ETV Bharat / state

চাকদায় খুন হওয়া যুবক কোন দলের ? দড়ি টানাটানি BJP ও তৃণমূলের

চাকদায় সন্তু ঘোষ নামে এক যুবককে গুলি করে খুন করা হল । ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । BJP ও তৃণমূল কংগ্রেস দুই দলই সন্তুকে নিজেদের কর্মী বলে দাবি করছে । খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 25, 2019, 2:06 AM IST

Updated : May 25, 2019, 7:27 AM IST

চাকদা, 25 মে : চাকদায় গুলি করে খুন করা হল যুবককে । মৃতের নাম সন্তু ঘোষ । চাকদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তপোবন এলাকার ঘটনা । এই এলাকাতেই বাড়ি সন্তুর । এদিকে এই খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । BJP ও তৃণমূল কংগ্রেস দুই দলই সন্তুকে নিজেদের কর্মী বলে দাবি করছে । ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তবে সন্তুকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে কি না তা নিয়ে এখনই কিছু বলতে চায়নি পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত দশটা নাগাদ বাইকে বাড়ি ফিরছিল সন্তু । পথে তপোবন এলাকার কাছে কয়েকজন ডাকে তাকে । তাদের সঙ্গে কথা বলতে পাশেই একটি মাঠের দিকে যায় সে । কিছুক্ষণ পর সেই মাঠ থেকে গুলির শব্দ শোনা যায় । এলাকার লোকজন ঘটনাস্থানে গিয়ে দেখতে পায়, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সন্তু । কয়েকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে । সন্তুকে ঘটনাস্থান থেকে চাকদা হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন । হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দার বক্তব্য

সন্তু সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল কি না সে বিষয়ে স্থানীয় লোকজনের তরফে কিছু জানা যায়নি । তবে BJP ও তৃণমূল দুই দলই সন্তুকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছেন । BJP-র নদিয়া জেলা দক্ষিণের সভাপতি জগন্নাথ সরকার বলেন, "সন্তু ঘোষ সদ্য আমাদের দলে যোগদান করেছিল । ভোটের ফলাফল দেখে তৃণমূল কংগ্রেস পাগল হয়ে গেছে । এখন এলাকায় সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে । কিন্তু মানুষ ওদের সঙ্গে নেই । দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

যদিও BJP-র দাবি মানতে নারাজ চাকদার তৃণমূল কংগ্রেস বিধায়কা রত্নাকর ঘোষ । তিনি জানান, সন্তু ঘোষ দীর্ঘদিন ধরেই তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন । গুলি লাগার পর তাঁদের কাউন্সিলর সুচরিতা নাগ ও স্থনীয় নেতা পিন্টু নাগ সন্তুকে হাসপাতালে নিয়ে যায় । কয়েকদিন ধরেই BJP ও CPI(M) জোটবদ্ধ হয়ে সেখানে সন্ত্রাস চালাচ্ছে। হাসপাতালের ভিতরে না কি তাঁদের দলের কর্মীদের হুমকি দেয় ও মারধর করে । BJP ও CPI(M)-র যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে ।

ঘটনায় সন্তুর পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে চাকদা থানা সূত্রে খবর, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত শুরু হয়েছে । খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

চাকদা, 25 মে : চাকদায় গুলি করে খুন করা হল যুবককে । মৃতের নাম সন্তু ঘোষ । চাকদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তপোবন এলাকার ঘটনা । এই এলাকাতেই বাড়ি সন্তুর । এদিকে এই খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । BJP ও তৃণমূল কংগ্রেস দুই দলই সন্তুকে নিজেদের কর্মী বলে দাবি করছে । ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তবে সন্তুকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে কি না তা নিয়ে এখনই কিছু বলতে চায়নি পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত দশটা নাগাদ বাইকে বাড়ি ফিরছিল সন্তু । পথে তপোবন এলাকার কাছে কয়েকজন ডাকে তাকে । তাদের সঙ্গে কথা বলতে পাশেই একটি মাঠের দিকে যায় সে । কিছুক্ষণ পর সেই মাঠ থেকে গুলির শব্দ শোনা যায় । এলাকার লোকজন ঘটনাস্থানে গিয়ে দেখতে পায়, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সন্তু । কয়েকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে । সন্তুকে ঘটনাস্থান থেকে চাকদা হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন । হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দার বক্তব্য

