ETV Bharat / state

লকডাউনে দূরত্ব মেনে লেনিনের 150 তম জন্মদিন পালন বামেদের - news on lenin's birthday

লকডাউনের মাঝেই লেনিনের জন্মদিন পালনে উপস্থিত হয় বাম নেতা-কর্মীরা । আসানসোলের হটন রোড মোড়ে লেনিন মূর্তির পাদদেশ শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা ।

asansol
asansol
author img

By

Published : Apr 22, 2020, 3:32 PM IST

আসানসোল, 22 এপ্রিল : ভ্লাদিমির লেনিনের 150 তম জন্মদিবস । এই দিনে অন্যান্য়বার রাজ্যের বাম সংগঠনগুলির তরফে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয় । কিন্তু এবার লকডাউনের জেরে তেমন কোনও উচ্ছ্বাস দেখা যায়নি । সকালের দিকে ফাঁকাই ছিল আসানসোলের হটন রোড মোড়ে লেনিন মূর্তির পাদদেশ । পরে সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক লাগিয়ে জড়ো হন স্থানীয় বাম নেতা-কর্মীরা । শ্রদ্ধাজ্ঞাপন করেন লেনিন মূর্তিতে ।

লকডাউনের 29 দিন । গৃহবন্দী সকলে । কোরোনা সংক্রমণ রুখতে আসানসোলের বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ । এরই মাঝে লেনিনের জন্মদিন পালনে উপস্থিত হন বাম নেতা-কর্মীরা । মূর্তির পাদদেশে মাল্যদান করেন তাঁরা । আসানসোলে CPI(M) এর পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় । বহু পুরানো কর্মীদেরও আজ হটন মোড়ে দেখা যায় । মাল্যদান শেষে লেনিনের আন্দোলন, জীবনদর্শন নিয়ে আলোচনা হয় । পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষাপটে বামপন্থীদের কী কর্তব্য, রাজনৈতিকভাবে আগামীর আন্দোলনের রূপরেখা কী তা নিয়ে বক্তব্য রাখেন বামপন্থী নেতৃত্ব ।

জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় জানান, দূরত্ব রেখেই বামপন্থীরা লেনিনের জন্মদিন পালন করেছেন । আজ অনেক পুরানো লোকজনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

আসানসোল, 22 এপ্রিল : ভ্লাদিমির লেনিনের 150 তম জন্মদিবস । এই দিনে অন্যান্য়বার রাজ্যের বাম সংগঠনগুলির তরফে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হয় । কিন্তু এবার লকডাউনের জেরে তেমন কোনও উচ্ছ্বাস দেখা যায়নি । সকালের দিকে ফাঁকাই ছিল আসানসোলের হটন রোড মোড়ে লেনিন মূর্তির পাদদেশ । পরে সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক লাগিয়ে জড়ো হন স্থানীয় বাম নেতা-কর্মীরা । শ্রদ্ধাজ্ঞাপন করেন লেনিন মূর্তিতে ।

লকডাউনের 29 দিন । গৃহবন্দী সকলে । কোরোনা সংক্রমণ রুখতে আসানসোলের বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ । এরই মাঝে লেনিনের জন্মদিন পালনে উপস্থিত হন বাম নেতা-কর্মীরা । মূর্তির পাদদেশে মাল্যদান করেন তাঁরা । আসানসোলে CPI(M) এর পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয় । বহু পুরানো কর্মীদেরও আজ হটন মোড়ে দেখা যায় । মাল্যদান শেষে লেনিনের আন্দোলন, জীবনদর্শন নিয়ে আলোচনা হয় । পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষাপটে বামপন্থীদের কী কর্তব্য, রাজনৈতিকভাবে আগামীর আন্দোলনের রূপরেখা কী তা নিয়ে বক্তব্য রাখেন বামপন্থী নেতৃত্ব ।

জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় জানান, দূরত্ব রেখেই বামপন্থীরা লেনিনের জন্মদিন পালন করেছেন । আজ অনেক পুরানো লোকজনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.