ETV Bharat / state

সংক্ষিপ্ত হচ্ছে এসপ্লানেড-হাওড়া ময়দান রুটে মেট্রোর যাত্রাপথ - REVISED SERVICE OF KOLKATA METRO

পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এসপ্লানেড ও হাওড়া ময়দান রুটের একাংশে বন্ধ থাকবে পরিষেবা ৷ শিয়ালদা থেকে এসপ্লানেড মেট্রোর কাজের জন্যই এমন সিদ্ধান্ত ৷

Revised Service of Kolkata Metro
সংক্ষিপ্ত হচ্ছে এসপ্লানেড-হাওড়া ময়দান রুটে মেট্রোর যাত্রাপথ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 7:25 PM IST

কলকাতা, 10 নভেম্বর: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য 11 নভেম্বর অর্থাৎ, সোমবার থেকে গ্রিন লাইন-টু এর পরিষেবা আংশিক বন্ধ থাকবে ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে রবিবার এমনটাই জানানো হয়েছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই বিশেষ নির্দেশ কার্যকর হবে ৷ এরই সঙ্গে গ্রিন লাইন-টু’র মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে ৷

কলকাতা মেট্রো রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট বাউন্ড অর্থাৎ, হাওড়া ময়দানের দিকে ট্রেন পরিষেবা এসপ্লানেডের বদলে মহাকরণ স্টেশন থেকে পাওয়া যাবে ৷ অর্থাৎ, এসপ্লানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো পাওয়া যাবে না ৷ তার জন্য যাত্রীদের মহাকরণ স্টেশন থেকে হাওড়াগামী মেট্রোয় উঠতে হবে ৷

তবে, ইস্ট বাউন্ড বা পূর্বমুখী সুড়ঙ্গ অর্থাৎ, হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের দিকে মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে ৷ কলকাতা মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 11 নভেম্বর থেকে চালু হওয়া এই ব্যবস্থা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত লাগু থাকবে ৷ উল্লেখ্য, কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট পরিষেবা দু’টি ভাগে চলে ৷ প্রথমটি সেক্টর ফাইভ থেকে শিয়ালদা, যাকে বলা হয় গ্রিন লাইন-ওয়ান ৷ আর দ্বিতীয়টি এসপ্লানেড থেকে হাওড়া ময়দান অর্থাৎ, গ্রিন লাইন-টু ৷

এসপ্লানেড ও শিয়ালদার মাঝের অংশের কাজ এখনও চলছে ৷ সেই কাজের জন্য হাওড়ামুখী ট্রেন মহাকরণ স্টেশন থেকে ছাড়বে ৷ সেই কাজ নির্বিঘ্নে ও দ্রুত শেষ করার জন্য একদিকের মেট্রো বন্ধ রাখা হচ্ছে ৷ আর হাওড়া থেকে সকাল 6টা 55 মিনিটে এসপ্লানেডের প্রথম মেট্রো পাওয়া যাবে কাজের দিনগুলিতে ৷ শেষ মেট্রো ছাড়বে রাত 10টায় ৷ রবিবার এই রুটে বেলা 2টো 15 মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে ৷ আর রাতের শেষ মেট্রো হাওড়া থেকে 9টা 50 মিনিটে ছাড়বে ৷

এর পাশাপাশি, আগামিকাল থেকে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে চলা মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ আগে সারাদিনে 118টি মেট্রো চলত কাজের দিনগুলিতে ৷ তার বদলে সোমবার থেকে মোট 150টি করে মেট্রো চলবে ৷ রবিবারে মেট্রোর সংখ্যায় কোনও বদল আনা হয়নি ৷

কলকাতা, 10 নভেম্বর: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য 11 নভেম্বর অর্থাৎ, সোমবার থেকে গ্রিন লাইন-টু এর পরিষেবা আংশিক বন্ধ থাকবে ৷ কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে রবিবার এমনটাই জানানো হয়েছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই বিশেষ নির্দেশ কার্যকর হবে ৷ এরই সঙ্গে গ্রিন লাইন-টু’র মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে ৷

কলকাতা মেট্রো রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট বাউন্ড অর্থাৎ, হাওড়া ময়দানের দিকে ট্রেন পরিষেবা এসপ্লানেডের বদলে মহাকরণ স্টেশন থেকে পাওয়া যাবে ৷ অর্থাৎ, এসপ্লানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো পাওয়া যাবে না ৷ তার জন্য যাত্রীদের মহাকরণ স্টেশন থেকে হাওড়াগামী মেট্রোয় উঠতে হবে ৷

তবে, ইস্ট বাউন্ড বা পূর্বমুখী সুড়ঙ্গ অর্থাৎ, হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের দিকে মেট্রো পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে ৷ কলকাতা মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 11 নভেম্বর থেকে চালু হওয়া এই ব্যবস্থা পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত লাগু থাকবে ৷ উল্লেখ্য, কলকাতা মেট্রোর গ্রিন লাইন বা ইস্ট-ওয়েস্ট পরিষেবা দু’টি ভাগে চলে ৷ প্রথমটি সেক্টর ফাইভ থেকে শিয়ালদা, যাকে বলা হয় গ্রিন লাইন-ওয়ান ৷ আর দ্বিতীয়টি এসপ্লানেড থেকে হাওড়া ময়দান অর্থাৎ, গ্রিন লাইন-টু ৷

এসপ্লানেড ও শিয়ালদার মাঝের অংশের কাজ এখনও চলছে ৷ সেই কাজের জন্য হাওড়ামুখী ট্রেন মহাকরণ স্টেশন থেকে ছাড়বে ৷ সেই কাজ নির্বিঘ্নে ও দ্রুত শেষ করার জন্য একদিকের মেট্রো বন্ধ রাখা হচ্ছে ৷ আর হাওড়া থেকে সকাল 6টা 55 মিনিটে এসপ্লানেডের প্রথম মেট্রো পাওয়া যাবে কাজের দিনগুলিতে ৷ শেষ মেট্রো ছাড়বে রাত 10টায় ৷ রবিবার এই রুটে বেলা 2টো 15 মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে ৷ আর রাতের শেষ মেট্রো হাওড়া থেকে 9টা 50 মিনিটে ছাড়বে ৷

এর পাশাপাশি, আগামিকাল থেকে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং মহাকরণ থেকে হাওড়া ময়দানের মধ্যে চলা মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ আগে সারাদিনে 118টি মেট্রো চলত কাজের দিনগুলিতে ৷ তার বদলে সোমবার থেকে মোট 150টি করে মেট্রো চলবে ৷ রবিবারে মেট্রোর সংখ্যায় কোনও বদল আনা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.