সন্তু সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল কি না সে বিষয়ে স্থানীয় লোকজনের তরফে কিছু জানা যায়নি । তবে BJP ও তৃণমূল দুই দলই সন্তুকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছেন । BJP-র নদিয়া জেলা দক্ষিণের সভাপতি জগন্নাথ সরকার বলেন, "সন্তু ঘোষ সদ্য আমাদের দলে যোগদান করেছিল । ভোটের ফলাফল দেখে তৃণমূল কংগ্রেস পাগল হয়ে গেছে । এখন এলাকায় সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে । কিন্তু মানুষ ওদের সঙ্গে নেই । দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

যদিও BJP-র দাবি মানতে নারাজ চাকদার তৃণমূল কংগ্রেস বিধায়কা রত্নাকর ঘোষ । তিনি জানান, সন্তু ঘোষ দীর্ঘদিন ধরেই তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন । গুলি লাগার পর তাঁদের কাউন্সিলর সুচরিতা নাগ ও স্থনীয় নেতা পিন্টু নাগ সন্তুকে হাসপাতালে নিয়ে যায় । কয়েকদিন ধরেই BJP ও CPI(M) জোটবদ্ধ হয়ে সেখানে সন্ত্রাস চালাচ্ছে। হাসপাতালের ভিতরে না কি তাঁদের দলের কর্মীদের হুমকি দেয় ও মারধর করে । BJP ও CPI(M)-র যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে ।

ঘটনায় সন্তুর পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে চাকদা থানা সূত্রে খবর, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত শুরু হয়েছে । খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:আনুমানিক কুড়ি বছরের এক যুবককে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য নদীয়া চাকদহ। মৃতের নাম সন্তু ঘোষ। বাড়ি নদিয়ার চাকদহ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তপবন এলাকায়।
সূত্রের খবর, আজ রাত দশটা নাগাদ কাজ করেছে বাড়িতে ফিরছিল বাইকে করে। তারপর এলাকার কিছু পরিচিত মানুষের সঙ্গে কথা বলে একটু মাঠের দিকে যায় সে। কিছুক্ষণ পর হঠাৎ গুলির আওয়াজ আসে। গুলির আওয়াজ শুনে সেখানে স্থানীয় কয়েক জন গেলে চেঁচামেচি আওয়াজ শুনতে পায়। এরপরে মানুষ জন দেখে কয়েকজন ছুটে পালাতে থাকে। অভিযোগ, এর পরেই স্থানীয়রা ঘটনাস্থলে গেলে দেখে গুলিবিদ্ধ অবস্থায় সন্তু ঘোষ মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে চাকদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদাহ থানার পুলিশ। কি কারনে এই ঘটনা, কারাই বা এর পেছনে জড়িত তদন্ত করে দেখছে পুলিশ।
মৃত্যুর পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মৃত সন্তু ঘোষ কে নিজেদের কর্মী বলে দাবি করতে থাকে। বিজেপির নদীয়া জেলা দক্ষিণের সভাপতি জগন্নাথ সরকার বলেন, সন্তু ঘোষ সদ্য আমাদের দলে যোগদান করেছে। ভোটের ফলাফল দেখে তৃণমূল কংগ্রেস পাগল হয়ে গেছে। এখন চাইছে সন্ত্রাস করে এলাকায় বোমাবাজি করে মানুষ খুন করে কিছু দিন যাতে টিকে থাকা যায়। কিন্তু মানুষ ওদের সঙ্গে নেই। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
যদিও বিজেপির তোলা এই দাবি মানতে নারাজ চাকদাহর বিধায়িকা রত্নাকর ঘোষ। তিনি বলেন, মৃত সন্তু ঘোষ দীর্ঘদিন ধরেই তাদের দলের সক্রিয় কর্মী ছিল। তার দেহে গুলি লাগার পর আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুচরিতা নাগ এবং আমাদের নেতৃত্ব পিন্টু নাগ এরাই তাকে প্রথম হাসপাতালে নিয়ে যায়। বিজেপি এবং সিপিআইএম জোট বদ্ধ হয়ে সেখানে সন্ত্রাস চালাচ্ছে কিছুদিন ধরেই। শুধু তাই নয় হাসপাতালের ভেতরে গিয়েও আমাদের দলের কর্মীদের হুমকি এবং মারধর করা হয়। আমরা বিজেপি এবং সিপিআইএমের যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।Body:CHAKDAHA MARDARConclusion:
Last Updated : May 25, 2019, 7:27 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.