ETV Bharat / state

"23 মে'র পর বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে" - congress

ফাইল ফোটো
author img

By

Published : May 1, 2019, 12:57 PM IST

Updated : May 1, 2019, 2:38 PM IST

2019-05-01 10:48:23

কল্যাণী, 1 মে : বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে কল্যাণী সিভিক সেন্ট্রাল গ্রাউন্ডে সভা করেন অমিত শাহ ৷  আজকের সভায় চিটফান্ড, অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ট্যাক্স একাধিক ইশুতে তৃণমূল কংগ্রসকে আক্রমণ করেন  BJP নেতা ৷  

অমিত শাহ বলেন :

  • তাহলে শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত করুন

  • অনুপ্রবেশকারীদের তাড়াতে মোদিকে সমর্থন করবেন তো ?

  • সন্ত্রাসবাদকে খতম করতে মোদিকে সমর্থন করবেন তো ?

  • আপনারা বলুন মোদিকে সমর্থন করবেন

  • মোদি প্রধানমন্ত্রী না থাকলেও, যতক্ষণ আমাদের একজনও BJP কর্মী আছে দেশ থেকে কাশ্মীরকে আলাদা করা যাবে না

  • এক দেশে দুটো প্রধানমন্ত্রী হতে পারে কি ?

  • পাকিস্তান থেকে গুলি এলে এখান থেকে গোলা যাবে 

  • সবাই বুক চাপড়ে কাঁদছিল  

  • তবে মমতা দিদির দলীয় কার্যালয়ে দুঃখের ছায়া নেমে এসেছিল 

  • মোদিজি সন্ত্রাসবাদীদের সাফ করেছেন

  • নরেন্দ্র মোদি বায়ু সেনাকে বলেন জবাব দিতে। পাকিস্তানে ঢুকে বায়ুসেনা বালাকোটে হামলা চালিয়েছে

  • মোদিজি দেশকে সুরক্ষা দেওয়ার কাজ করেছেন

  • সিমেন্ট কেনা থেকে বিধবা পেনশন সর্বত্র  সিন্ডিকেট ট্যাক্স লাগে

  • কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেব আমরা

  • ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে

  • চিটফান্ডের সঙ্গে জড়িতদের সাজা দেওয়া হবে

  • আমরা আপনাদের সহযোগিতা চাই
  • বোমার আওয়াজে রবীন্দ্র সংগীত চাপা পড়েছে
  • শুধু বোমার কারখানা গড়ে  উঠেছে
  • কিন্তু এখনও কোনও বিনিয়োগ, শিল্প কিছু নেই
  • মমতা দিদি মা-মাটি-মানুষের স্লোগান দিয়েছিলেন
  • আমাদের জন্য ভোটব্যাঙ্ক নয় দেশের সুরক্ষা জরুরি
  • সব অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে 
  • মতুয়ারা যে সম্মানের জন্য অপেক্ষা করছেন মোদিজি তাদের সেই সম্মান দেবেন
  • 23 মে'র পর বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে 
  • পাছে মোদির জনপ্রিয়তা বেড়ে যায়
  • আর এখানে দিদি লোকজনের কাছে কার্ডটাও পৌঁছাতে দেয় না
  • স্বাস্থ্যক্ষেত্রে পরিবারপিছু 5 লাখ টাকা করেও ঘোষণা করেছে মোদি সরকার
  • 50 কোটি গরিবের ঘরে আয়ুষ্মান প্রকল্প দেওয়া হয়েছে
  • আড়াই কোটি পরিবারকে ঘর দিয়েছে মোদি সরকার
  • 2 কোটি গরিবের ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে
  • 8 কোটি গরিবের ঘরে শৌচালয় দিয়েছেন
  • 7.5 কোটি গরিব মায়েদের গ্যাস সিলিন্ডার দিয়েছেন মোদি
  • এই নির্বাচন ঠিক করবে বাংলায় গণতন্ত্র থাকবে কি না 
  • সবাই মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চান
  • দেশে শুধু একটাই স্লোগান মোদি মোদি
  • পুলওয়ামা হামলায় শহিদ বাবলু সাঁতরাকে আমার শ্রদ্ধার্ঘ্য
  • বীণাপাণিদেবীকে আমার প্রণাম

2019-05-01 10:48:23

কল্যাণী, 1 মে : বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে কল্যাণী সিভিক সেন্ট্রাল গ্রাউন্ডে সভা করেন অমিত শাহ ৷  আজকের সভায় চিটফান্ড, অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ট্যাক্স একাধিক ইশুতে তৃণমূল কংগ্রসকে আক্রমণ করেন  BJP নেতা ৷  

অমিত শাহ বলেন :

  • তাহলে শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত করুন

  • অনুপ্রবেশকারীদের তাড়াতে মোদিকে সমর্থন করবেন তো ?

