ETV Bharat / bharat

বিজেপি জোটের হাতছানি 2100 টাকা! রাহুলদের প্রতিশ্রুতি সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন - MAHARASHTRA ASSEMBLY ELECTION 2024

মহারাষ্ট্রে নির্বাচন 20 নভেম্বর ৷ আজ তার ইস্তেহার প্রকাশ করল শাসক ও বিরোধী জোট ৷ কোন জোটের কী প্রতিশ্রুতি ? খোঁজ নিল ইটিভি ভারত ।

Maharashtra Assembly Election 2024
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন 2024 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 6:44 PM IST

মুম্বই, 10 নভেম্বর: নির্বাচনের বাকি আর 10 দিন ৷ 20 নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট ৷ প্রচার শেষ হবে আগামিকাল, সোমবার ৷ এর মধ্যে রবিবার ইস্তেহার প্রকাশ করল দুই যুযুধান শিবির ৷ একদিকে আছে শাসক মহাযুতি জোট। অন্যদিকে আছে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) ৷

শাসক জোটের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, মুম্বই বিজেপির প্রধান আশিস শেলার এবং দলের অন্য নেতারা ৷ অমিত শাহ 'সঙ্কল্প পত্র' প্রকাশ করেন ৷ পাশাপাশি, তিনি উদ্ধব ঠাকরেকে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর জন্য কড়া আক্রমণ করেন ৷ তাঁর দাবি, কংগ্রেস বালাসাহেব ঠাকরে এবং বীর সাভারকরের অসম্মান করেছে ৷ আর তাদের সঙ্গেই জোট বেঁধেছেন বালাসাহেব-তনয়।

শাসক জোট ক্ষমতায় এলে কী হবে ?

  • লাডলি বহিন যোজনার আওতায় মহিলাদের মাসে 2 হাজার 100 টাকা দেওয়া হবে ৷
  • কৃষকদের ঋণ মকুব হবে ৷ সম্মান নিধির 12 হাজার টাকা বাড়িয়ে 15 হাজার করা হবে ৷
  • অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন প্রতি মাসে 15 হাজার টাকা করা হবে।
  • প্রবীণদের ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করা হবে ৷
  • 10 লক্ষ পড়ুয়া মাসে 10 হাজার টাকা করে পাবেন ৷
  • 25 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা ৷
  • 2028 সালের মধ্যে মহারাষ্ট্র 1 ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্যে পরিণত হবে ৷
  • জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার ৷

এমভিএ জোট

অন্যদিকে, এমভিএ জোটের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইস্তেহার প্রকাশ করেন ৷ উপস্থিতি ছিলেন এনসিপি (এসপি) কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, উদ্ধব শিবসেনা শিবিরের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত-সহ অন্যরা ৷ 'মহারাষ্ট্রনামা' নামের এই ইস্তেহারে কংগ্রেস, এনসিপি (এসসিপি), শিবসেনা (উদ্ধব ঠাকরে) জোট প্রতিশ্রুতি দিয়েছে, তারা ক্ষমতায় এলে মহারাষ্ট্রের 9 থেকে 16 বছর বয়সি মেয়েদের সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করবে ৷ এছাড়া মহিলা কর্মীরা ঋতুস্রাবের সময় দু'দিনের বিশেষ ছুটি পাবেন ৷ আর কী কী থাকছে?

  • জাতভিত্তিক জনগণনা হবে।
  • স্বনির্ভরশীল গোষ্ঠীর ক্ষমতায়নের জন্য পূথক দফতরে প্রতিষ্ঠা।
  • শিশু কল্যাণের জন্যও থাকবে আলাদা দফতর।
  • রাজ্যের প্রত্য়েক মহিলা প্রতি বছর 500 টাকা মূল্যের 6টি রান্নার গ্যাস পাবেন ৷
  • গঠিত হবে 'নির্ভয়া মহারাষ্ট্র' নীতি।
  • মহিলা ও শিশুদের নিরাপত্তায় শক্তিশালী আইন কার্যকর করা হবে।
  • রাজ্যের কিশোরীরা 18 বছরে পা দিলেই প্রত্যেককে 1 লক্ষ টাকা দেওয়া হবে।

