কলকাতা, 11 এপ্রিল : নদিয়ার হাঁসখালিতে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের তরফে আজ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামিকাল জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হতে পারে (PLI has been filed in the Calcutta HC demanding CBI probe) ।
5 দিন পর নদিয়ার 14 বছর বয়সি কিশোরীকে ধর্ষণের ঘটনা সামনে আসে । জন্মদিনের অনুষ্ঠানে ডেকে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ পরে অতিরিক্ত রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু ও প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করা হয়েছে বলে অভিযোগ ৷ অভিযুক্ত যুবক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ৷
তারপরেই পুলিশ ওই তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল ওরফে ব্রজ গয়ালিকে গ্রেফতার করে । গোটা ঘটনায় সিবিআই তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মামলাকারী ।
আরও পড়ুন : ধর্ষণে নাবালিকার মৃত্য়ু, প্রমাণ লোপাটে তড়িঘড়ি পোড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে
উল্লেখ্য, কিছুদিন আগে বসিরহাটের মাটিয়া ও মালদার ইংরেজবাজারে ধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে দু'টি মামলা এখনও বিচারাধীন রয়েছে । ওই মামলা দু'টিতেও নিরপেক্ষ বিচারবিভাগীয় অথবা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর জন্য আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা ।