কল্যাণী, 1 মে : বনগাঁ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে কল্যাণী সিভিক সেন্ট্রাল গ্রাউন্ডে সভা করেন অমিত শাহ ৷ আজকের সভায় চিটফান্ড, অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ট্যাক্স একাধিক ইশুতে তৃণমূল কংগ্রসকে আক্রমণ করেন BJP নেতা ৷
অমিত শাহ বলেন :
-
তাহলে শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত করুন
-
অনুপ্রবেশকারীদের তাড়াতে মোদিকে সমর্থন করবেন তো ?
-
সন্ত্রাসবাদকে খতম করতে মোদিকে সমর্থন করবেন তো ?
-
আপনারা বলুন মোদিকে সমর্থন করবেন
-
মোদি প্রধানমন্ত্রী না থাকলেও, যতক্ষণ আমাদের একজনও BJP কর্মী আছে দেশ থেকে কাশ্মীরকে আলাদা করা যাবে না
-
এক দেশে দুটো প্রধানমন্ত্রী হতে পারে কি ?
-
পাকিস্তান থেকে গুলি এলে এখান থেকে গোলা যাবে
-
সবাই বুক চাপড়ে কাঁদছিল
-
তবে মমতা দিদির দলীয় কার্যালয়ে দুঃখের ছায়া নেমে এসেছিল
-
মোদিজি সন্ত্রাসবাদীদের সাফ করেছেন
-
নরেন্দ্র মোদি বায়ু সেনাকে বলেন জবাব দিতে। পাকিস্তানে ঢুকে বায়ুসেনা বালাকোটে হামলা চালিয়েছে
-
মোদিজি দেশকে সুরক্ষা দেওয়ার কাজ করেছেন
-
সিমেন্ট কেনা থেকে বিধবা পেনশন সর্বত্র সিন্ডিকেট ট্যাক্স লাগে
-
কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেব আমরা
-
ক্ষমতায় এলে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে
-
চিটফান্ডের সঙ্গে জড়িতদের সাজা দেওয়া হবে
- আমরা আপনাদের সহযোগিতা চাই
- বোমার আওয়াজে রবীন্দ্র সংগীত চাপা পড়েছে
- শুধু বোমার কারখানা গড়ে উঠেছে
- কিন্তু এখনও কোনও বিনিয়োগ, শিল্প কিছু নেই
- মমতা দিদি মা-মাটি-মানুষের স্লোগান দিয়েছিলেন
- আমাদের জন্য ভোটব্যাঙ্ক নয় দেশের সুরক্ষা জরুরি
- সব অনুপ্রবেশকারীকে খুঁজে খুঁজে দেশ থেকে তাড়ানো হবে
- মতুয়ারা যে সম্মানের জন্য অপেক্ষা করছেন মোদিজি তাদের সেই সম্মান দেবেন
- 23 মে'র পর বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে
- পাছে মোদির জনপ্রিয়তা বেড়ে যায়
- আর এখানে দিদি লোকজনের কাছে কার্ডটাও পৌঁছাতে দেয় না
- স্বাস্থ্যক্ষেত্রে পরিবারপিছু 5 লাখ টাকা করেও ঘোষণা করেছে মোদি সরকার
- 50 কোটি গরিবের ঘরে আয়ুষ্মান প্রকল্প দেওয়া হয়েছে
- আড়াই কোটি পরিবারকে ঘর দিয়েছে মোদি সরকার
- 2 কোটি গরিবের ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে
- 8 কোটি গরিবের ঘরে শৌচালয় দিয়েছেন
- 7.5 কোটি গরিব মায়েদের গ্যাস সিলিন্ডার দিয়েছেন মোদি
- এই নির্বাচন ঠিক করবে বাংলায় গণতন্ত্র থাকবে কি না
- সবাই মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চান
- দেশে শুধু একটাই স্লোগান মোদি মোদি
- পুলওয়ামা হামলায় শহিদ বাবলু সাঁতরাকে আমার শ্রদ্ধার্ঘ্য
- বীণাপাণিদেবীকে আমার প্রণাম