফিরিয়ে আনা হয়েছে । ওই পাঁচ নাবালকের অভিযোগ, তাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত আশ্রমের দায়িত্বে থাকা শিক্ষক ও ম্যানেজার । সেই অত্যাচার সহ্য করতে না পেরেই গতকাল তারা পালিয়ে যায় । জামুড়িয়া থানার অন্তর্গত সাতগ্রামের আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্ট আবাসিকের ঘটনা । ঘটনায় পাঁচ জন নাবালককে উদ্ধার করা গেলেও এখনও তিন জন নিখোঁজ ।

চাইল্ড লাইন থেকে মোট 11 জন নাবালকে আনা হয়েছিল আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টে । এরমধ্যে গতকাল আট জন নাবালক আশ্রমের দেওয়াল টপকে পালিয়ে যায় । আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের সদস্য ও পুলিশ যৌথভাবে গতকালই গভীর রাতে দুর্গাপুর থেকে তিন জনকে ও আসানসোলের চিত্তরঞ্জন থেকে দুই জনকে উদ্ধার করে । বাকি তিন জন নাবালকের নামে জামুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে ।

ঘটনার বিষয়ে পালিয়ে যাওয়া পাঁচ জন নাবালক ETV ভারতের প্রতিনিধিকে বলে, "আশ্রমের দায়িত্বে থাকা শিক্ষক ও ম্যানেজার দীর্ঘদিন ধরে আমাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত । আমাদের দিয়ে আশ্রমের ক্যাম্পাসের ভেতরের বিভিন্ন কাজ করাত । সারাদিনে একবার খেতে দিত । বদমাইশি করলে ক্রিকেটের উইকেট দিয়ে মারত । তাই এই অত্যাচার সহ্য করতে না পেরে আমরা পালিয়ে যাই । " তারা আরও বলে, "আমাদের খুঁজে নিয়ে আসার পর একটি ঘরে তালাবন্দী করে রাখে । কিছু খেতে দেয়নি । এমন কী জলও দেয়নি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর বাটুল রজ্জাক বলেন, "আনন্দ আশ্রম আবাসিক থেকে নাবালক পালিয়ে যাওয়ার খবর পেয়েছি । আমি নিজে পুলিশকে ঘটনার তদন্ত করার জন্য জানিয়েছি ।"

আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আশ্রম থেকে নাবালক পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেন । কিন্তু নাবালকদের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের বিষয়ে কিছু বলতে চাননি ।

বর্ধমান জেলার সমাজ কল্যাণ উন্নয়নের আধিকারিক পরিমল দাস জানান, ইতিমধ্যেই আমার কাছে ঘটনার বিষয়ে অভিযোগ এসেছে । বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছি । পাশাপাশি তালা বন্দি নাবালকদের উদ্ধার করে খাবারের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছি ।

Intro: আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচারের ফলেই আশ্রমে থেকে দেওয়াল টপকে পালালো ৮ জন শিশু । যদিও ৫ জন শিশুকে উদ্ধার করা হলেও এখনো খোঁজ মেলেনি ৩ শিশু । ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত সাত গ্রামের আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের আবাসিকের ।


Body:গতকাল জামুরিয়া সাতগ্রামের আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের আবাসিকার ৮টি শিশু আশ্রমের দেওয়াল টপকে পালালো । গতকাল গভীর রাতে দুর্গাপুর থেকে ৩টি শিশু ও আসানসোলের চিত্তরঞ্জন থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয় । কিন্তু বাকি তিনটি শিশুর এখনো খোঁজ মেলেনি । এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জামুরিয়া থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করা হয়েছে । এখনো খোঁজ চালাচ্ছে আশ্রম কর্তৃপক্ষ ও জামুরিয়া থানার পুলিশ ।


এ ঘটনায় পালিয়ে যাওয়া পাঁচটি শিশুরা ইটিভি ভারতের প্রতিনিধি কে জানাই " দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল এই আশ্রমের দায়িত্বে থাকা শিক্ষক । এমনকি ওই আশ্রমের ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন পরিশ্রমের কাজ করা হতো এই শিশুদের দিয়ে । আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা হতো ওই শিশুদের দিয়ে । সারাদিনে একবার খাবার দেওয়া হতো বলেও জানায় এই শিশুরা । দুষ্টুমি করলে ক্রিকেটের উইকেট দিয়ে বেধড়ক মারধর করা হতো শিশুদের । এছাড়াও শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছে ওই আশ্রম এর দায়িত্বে থাকা শিক্ষক ও ম্যানেজার । অবশেষে এই অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্যই তারা পালিয়ে ছিল বলে জানায় ওই শিশুরা ।

চাইল্ড লাইন থেকে মোট ১১ টি বাচ্চা আনা হয়েছিল এই আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্টে ।


Conclusion:ওয়ার্ড কাউন্সিলর বাটুল রজ্জাক জানান " আনন্দ আশ্রম শিশু পালিয়ে যাওয়ার ঘটনার খবর পেয়েছি । আমি নিজে পুলিশকে জানিয়েছি গোটা ঘটনার তদন্ত করার জন্য ।


আনন্দ আশ্রম চ্যারিটেবল ট্রাস্ট প্রতিনিধি সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান " আশ্রমের আবাসন থেকে শিশু পালিয়ে যাওয়ার ঘটনার স্বীকার করলেও । শিশুদের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের বিষয় কিছু বলতে চাইনি ।


বর্ধমান জেলার সমাজ কল্যাণ উন্নয়ন আধিকারিক পরিমল দাস জানান " এই ঘটনার ইতিমধ্যেই অভিযোগ এসেছে । বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছি । অবিলম্বে তালাবন্দি শিশুদের উদ্ধার করে খাবারের ব্যবস্থা কথাও তিনি জানান ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.