ETV Bharat / state

Illegal Arms Recovered: বাংলা-ঝাড়খন্ড সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 2

সূত্র মারফত খবর পেয়ে এসটিএফের অভিযান ৷ আর তাতেই আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই ব্যক্তি(Illegal Arms Recovered)৷ ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়ণপুর বিহার রোডের বাংলা-ঝাড়খন্ড সীমান্তে ৷

Etv Bharat
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2
author img

By

Published : Sep 5, 2022, 7:07 PM IST

আসানসোল, 5 সেপ্টেম্বর: ভিনরাজ্য থেকে এ রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের সময় বাংলা-ঝাড়খন্ড সীমান্ত থেকে গ্রেফতার দুই (2 arrested with firearms from bengal jharkhand border area)৷ সূত্র মারফত খবর পেয়ে এসটিএফের একটি বিশেষ দল হানা দিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র আটক করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে সালানপুর থানার রূপনারায়ণপুর বিহার রোডের বাংলা-ঝাড়খন্ড সীমান্তে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

সোমবার সকালে রূপনারায়ণপুর বিহার রোডে বাংলা-ঝাড়খন্ড সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র ঢোকার খবর পেতেই সক্রিয় অভিযান চালায় এসটিএফ। সেখানে দু'জন সন্দেহভাজনকে ব্যাগ ও বস্তা-সহ বেশ ভারি কিছু নিয়ে বাংলা-ঝাড়খন্ড সীমা পারাপার করছে দেখে এসটিএফ আধিকারিকরা তাদের ডেকে তল্লাশি চালায় । আর তখনই বেরিয়ে আসে প্রচুর আগ্নেয়াস্ত্র । তড়িঘড়ি ওই দু'জনকে গ্রেফতার করে সালানপুর থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন : পোস্তর খোল ও ব্রাউন সুগার তৈরির আঁঠা উদ্ধার দুর্গাপুরে, গ্রেফতার 1

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রঞ্জিত শর্মা ওরফে ছোটু এবং বালিরাম রাভানি ওরফে প্রসাদ । দু'জনেই বিহারের ভোজপুর এলাকার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে 2টি সেভেন এমএম পিস্তল, 3টি নাইন এমএম পিস্তল, 5টি একনলা বন্দুক, 2টি নাইন এমএম কার্বাইন, 35 রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে ।

তাদের জেরা করে পুলিশ জানতে পারে বিহার থেকে এ রাজ্যে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল । কিন্তু এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ঠিক কোন জায়গায় যেত তা এখনও জানা যায়নি । পঞ্চায়েত ভোটের আগে এ রাজ্যে আগ্নেয়াস্ত্র ঢোকার এই ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : রেল কারখানার বিস্ফোরণে কেঁপে উঠল চিত্তরঞ্জন শহর

আসানসোল, 5 সেপ্টেম্বর: ভিনরাজ্য থেকে এ রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের সময় বাংলা-ঝাড়খন্ড সীমান্ত থেকে গ্রেফতার দুই (2 arrested with firearms from bengal jharkhand border area)৷ সূত্র মারফত খবর পেয়ে এসটিএফের একটি বিশেষ দল হানা দিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র আটক করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে সালানপুর থানার রূপনারায়ণপুর বিহার রোডের বাংলা-ঝাড়খন্ড সীমান্তে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

সোমবার সকালে রূপনারায়ণপুর বিহার রোডে বাংলা-ঝাড়খন্ড সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র ঢোকার খবর পেতেই সক্রিয় অভিযান চালায় এসটিএফ। সেখানে দু'জন সন্দেহভাজনকে ব্যাগ ও বস্তা-সহ বেশ ভারি কিছু নিয়ে বাংলা-ঝাড়খন্ড সীমা পারাপার করছে দেখে এসটিএফ আধিকারিকরা তাদের ডেকে তল্লাশি চালায় । আর তখনই বেরিয়ে আসে প্রচুর আগ্নেয়াস্ত্র । তড়িঘড়ি ওই দু'জনকে গ্রেফতার করে সালানপুর থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন : পোস্তর খোল ও ব্রাউন সুগার তৈরির আঁঠা উদ্ধার দুর্গাপুরে, গ্রেফতার 1

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রঞ্জিত শর্মা ওরফে ছোটু এবং বালিরাম রাভানি ওরফে প্রসাদ । দু'জনেই বিহারের ভোজপুর এলাকার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে 2টি সেভেন এমএম পিস্তল, 3টি নাইন এমএম পিস্তল, 5টি একনলা বন্দুক, 2টি নাইন এমএম কার্বাইন, 35 রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে ।

তাদের জেরা করে পুলিশ জানতে পারে বিহার থেকে এ রাজ্যে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল । কিন্তু এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ঠিক কোন জায়গায় যেত তা এখনও জানা যায়নি । পঞ্চায়েত ভোটের আগে এ রাজ্যে আগ্নেয়াস্ত্র ঢোকার এই ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : রেল কারখানার বিস্ফোরণে কেঁপে উঠল চিত্তরঞ্জন শহর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.