ETV Bharat / state

কৃষ্ণনগর মৃৎশিল্পীর তৈরি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিচ্ছে বাংলাদেশ

প্রায় তিনমাস আগে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির বরাত পান শিল্পী সুবীর পাল ৷ আর দুই-তিনমাসের মধ্যে বাংলাদেশে পাড়ি দেবে মূর্তিটি ৷

বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিচ্ছে বাংলাদেশ
বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিচ্ছে বাংলাদেশ
author img

By

Published : Jun 22, 2021, 8:44 PM IST

কৃষ্ণনগর, 22 জুন : কৃষ্ণনগর ৷ শিল্পের শহর ৷ এই শহরের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে ৷ জড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম ৷ আর বিখ্যাত এখানকার মৃৎশিল্প ৷ আর মিষ্টি? জিভে জল আনা সরভাজা হোক সরপুরিয়া ৷ প্রত্যেকের কাছেই তা প্রিয় ৷ আর জগৎ বিখ্যাত বিভিন্ন ধরনের মাটির পুতুল ৷ মূর্তিতে কোথাও ফুটে উঠেছে শ্রীচৈতন্যদেব, কোথাও আবার গ্রামের বধূ ৷ তাছাড়া দুর্গা থেকে কালীর মূর্তি তো আছেই ৷ শিল্পীদের তৈরি মূর্তি বিদেশ পর্যন্ত যায় ৷ সম্প্রতি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিতে চলেছে বাংলাদেশে ৷ ইতিমধ্যেই মূর্তিটি দেখে গিয়েছেন বাংলাদেশের কলকাতার হাইকমিশনের প্রতিনিধিরা ৷ আর কয়েকমাসের মধ্যে বাংলাদেশে পাড়ি দিতে চলেছে কৃষ্ণনগরের শিল্পীর হাতে তৈরি মূর্তি ৷

এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী সুবীর পাল ৷ মূর্তি তৈরির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি ৷ তাঁর অসাধারণ কাজের জন্য একাধিক পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে ৷ তিনিই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিটি তৈরি করছেন ৷ এই বিষয়ে শিল্পী জানিয়েছেন, প্রায় তিনমাস আগে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাঁর কাছে মূর্তি তৈরির বরাত আসে ৷ তারপর থেকেই তিনি মূর্তি তৈরির কাজ শুরু করেন ৷ এই মুহূর্তে প্রাথমিকভাবে মাটি দিয়ে মূর্তি তৈরি হয়েছে ৷ এরপর ব্রোঞ্জ দিয়ে মূর্তিটি তৈরি হবে ৷ তবে এই প্রক্রিয়ার আগে বাংলাদেশ হাইকমিশনের সম্মতির প্রয়োজন হয় ৷ মূর্তিটি দেখে পছন্দ হলে তবেই তাতে অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় ৷

কৃষ্ণনগর মৃৎশিল্পীর তৈরি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিচ্ছে বাংলাদেশ

আরও পড়ুন, Ancient Idol : কুশমণ্ডিতে পুকুর কাটতে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি

গতকালই বাংলাদেশের হাইকমিশন কলকাতার প্রায় দশ থেকে বারোজন প্রতিনিধি কৃষ্ণনগরে আসেন ৷ তাঁরা মূর্তিটি বাংলাদেশে পাঠানোর সম্মতিও দিয়েছেন ৷ এরপরেই মূর্তিটি ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হবে ৷ শিল্পী জানাচ্ছেন, সম্ভবত 15 অগাস্ট মূর্তিটির উদ্বোধন হবে ৷ পাশাপাশি তিনি বলেন, এর ফলে শুধুমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সুনাম নয়, দুই বাংলার মিলন আরও দৃঢ় হবে ।

কৃষ্ণনগর, 22 জুন : কৃষ্ণনগর ৷ শিল্পের শহর ৷ এই শহরের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে ৷ জড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম ৷ আর বিখ্যাত এখানকার মৃৎশিল্প ৷ আর মিষ্টি? জিভে জল আনা সরভাজা হোক সরপুরিয়া ৷ প্রত্যেকের কাছেই তা প্রিয় ৷ আর জগৎ বিখ্যাত বিভিন্ন ধরনের মাটির পুতুল ৷ মূর্তিতে কোথাও ফুটে উঠেছে শ্রীচৈতন্যদেব, কোথাও আবার গ্রামের বধূ ৷ তাছাড়া দুর্গা থেকে কালীর মূর্তি তো আছেই ৷ শিল্পীদের তৈরি মূর্তি বিদেশ পর্যন্ত যায় ৷ সম্প্রতি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিতে চলেছে বাংলাদেশে ৷ ইতিমধ্যেই মূর্তিটি দেখে গিয়েছেন বাংলাদেশের কলকাতার হাইকমিশনের প্রতিনিধিরা ৷ আর কয়েকমাসের মধ্যে বাংলাদেশে পাড়ি দিতে চলেছে কৃষ্ণনগরের শিল্পীর হাতে তৈরি মূর্তি ৷

এই মূর্তিটি তৈরি করেছেন শিল্পী সুবীর পাল ৷ মূর্তি তৈরির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি ৷ তাঁর অসাধারণ কাজের জন্য একাধিক পুরস্কার তাঁর ঝুলিতে রয়েছে ৷ তিনিই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিটি তৈরি করছেন ৷ এই বিষয়ে শিল্পী জানিয়েছেন, প্রায় তিনমাস আগে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাঁর কাছে মূর্তি তৈরির বরাত আসে ৷ তারপর থেকেই তিনি মূর্তি তৈরির কাজ শুরু করেন ৷ এই মুহূর্তে প্রাথমিকভাবে মাটি দিয়ে মূর্তি তৈরি হয়েছে ৷ এরপর ব্রোঞ্জ দিয়ে মূর্তিটি তৈরি হবে ৷ তবে এই প্রক্রিয়ার আগে বাংলাদেশ হাইকমিশনের সম্মতির প্রয়োজন হয় ৷ মূর্তিটি দেখে পছন্দ হলে তবেই তাতে অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয় ৷

কৃষ্ণনগর মৃৎশিল্পীর তৈরি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দিচ্ছে বাংলাদেশ

আরও পড়ুন, Ancient Idol : কুশমণ্ডিতে পুকুর কাটতে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি

গতকালই বাংলাদেশের হাইকমিশন কলকাতার প্রায় দশ থেকে বারোজন প্রতিনিধি কৃষ্ণনগরে আসেন ৷ তাঁরা মূর্তিটি বাংলাদেশে পাঠানোর সম্মতিও দিয়েছেন ৷ এরপরেই মূর্তিটি ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হবে ৷ শিল্পী জানাচ্ছেন, সম্ভবত 15 অগাস্ট মূর্তিটির উদ্বোধন হবে ৷ পাশাপাশি তিনি বলেন, এর ফলে শুধুমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সুনাম নয়, দুই বাংলার মিলন আরও দৃঢ় হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.