ETV Bharat / state

হরিণঘাটায় তৃণমূলের 2টি কার্যালয়ে ভাঙচুর - clash

তৃণমূলের 2টি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল BJP বিরুদ্ধে । ঘটনাস্থান নদিয়ার হরিণঘাটা । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর
author img

By

Published : Jul 7, 2019, 11:24 AM IST

Updated : Jul 7, 2019, 12:18 PM IST

হরিণঘাটা (নদিয়া), 7 জুলাই : তৃণমূলের 2টি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল BJP বিরুদ্ধে । ঘটনাস্থান নদিয়ার হরিণঘাটা । তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই BJP আশ্রিত দুষ্কৃতীরা ভাঙুচর চালিয়েছে ।

সূত্রের খবর, গতকাল রাতে হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের দুটি পৃথক এলাকার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই BJP আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে । এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে । পুলিশ এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব । তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে । শাসকদল অহেতুক BJP-কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে । এই ঘটনায় দলীয় কোনও কর্মী জড়িত নয় ।

আরও পড়ুন : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল পরিচিতরা, পরে উদ্ধার যুবকের দেহ

হরিণঘাটা (নদিয়া), 7 জুলাই : তৃণমূলের 2টি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল BJP বিরুদ্ধে । ঘটনাস্থান নদিয়ার হরিণঘাটা । তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই BJP আশ্রিত দুষ্কৃতীরা ভাঙুচর চালিয়েছে ।

সূত্রের খবর, গতকাল রাতে হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের দুটি পৃথক এলাকার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই BJP আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে । এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে । পুলিশ এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব । তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে । শাসকদল অহেতুক BJP-কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে । এই ঘটনায় দলীয় কোনও কর্মী জড়িত নয় ।

আরও পড়ুন : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল পরিচিতরা, পরে উদ্ধার যুবকের দেহ

Intro:আবার তৃণমূলের 2টি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।এবার ঘটনাস্থল নদিয়ার হরিনঘাটা।
সূত্রের খবর,হরিনঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডে শনিবার রাতে দুটি পৃথক জায়গায় অবস্থিত তৃণমূলের দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।তৃণমূলের অভিযোগ,এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এই দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিজেপি।ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে তৃণমূল কর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে।এই ঘটনায় হরিনঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। পুলিশের তরফ থেকে দোষীদের গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তৃণমূল কর্মীরা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ফলেই তাদের দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে। অহেতুক বিজেপিকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে শাসকদলের তরফ থেকে। আমাদের কোন কর্মী এ ঘটনায় জড়িত নয়।Body:HORINGHATA TMCP ATTACKConclusion:
Last Updated : Jul 7, 2019, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.