ETV Bharat / state

বন্ধুকে বাঁচাতে গিয়ে দামোদরে তলিয়ে গেল আরও 2 যুবক - দামোদর নদে তলিয়ে মৃত্যু

দামোদরে নেমে তলিয়ে মৃত্যু ৩ যুবকের । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার ঘটনা । দামোদরে স্নান করার সময় প্রথমে একজন নদে ডুবে যান । পরে তাঁকে বাঁচাতে গিয়ে আরও ২ জন তলিয়ে যান ।

আসানসোল জেলা হাসপাতাল
author img

By

Published : Jun 4, 2019, 7:23 PM IST

Updated : Jun 4, 2019, 7:47 PM IST

আসানসোল, 4 জুন : দামোদরে নেমে তলিয়ে মৃত্যু ৩ জনের । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার ঘটনা । দামোদরে স্নান করার সময় প্রথমে একজন নদে ডুবে যান । পরে তাঁকে বাঁচাতে গিয়ে আরও ২ জন তলিয়ে যান । মৃতদের নাম অরবিন্দ সাউ, অভিষেক হেলা এবং অবিনাশ মল্লিক ।

স্থানীয়রা জানিয়েছে, অরবিন্দ আসানসোল রেল কলোনি এলাকার বাসিন্দা । অভিষেক পুরোনো স্টেশন রেল কলোনি এলাকার বাসিন্দা এবং অবিনাশের বাড়ি উশাগ্রাম বিবেকানন্দ পল্লি এলাকায় । গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, অরবিন্দ বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র । ছুটিতে বাড়িতে এসেছিলেন । অবিনাশ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন । আর অভিষেক আসানসোল বি.সি কলেজের ছাত্র ছিলেন ।

স্থানীয়রা জানায়, আজ দুপুর আড়াইটে নাগাদ মোট চারজন দামোদর নদে স্নান করতে যান । কিন্তু একজন পাড়ে দাঁড়িয়েছিলেন । স্নান করার সময় একজন নদে ডুবে যান । তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দু'জনও তলিয়ে যান । ঘটনার পর থেকে চতুর্থজন বেপাত্তা বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় । ততক্ষণে স্থানীয়রা জলে নেমে তল্লাশি শুরু করে। বিকেল ৫টা নাগাদ ঘটনাস্থান থেকে কিছুটা দূরে ওই তিনজনকে উদ্ধার করা হয় । পুলিশ তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

মৃত অবিনাশ মল্লিকের বাবা রমেশ কুমার মল্লিক বলেন, "ছেলে বাড়িতে বলে গেছিল পরীক্ষা আছে । দু'ঘণ্টা পরে ফিরব । কিন্তু পরে ওর বন্ধু ফোন করে দামোদরের পাড়ে চলে আসতে বলে । ওর মুখে শুনলাম ছেলে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছে । আমিও তড়িঘড়ি ঘটনাস্থানে ছুটে যাই । কিন্তু তখনও ছেলেকে পাওয়া যায়নি। পরে ছেলের দেহ উদ্ধার হল।"

আসানসোল, 4 জুন : দামোদরে নেমে তলিয়ে মৃত্যু ৩ জনের । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডামরা এলাকার ঘটনা । দামোদরে স্নান করার সময় প্রথমে একজন নদে ডুবে যান । পরে তাঁকে বাঁচাতে গিয়ে আরও ২ জন তলিয়ে যান । মৃতদের নাম অরবিন্দ সাউ, অভিষেক হেলা এবং অবিনাশ মল্লিক ।

স্থানীয়রা জানিয়েছে, অরবিন্দ আসানসোল রেল কলোনি এলাকার বাসিন্দা । অভিষেক পুরোনো স্টেশন রেল কলোনি এলাকার বাসিন্দা এবং অবিনাশের বাড়ি উশাগ্রাম বিবেকানন্দ পল্লি এলাকায় । গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, অরবিন্দ বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র । ছুটিতে বাড়িতে এসেছিলেন । অবিনাশ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন । আর অভিষেক আসানসোল বি.সি কলেজের ছাত্র ছিলেন ।

স্থানীয়রা জানায়, আজ দুপুর আড়াইটে নাগাদ মোট চারজন দামোদর নদে স্নান করতে যান । কিন্তু একজন পাড়ে দাঁড়িয়েছিলেন । স্নান করার সময় একজন নদে ডুবে যান । তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দু'জনও তলিয়ে যান । ঘটনার পর থেকে চতুর্থজন বেপাত্তা বলে জানায় স্থানীয়রা। ঘটনার পর তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় । ততক্ষণে স্থানীয়রা জলে নেমে তল্লাশি শুরু করে। বিকেল ৫টা নাগাদ ঘটনাস্থান থেকে কিছুটা দূরে ওই তিনজনকে উদ্ধার করা হয় । পুলিশ তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

মৃত অবিনাশ মল্লিকের বাবা রমেশ কুমার মল্লিক বলেন, "ছেলে বাড়িতে বলে গেছিল পরীক্ষা আছে । দু'ঘণ্টা পরে ফিরব । কিন্তু পরে ওর বন্ধু ফোন করে দামোদরের পাড়ে চলে আসতে বলে । ওর মুখে শুনলাম ছেলে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছে । আমিও তড়িঘড়ি ঘটনাস্থানে ছুটে যাই । কিন্তু তখনও ছেলেকে পাওয়া যায়নি। পরে ছেলের দেহ উদ্ধার হল।"

Intro:দামোদর নদীতে স্নান করতে গিয়ে তিন যুবকের সলিল সমাধি হলো হলো ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ডেমরা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তিন জনের নাম অরবিন্দ অভিষেক খেলা এবং অবিনাশ মল্লিক আসানসোল রেল কলোনি এলাকায় অভিষেক পুরনো স্টেশন রেল কলোনি এলাকার বাসিন্দা এবং অবিনাশ মল্লিক আসা গ্রাম এলাকার বাসিন্দা জানা গেছে আজ দুপুরে বেশ কয়েকজন বন্ধু মিলে দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলাম করার সময় অসাধারণ একজন নদীতে ডুবে যায় আর তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও তলিয়ে যায় নদীর জলে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ ঘটনাস্থানে খবর পেয়ে যায়। ঘটনাস্থান থেকে অনেক দূরে নদী থেকে তিন জনকে উদ্ধার করা হয়। পুলিশ তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয় ।
আসানসোল জেলা হাসপাতালে মৃত অবিনাশ মল্লিকের বাবা রমেশ কুমার মল্লিক জানান, ছেলে বাড়িতে বলে গিয়েছিল পরীক্ষা আছে। কিন্তু পরে ওর বন্ধুদের মুখে শুনলাম ছেলে নদীতে স্নান করতে গিয়ে ডুবে গিয়েছে। আমিও তড়িঘড়ি ঘটনাস্থানে ছুটে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।Body:..Conclusion:
Last Updated : Jun 4, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.