ETV Bharat / state

Debangshu Bhattacharya : ত্রিপুরায় বিজেপির হামলার মুখে তৃণমূল, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ দেবাংশুর - ত্রিপুরায় বিজেপির হামলার মুখে তৃণমূল

রবিবার রাতের ছেঁড়া ফ্লেক্সের পরিবর্তে দলীয় পতাকা লাগাতে গিয়ে ত্রিপুরায় বিজেপির হামলার মুখে তৃণমূল ৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন প্রত্যক্ষদর্শী তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কী বললেন দেবাংশু ?

দেবাংশু
দেবাংশু
author img

By

Published : Aug 2, 2021, 1:53 PM IST

Updated : Aug 2, 2021, 2:36 PM IST

আগরতলা, 2 অগস্ট : আজ ত্রিপুরা সফরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ত্রিপুরা আসার আগেই রবিবার রাতে তৃণমূলের ফ্লেক্স ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ আগরতলার বিভিন্ন রাস্তার মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসাকে কেন্দ্র করে যে ফ্লেক্সগুলি লাগানো হয়েছিল তা ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায় সোমবার সকালে ৷

ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব ত্রিপুরাতে থাকা তৃণমূলের অন্যতম যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ রবিবার রাতের এই ঘটনার পর আজ সকালে তিনি ফের দলীয় কর্মীদের নিয়ে করোনা বিধি মেনে রাস্তায় পতাকা ও ফ্লেক্স লাগাতে যান ৷ সেখানেই স্থানীয় কয়েকশো বিজেপি কর্মী তাঁদের উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে বলে অভিযোগ দেবাংশুর ৷

বিজেপির হামলার প্রসঙ্গে যা বললেন দেবাংশু

আরও পড়ুন : Abhishek Banerjee : ত্রিপুরায় অভিষেক, আগরতলায় ছেঁড়া হল ফ্লেক্স

রাস্তায় থাকা পুলিশ কয়েকশো বিজেপি কর্মীদের না আটকে কয়েকজন তৃণমূল কর্মীকে পিছু হঠে যেতে বলেন ৷ এমনকি আর এক ছাত্র নেতা সুদীপকেও পুলিশ ঘাড় ধাক্কা দেয় বলে অভিযোগ যুবনেতার ৷ দেবাংশুর দাবি, করোনা পরিস্থিতিতে কীভাবে বিপ্লব দেবের সরকার এতজন বিজেপি কর্মীকে জমায়েত করার অনুমতি দিলেন ? রাস্তায় থাকা পুলিশ কেন কয়েকশো বিজেপি কর্মীকে না আটকে তাঁদের মাত্র কয়েকজনকে পিছন ফিরে চলে যেতে বললেন ? এভাবে তৃণমূলকে আটকানো যাবে না বলে মন্তব্য করেন দেবাংশু ৷

গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

আগরতলা, 2 অগস্ট : আজ ত্রিপুরা সফরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ত্রিপুরা আসার আগেই রবিবার রাতে তৃণমূলের ফ্লেক্স ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ আগরতলার বিভিন্ন রাস্তার মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসাকে কেন্দ্র করে যে ফ্লেক্সগুলি লাগানো হয়েছিল তা ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায় সোমবার সকালে ৷

ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব ত্রিপুরাতে থাকা তৃণমূলের অন্যতম যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ৷ রবিবার রাতের এই ঘটনার পর আজ সকালে তিনি ফের দলীয় কর্মীদের নিয়ে করোনা বিধি মেনে রাস্তায় পতাকা ও ফ্লেক্স লাগাতে যান ৷ সেখানেই স্থানীয় কয়েকশো বিজেপি কর্মী তাঁদের উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে বলে অভিযোগ দেবাংশুর ৷

বিজেপির হামলার প্রসঙ্গে যা বললেন দেবাংশু

আরও পড়ুন : Abhishek Banerjee : ত্রিপুরায় অভিষেক, আগরতলায় ছেঁড়া হল ফ্লেক্স

রাস্তায় থাকা পুলিশ কয়েকশো বিজেপি কর্মীদের না আটকে কয়েকজন তৃণমূল কর্মীকে পিছু হঠে যেতে বলেন ৷ এমনকি আর এক ছাত্র নেতা সুদীপকেও পুলিশ ঘাড় ধাক্কা দেয় বলে অভিযোগ যুবনেতার ৷ দেবাংশুর দাবি, করোনা পরিস্থিতিতে কীভাবে বিপ্লব দেবের সরকার এতজন বিজেপি কর্মীকে জমায়েত করার অনুমতি দিলেন ? রাস্তায় থাকা পুলিশ কেন কয়েকশো বিজেপি কর্মীকে না আটকে তাঁদের মাত্র কয়েকজনকে পিছন ফিরে চলে যেতে বললেন ? এভাবে তৃণমূলকে আটকানো যাবে না বলে মন্তব্য করেন দেবাংশু ৷

গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

Last Updated : Aug 2, 2021, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.