ETV Bharat / state

শান্তিপুর স্টেডিয়ামে করোনা আক্রান্তদের জন্য সেফ হোম

জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই তেহট্ট, করিমপুর, চাপরা, কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক জায়গায় সেফ হোম এবং আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে ।

for corona patient in shantipur
for corona patient in shantipur
author img

By

Published : May 21, 2021, 4:02 PM IST

শান্তিপুর, 21 মে : চোখ পাকাচ্ছে করোনা সংক্রমণ ৷ সেকথা মাথায় রেখে এবার নদিয়ার শান্তিপুরে তৈরি করা হল সেফ হোম । উদ্বোধন করলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র ।

গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও করোনা সংক্রমণের হার বাড়ছে । জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই তেহট্ট, করিমপুর, চাপরা, কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক জায়গায় সেফ হোম এবং আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে । এবার নদিয়ার শান্তিপুর স্টেডিয়ামে সেফ হোম চালু করা হল । প্রাথমিকভাবে 25টি বেড নিয়ে চালু করা হয়েছে এই হোম । 24 ঘন্টা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক থাকবেন এই সেফ হোমে । থাকবে অক্সিজেনের ব্যবস্থা ।

আরও পড়ুন : পরাচ্ছেন মাস্ক, করছেন মাইকিং; সুন্দরবনে করোনা সচেতনতার পাঠ শিক্ষকের

শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র বলেন, "প্রয়োজনে পরে আরও পাঁচটি বেড বাড়ানো হবে । করোনা আক্রান্ত হলেও অনেকে শারীরিকভাবে সুস্থ কিন্তু নিজের বাড়িতে আইসোলেশনে থাকার জায়গা নেই ৷ মূলত এরকম পরিস্থিতিতে পড়া মানুষদের এই সেফ হোমে রাখা হবে ।" পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি ।

শান্তিপুর, 21 মে : চোখ পাকাচ্ছে করোনা সংক্রমণ ৷ সেকথা মাথায় রেখে এবার নদিয়ার শান্তিপুরে তৈরি করা হল সেফ হোম । উদ্বোধন করলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র ।

গোটা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও করোনা সংক্রমণের হার বাড়ছে । জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই তেহট্ট, করিমপুর, চাপরা, কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক জায়গায় সেফ হোম এবং আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে । এবার নদিয়ার শান্তিপুর স্টেডিয়ামে সেফ হোম চালু করা হল । প্রাথমিকভাবে 25টি বেড নিয়ে চালু করা হয়েছে এই হোম । 24 ঘন্টা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক থাকবেন এই সেফ হোমে । থাকবে অক্সিজেনের ব্যবস্থা ।

আরও পড়ুন : পরাচ্ছেন মাস্ক, করছেন মাইকিং; সুন্দরবনে করোনা সচেতনতার পাঠ শিক্ষকের

শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র বলেন, "প্রয়োজনে পরে আরও পাঁচটি বেড বাড়ানো হবে । করোনা আক্রান্ত হলেও অনেকে শারীরিকভাবে সুস্থ কিন্তু নিজের বাড়িতে আইসোলেশনে থাকার জায়গা নেই ৷ মূলত এরকম পরিস্থিতিতে পড়া মানুষদের এই সেফ হোমে রাখা হবে ।" পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.