ETV Bharat / state

ভীমপুরে মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ডাকাতি

গতকাল রাতে নাতনিদের সাথে বসে টিভি দেখছিলেন ভিমপুরের নতুন পাড়ার বাসিন্দা রণজিৎ বিশ্বাস । অভিযোগ, হঠাৎই বাড়ির ভিতরে জনা পাঁচেক দুস্কৃতী ঢুকে পড়ে ৷ বাড়ির শিশুদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ৷ এরপর বাড়ির সবাইকে আটকে পুরো বাড়ি তছনছ করে ফেলে ৷ সঙ্গে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় ।

Bhimpur, Nadia
খোয়া গেছে প্রায় কয়েক লাখ নগদ টাকা ও গয়না
author img

By

Published : Mar 10, 2020, 7:04 PM IST

ভীমপুর, 10 মার্চ : বাড়ির শিশুর মাথায় বন্দুক রেখে ডাকাতি ৷ নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা ৷ সোনার চেন, আংটি সহ একাধিক অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ পরিবারের অভিযোগ, প্রায় কয়েক লাখ নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ খবর দেওয়া হয় ভীমপুর থানায় ৷ ঘটনাস্থানে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে নাতনিদের সাথে বসে টিভি দেখছিলেন ভিমপুরের নতুন পাড়ার বাসিন্দা রণজিৎ বিশ্বাস । অভিযোগ, হঠাৎই বাড়ির ভিতরে জনা পাঁচেক দুস্কৃতী ঢুকে পড়ে ৷ বাড়ির শিশুদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ৷ এরপর বাড়ির সবাইকে আটকে পুরো বাড়ি তছনছ করে ফেলে ৷ সঙ্গে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় । এরপর খবর দেওয়া হয় নিকটবর্তী ভীমপুর থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভীমপুর থানার পুলিশ । পরিবারের দাবি, দুষ্কৃতীরা প্রায় কয়েক লাখ টাকার সামগ্রী নিয়ে গেছে । আজ সকালে থানায় অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনার পিছনে কারা জড়িত এবং খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ ।

Bhimpur, Nadia
রণজিৎ বিশ্বাস

ভীমপুর, 10 মার্চ : বাড়ির শিশুর মাথায় বন্দুক রেখে ডাকাতি ৷ নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা ৷ সোনার চেন, আংটি সহ একাধিক অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ পরিবারের অভিযোগ, প্রায় কয়েক লাখ নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ খবর দেওয়া হয় ভীমপুর থানায় ৷ ঘটনাস্থানে পুলিশ এসে তদন্ত শুরু করেছে ৷

পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে নাতনিদের সাথে বসে টিভি দেখছিলেন ভিমপুরের নতুন পাড়ার বাসিন্দা রণজিৎ বিশ্বাস । অভিযোগ, হঠাৎই বাড়ির ভিতরে জনা পাঁচেক দুস্কৃতী ঢুকে পড়ে ৷ বাড়ির শিশুদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ৷ এরপর বাড়ির সবাইকে আটকে পুরো বাড়ি তছনছ করে ফেলে ৷ সঙ্গে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় । এরপর খবর দেওয়া হয় নিকটবর্তী ভীমপুর থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভীমপুর থানার পুলিশ । পরিবারের দাবি, দুষ্কৃতীরা প্রায় কয়েক লাখ টাকার সামগ্রী নিয়ে গেছে । আজ সকালে থানায় অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনার পিছনে কারা জড়িত এবং খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ ।

Bhimpur, Nadia
রণজিৎ বিশ্বাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.