ETV Bharat / state

খাদ্যসামগ্রীর ওজনে কারচুপির অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ - আইসিডিএস

সরকারের নির্দেশের অমান্য । চাল, ডাল, আলু সবকিছুই পরিমাণে কম । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ নদিয়ায় ।

ICDS Corruption
নদিয়ায় বিক্ষোভ
author img

By

Published : Apr 21, 2020, 2:52 PM IST

কৃষ্ণনগর, 21 এপ্রিল : সরকারি নির্দেশিকাকে অমান্য করে খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগে উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে । প্রতিবাদে ওই শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । নদিয়ার কৃষ্ণনগর থানার ঝিটকিপোতা পূর্ব পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য দু'কেজি চাল, দু'কেজি আলু ও 300 গ্রাম মুসুরির ডাল দেওয়ার কথা । সেইমতো ঝিটকিপোতা পূর্ব পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে শিশুদের খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছিল । কিন্তু খাদ্যসামগ্রীর প্যাকেট দেখে সন্দেহ হয় স্থানীয়দের । তারা খাদ্যসামগ্রীর প্যাকটগুলি ওজন করে দেখে চাল, ডাল, আলু সবই নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম দেওয়া হয়েছে । এরপরেই স্থানীয়রা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । স্থানীয়রা অভিযোগ জানান, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা একাধিক কারচুপির সঙ্গে যুক্ত । স্থানীয়দের অভিযোগ স্বীকার করেননি ওই শিক্ষিকা । তবে, তিনি জানান, ওজন যন্ত্রে ত্রুটি ছিল । তাই যাদের কম দেওয়া হয়েছে তাদের পুনরায় খাদ্যসামগ্রী দেওয়া হবে ।

কৃষ্ণনগর, 21 এপ্রিল : সরকারি নির্দেশিকাকে অমান্য করে খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগে উঠল অঙ্গনওয়াড়ির শিক্ষিকার বিরুদ্ধে । প্রতিবাদে ওই শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । নদিয়ার কৃষ্ণনগর থানার ঝিটকিপোতা পূর্ব পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য দু'কেজি চাল, দু'কেজি আলু ও 300 গ্রাম মুসুরির ডাল দেওয়ার কথা । সেইমতো ঝিটকিপোতা পূর্ব পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে শিশুদের খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছিল । কিন্তু খাদ্যসামগ্রীর প্যাকেট দেখে সন্দেহ হয় স্থানীয়দের । তারা খাদ্যসামগ্রীর প্যাকটগুলি ওজন করে দেখে চাল, ডাল, আলু সবই নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম দেওয়া হয়েছে । এরপরেই স্থানীয়রা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ । স্থানীয়রা অভিযোগ জানান, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা একাধিক কারচুপির সঙ্গে যুক্ত । স্থানীয়দের অভিযোগ স্বীকার করেননি ওই শিক্ষিকা । তবে, তিনি জানান, ওজন যন্ত্রে ত্রুটি ছিল । তাই যাদের কম দেওয়া হয়েছে তাদের পুনরায় খাদ্যসামগ্রী দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.