    মহারাষ্ট্র পুলিশের ডিজি বদল, রেশমি শুক্লাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

মুম্বই, 10 নভেম্বর: নির্বাচনের বাকি আর 10 দিন ৷ 20 নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা ভোট ৷ প্রচার শেষ হবে আগামিকাল, সোমবার ৷ এর মধ্যে রবিবার ইস্তেহার প্রকাশ করল দুই যুযুধান শিবির ৷ একদিকে আছে শাসক মহাযুতি জোট। অন্যদিকে আছে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) ৷

শাসক জোটের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, মুম্বই বিজেপির প্রধান আশিস শেলার এবং দলের অন্য নেতারা ৷ অমিত শাহ 'সঙ্কল্প পত্র' প্রকাশ করেন ৷ পাশাপাশি, তিনি উদ্ধব ঠাকরেকে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর জন্য কড়া আক্রমণ করেন ৷ তাঁর দাবি, কংগ্রেস বালাসাহেব ঠাকরে এবং বীর সাভারকরের অসম্মান করেছে ৷ আর তাদের সঙ্গেই জোট বেঁধেছেন বালাসাহেব-তনয়।

শাসক জোট ক্ষমতায় এলে কী হবে ?

  • লাডলি বহিন যোজনার আওতায় মহিলাদের মাসে 2 হাজার 100 টাকা দেওয়া হবে ৷
  • কৃষকদের ঋণ মকুব হবে ৷ সম্মান নিধির 12 হাজার টাকা বাড়িয়ে 15 হাজার করা হবে ৷
  • অঙ্গনওয়াড়ি কর্মচারীদের বেতন প্রতি মাসে 15 হাজার টাকা করা হবে।
  • প্রবীণদের ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2100 টাকা করা হবে ৷
  • 10 লক্ষ পড়ুয়া মাসে 10 হাজার টাকা করে পাবেন ৷
  • 25 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা ৷
  • 2028 সালের মধ্যে মহারাষ্ট্র 1 ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্যে পরিণত হবে ৷
  • জোর করে ধর্মান্তরণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার ৷

এমভিএ জোট

অন্যদিকে, এমভিএ জোটের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইস্তেহার প্রকাশ করেন ৷ উপস্থিতি ছিলেন এনসিপি (এসপি) কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে, উদ্ধব শিবসেনা শিবিরের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত-সহ অন্যরা ৷ 'মহারাষ্ট্রনামা' নামের এই ইস্তেহারে কংগ্রেস, এনসিপি (এসসিপি), শিবসেনা (উদ্ধব ঠাকরে) জোট প্রতিশ্রুতি দিয়েছে, তারা ক্ষমতায় এলে মহারাষ্ট্রের 9 থেকে 16 বছর বয়সি মেয়েদের সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করবে ৷ এছাড়া মহিলা কর্মীরা ঋতুস্রাবের সময় দু'দিনের বিশেষ ছুটি পাবেন ৷ আর কী কী থাকছে?

  • জাতভিত্তিক জনগণনা হবে।
  • স্বনির্ভরশীল গোষ্ঠীর ক্ষমতায়নের জন্য পূথক দফতরে প্রতিষ্ঠা।
  • শিশু কল্যাণের জন্যও থাকবে আলাদা দফতর।
  • রাজ্যের প্রত্য়েক মহিলা প্রতি বছর 500 টাকা মূল্যের 6টি রান্নার গ্যাস পাবেন ৷
  • গঠিত হবে 'নির্ভয়া মহারাষ্ট্র' নীতি।
  • মহিলা ও শিশুদের নিরাপত্তায় শক্তিশালী আইন কার্যকর করা হবে।
  • রাজ্যের কিশোরীরা 18 বছরে পা দিলেই প্রত্যেককে 1 লক্ষ টাকা দেওয়া হবে।

    মহারাষ্ট্র পুলিশের ডিজি বদল, রেশমি শুক্লাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.