ETV Bharat / state

জমায়েত করা যাবে না, বাড়িতেই নমাজ় পড়ার অনুরোধ শান্তিপুরে - নামাজ

বাড়িতেই শব-এ-বরাতের নমাজ় পড়ার আবেদন মসজিদের ।

Nadia mosjid
নামাজ
author img

By

Published : Apr 9, 2020, 11:18 PM IST

নদিয়া, 9 এপ্রিল : সরকারি নির্দেশ এবং ইমামের অনুরোধ মেনে বাড়িতে বসেই চলছে শব-এ-বরাতের নমাজ়। কোরোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশ জুড়ে। এর জেরে কোথাও জমায়েত করা যাবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে । সেই নির্দেশিকা মাথায় রেখে অন্যান্য জায়গার মতো শান্তিপুরের বিভিন্ন মসজিদে প্রতিদিন নমাজ়পাঠ চলছে। বিশেষত এই সমস্ত মসজিদগুলোতে প্রতি শুক্রবার মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। বর্তমানে সেটিও বন্ধ রয়েছে মসজিদের ইমামের বিশেষ অনুরোধে। প্রত্যেকে নিজের বাড়িতেই নমাজ় পড়েছেন।

আজ শব-এ-বরাত । রাতে মুসলিম ধর্মবালম্বীরা মসজিদে বসেই এবাদত করেন। সেই কারণে এবার যাতে কেউ মসজিদে না আসেন তার জন্য সকাল থেকে শান্তিপুরের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে মাইকে চলছে প্রচার । কেউ মসজিদে না আসেন এবং সরকারের নির্দেশিকা অনুযায়ী ইমাম সহ চারজন মসজিদে নমাজ় পড়বেন।

বাড়িতেই সবাইকে নমাজ় পড়ার জন্য আবেদন করা হয়েছে । শান্তিপুরের কাজি পাড়ার বাসিন্দা বাসেদ শেখ বলেন, "মসজিদ থেকে ইমাম নির্দেশ দিয়েছেন বাড়িতে নমাজ় পড়তে । আমরা সরকারি নির্দেশিকাকে কখনও অমান্য করি না । এবং সেই নির্দেশ মেনে আমরা বাড়িতেই সকলে মিলে নমাজ় পাঠ করব ।"

নদিয়া, 9 এপ্রিল : সরকারি নির্দেশ এবং ইমামের অনুরোধ মেনে বাড়িতে বসেই চলছে শব-এ-বরাতের নমাজ়। কোরোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশ জুড়ে। এর জেরে কোথাও জমায়েত করা যাবে না বলে নির্দেশিকায় বলা হয়েছে । সেই নির্দেশিকা মাথায় রেখে অন্যান্য জায়গার মতো শান্তিপুরের বিভিন্ন মসজিদে প্রতিদিন নমাজ়পাঠ চলছে। বিশেষত এই সমস্ত মসজিদগুলোতে প্রতি শুক্রবার মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। বর্তমানে সেটিও বন্ধ রয়েছে মসজিদের ইমামের বিশেষ অনুরোধে। প্রত্যেকে নিজের বাড়িতেই নমাজ় পড়েছেন।

আজ শব-এ-বরাত । রাতে মুসলিম ধর্মবালম্বীরা মসজিদে বসেই এবাদত করেন। সেই কারণে এবার যাতে কেউ মসজিদে না আসেন তার জন্য সকাল থেকে শান্তিপুরের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে মাইকে চলছে প্রচার । কেউ মসজিদে না আসেন এবং সরকারের নির্দেশিকা অনুযায়ী ইমাম সহ চারজন মসজিদে নমাজ় পড়বেন।

বাড়িতেই সবাইকে নমাজ় পড়ার জন্য আবেদন করা হয়েছে । শান্তিপুরের কাজি পাড়ার বাসিন্দা বাসেদ শেখ বলেন, "মসজিদ থেকে ইমাম নির্দেশ দিয়েছেন বাড়িতে নমাজ় পড়তে । আমরা সরকারি নির্দেশিকাকে কখনও অমান্য করি না । এবং সেই নির্দেশ মেনে আমরা বাড়িতেই সকলে মিলে নমাজ় পাঠ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.