  • সন্ত্রাসবাদকে খতম করতে মোদিকে সমর্থন করবেন তো ?

  • আপনারা বলুন মোদিকে সমর্থন করবেন

  • মোদি প্রধানমন্ত্রী না থাকলেও, যতক্ষণ আমাদের একজনও BJP কর্মী আছে দেশ থেকে কাশ্মীরকে আলাদা করা যাবে না

  • এক দেশে দুটো প্রধানমন্ত্রী হতে পারে কি ?

  • পাকিস্তান থেকে গুলি এলে এখান থেকে গোলা যাবে 

  • সবাই বুক চাপড়ে কাঁদছিল  

  • তবে মমতা দিদির দলীয় কার্যালয়ে দুঃখের ছায়া নেমে এসেছিল 

  • মোদিজি সন্ত্রাসবাদীদের সাফ করেছেন

  • নরেন্দ্র মোদি বায়ু সেনাকে বলেন জবাব দিতে। পাকিস্তানে ঢুকে বায়ুসেনা বালাকোটে হামলা চালিয়েছে

  • মোদিজি দেশকে সুরক্ষা দেওয়ার কাজ করেছেন

  • সিমেন্ট কেনা থেকে বিধবা পেনশন সর্বত্র  সিন্ডিকেট ট্যাক্স লাগে

  • কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেব আমরা

  • ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে

  • চিটফান্ডের সঙ্গে জড়িতদের সাজা দেওয়া হবে

  • আমরা আপনাদের সহযোগিতা চাই
  • বোমার আওয়াজে রবীন্দ্র সংগীত চাপা পড়েছে
  • শুধু বোমার কারখানা গড়ে  উঠেছে
  • কিন্তু এখনও কোনও বিনিয়োগ, শিল্প কিছু নেই
  • মমতা দিদি মা-মাটি-মানুষের স্লোগান দিয়েছিলেন
  • আমাদের জন্য ভোটব্যাঙ্ক নয় দেশের সুরক্ষা জরুরি
  • সব অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে 
  • মতুয়ারা যে সম্মানের জন্য অপেক্ষা করছেন মোদিজি তাদের সেই সম্মান দেবেন
  • 23 মে'র পর বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে 
  • পাছে মোদির জনপ্রিয়তা বেড়ে যায়
  • আর এখানে দিদি লোকজনের কাছে কার্ডটাও পৌঁছাতে দেয় না
  • স্বাস্থ্যক্ষেত্রে পরিবারপিছু 5 লাখ টাকা করেও ঘোষণা করেছে মোদি সরকার
  • 50 কোটি গরিবের ঘরে আয়ুষ্মান প্রকল্প দেওয়া হয়েছে
  • আড়াই কোটি পরিবারকে ঘর দিয়েছে মোদি সরকার
  • 2 কোটি গরিবের ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে
  • 8 কোটি গরিবের ঘরে শৌচালয় দিয়েছেন
  • 7.5 কোটি গরিব মায়েদের গ্যাস সিলিন্ডার দিয়েছেন মোদি
  • এই নির্বাচন ঠিক করবে বাংলায় গণতন্ত্র থাকবে কি না 
  • সবাই মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চান
  • দেশে শুধু একটাই স্লোগান মোদি মোদি
  • পুলওয়ামা হামলায় শহিদ বাবলু সাঁতরাকে আমার শ্রদ্ধার্ঘ্য
  • বীণাপাণিদেবীকে আমার প্রণাম
Mumbai, May 01 (ANI): The Member of Parliament (MP) of the political party Shiv Sena Arvind Sawant paid tribute to the martyrs at Mumbai's Hutatma Chowk today. He paid tribute to those who lost their lives in the United Maharashtra Movement on May 01, 1960. The State of Maharashtra was created under the framework of reconstruction of States on linguistic criteria. But many people sacrificed their lives before it could came into existence.
Last Updated : May 1, 2019, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.