নদিয়া, 29 জুলাই: লকডাউনে কাজে বেরোনোয় মারধর করেছে পুলিশ । এই অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা । নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা ।
সকাল থেকেই জেলার প্রতিটি থানা এলাকায় টহল দিচ্ছিল পুলিশ । যারা রাস্তায় বেরিয়েছে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল । অপ্রয়োজনে রাস্তায় বের হলে কোথাও লাঠিচার্জ করছে পুলিশ । কোথাও আবার কান ধরে উঠবোস করানো হয়েছে । গ্রেপ্তারও হয়েছে কয়েকজন ।
বুধবার জেলার বিভিন্ন থানা থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে লকডাউন চললেও যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল । তাঁদের মধ্যে রয়েছে সাফাই কর্মীরাও । যাঁরা দিন-রাত পরিশ্রম করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে । সেইমতো বুধবার কাজে বেরিয়েছিলেন কৃষ্ণনগর পৌরসভায় কর্মরত একাধিক সাফাই কর্মী। কিন্তু তাঁদের অভিযোগ পরিচয়পত্র থাকা সত্ত্বেও পুলিশ জিজ্ঞাসাবাদ না করেই আচমকা মারতে শুরু করে। লাঠিচার্জও করা হয় ।
তারই প্রতিবাদে কাজ বন্ধ রেখে কৃষ্ণনগর পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা । তাঁদের দাবি, যে সমস্ত পুলিশ কর্মী এই লাঠিচার্জ করেছে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পরে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্তের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।