ETV Bharat / state

অ্যাকাউন্ট থেকে তোলা টাকা নেওয়া হচ্ছিল কেটে, অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ শান্তিপুরে

বেলঘড়িয়া গ্রামে দুই দিন ধরে তিন যুবক বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে এনেছিল । মানুষের হাতে তুলে দিচ্ছিল টাকা । পরবর্তীকালে দেখা যায় মানুষ যে টাকা পেয়েছেন তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে ।

Shantipur
শান্তিপুর
author img

By

Published : Apr 22, 2020, 2:01 PM IST

শান্তিপুর, 22 এপ্রিল : মানুষের কাছে গিয়ে নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দিয়েছিল তিন যুবক । এইভাবেই একাধিক মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করে তারা । এরপরই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে এনে দিচ্ছিল টাকা । কিন্তু, কিছু টাকা কম দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে । নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে । স্থানীয়রা যুবকদের আটক করে বিক্ষোভ দেখান ।

বেলঘড়িয়া গ্রামে দুইদিন ধরে তিন যুবক বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে এনে দিচ্ছিল । মানুষের হাতে তুলে দিচ্ছিল টাকা । সাধারণ মানুষ ভরসা করেছিলেন । কারণ এই লকডাউনে অনেকের পক্ষেই বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না । পরবর্তীকালে দেখা যায়, মানুষ যে টাকা পেয়েছেন তার থেকে অনেক বেশি টাকা তুলে নেওয়া হয়েছে । গতকাল ওই যুবকরা আবার গ্রামে এলে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ।

স্থানীয়দের দাবি, ওই তিন যুবক তাঁদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়েছে । কারও অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে 500 টাকা, কারও বা 400 টাকা । এই অভিযোগে প্রায় শতাধিক গ্রাহক টাকা ফেরত দেওয়ার দাবিতে তাদের আটকে রাখেন । ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ উভয়পক্ষের সঙ্গেই কথা বলে ।গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় । এদিকে অভিযুক্তদের দাবি, নেটওয়ার্কের সমস্যার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে । তারা ইতিমধ্যেই কিছু গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে । বাকিদের টাকাও ফিরিয়ে দেওয়া হবে । সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

শান্তিপুর, 22 এপ্রিল : মানুষের কাছে গিয়ে নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দিয়েছিল তিন যুবক । এইভাবেই একাধিক মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করে তারা । এরপরই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে এনে দিচ্ছিল টাকা । কিন্তু, কিছু টাকা কম দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে । নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে । স্থানীয়রা যুবকদের আটক করে বিক্ষোভ দেখান ।

বেলঘড়িয়া গ্রামে দুইদিন ধরে তিন যুবক বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে এনে দিচ্ছিল । মানুষের হাতে তুলে দিচ্ছিল টাকা । সাধারণ মানুষ ভরসা করেছিলেন । কারণ এই লকডাউনে অনেকের পক্ষেই বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না । পরবর্তীকালে দেখা যায়, মানুষ যে টাকা পেয়েছেন তার থেকে অনেক বেশি টাকা তুলে নেওয়া হয়েছে । গতকাল ওই যুবকরা আবার গ্রামে এলে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ।

স্থানীয়দের দাবি, ওই তিন যুবক তাঁদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়েছে । কারও অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে 500 টাকা, কারও বা 400 টাকা । এই অভিযোগে প্রায় শতাধিক গ্রাহক টাকা ফেরত দেওয়ার দাবিতে তাদের আটকে রাখেন । ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ উভয়পক্ষের সঙ্গেই কথা বলে ।গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় । এদিকে অভিযুক্তদের দাবি, নেটওয়ার্কের সমস্যার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে । তারা ইতিমধ্যেই কিছু গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে । বাকিদের টাকাও ফিরিয়ে দেওয়া হবে । সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.