ETV Bharat / state

10 কেজির টিউমারের সফল অস্ত্রোপচার JNM হাসপাতালে - কল্যাণী

প্রায় 10 কিলো ওজনের টিউমার অস্ত্রোপচার করে নজির গড়ল কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ৷

কল্যাণী হাসপাতাল
author img

By

Published : Aug 31, 2019, 11:11 AM IST

Updated : Aug 31, 2019, 12:38 PM IST

কল্যাণী, 31 অগাস্ট : প্রায় 10 কিলো ওজনের টিউমার অস্ত্রোপচার করে নজির গড়ল কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ৷ মণিদীপ পালের নেতৃত্বে পাঁচ চিকিৎসকের একটি দল সফলভাবে অস্ত্রোপচার করেন ৷

হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অসুস্থতা নিয়ে হুগলির চুঁচুডা় থেকে সোমা চক্রবর্তী (47) 16 জুলাই JNM হাসপাতালে ভরতি হন ৷ তবে সোমার শরীরে রক্তাল্পতার জন্য অস্ত্রোপচার করা যায়নি ৷ তাঁকে রক্ত দেওয়ার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা ৷ পাঁচ চিকিৎসকের দল টানা দু'ঘণ্টার প্রচেষ্টায় সোমার জরায়ু থেকে টিউমারটি বের করতে সফল হন ৷

আরও পড়ুন : উদয়নারায়ণপুর স্টেট জেনেরাল হাসপাতালে আগুন, পরে নিয়ন্ত্রণে

চিকিৎসক মণিদীপ পাল বলেন, "শারীরিক পরীক্ষার পর ওঁর পেটে একটা টিউমার দেখতে পেয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় টিউমারটি জরায়ুতে হয়েছে ৷ সেটি পরে বড় হয়ে যায় ৷ যদিও টিউমার নিয়ে রোগীর কোনও সমস্যা ছিল না ৷ উনি স্বাভাবিক সুস্থ জীবনযাপনই করছিলেন ৷ " বর্তমানে সুস্থ রয়েছেন সোমা চক্রবর্তী ৷

কল্যাণী, 31 অগাস্ট : প্রায় 10 কিলো ওজনের টিউমার অস্ত্রোপচার করে নজির গড়ল কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ৷ মণিদীপ পালের নেতৃত্বে পাঁচ চিকিৎসকের একটি দল সফলভাবে অস্ত্রোপচার করেন ৷

হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অসুস্থতা নিয়ে হুগলির চুঁচুডা় থেকে সোমা চক্রবর্তী (47) 16 জুলাই JNM হাসপাতালে ভরতি হন ৷ তবে সোমার শরীরে রক্তাল্পতার জন্য অস্ত্রোপচার করা যায়নি ৷ তাঁকে রক্ত দেওয়ার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা ৷ পাঁচ চিকিৎসকের দল টানা দু'ঘণ্টার প্রচেষ্টায় সোমার জরায়ু থেকে টিউমারটি বের করতে সফল হন ৷

আরও পড়ুন : উদয়নারায়ণপুর স্টেট জেনেরাল হাসপাতালে আগুন, পরে নিয়ন্ত্রণে

চিকিৎসক মণিদীপ পাল বলেন, "শারীরিক পরীক্ষার পর ওঁর পেটে একটা টিউমার দেখতে পেয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় টিউমারটি জরায়ুতে হয়েছে ৷ সেটি পরে বড় হয়ে যায় ৷ যদিও টিউমার নিয়ে রোগীর কোনও সমস্যা ছিল না ৷ উনি স্বাভাবিক সুস্থ জীবনযাপনই করছিলেন ৷ " বর্তমানে সুস্থ রয়েছেন সোমা চক্রবর্তী ৷
Intro:এই প্রথম জরায়ুতে প্রায় ৮ থেকে ১০ কিলো ওজনের টিউমার অস্ত্রপ্রচার করে ফের নজির গড়লো কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকেরা।
সূত্রের খবর, গত ১৬ জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে হুগলির চুঁচুড়া থেকে সোমা চক্রবর্তী নামে এক গৃহবধূ ভর্তি হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। শরীরে রক্ত কম থাকায় এতদিন যাবৎ অস্ত্রোপচার করা যায়নি। পরে রোগীর শরীরে রক্ত দিয়ে, অবশেষে আজ দুই ঘন্টার প্রচেষ্টায় ৫ জন চিকিৎসক মিলে ফের অস্ত্রোপচার করল কল্যাণীর এই হাসপাতালে। ২৬/২২ সেন্টিমিটারের টিউমার যার ওজন প্রায় দশ কিলোর মত। অস্ত্রোপচারের পর সোমাদেবী সুস্থ্য আছে বলেই জানালেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানান কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল এ এই প্রথম এত বড় এবং এত বেশি ওজনের একটি টিউমার অস্ত্রোপাচার করে বের করা হলো।Body:KALYANI JNM HOSPITALConclusion:
Last Updated : Aug 31, 2019, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.