ETV Bharat / state

চূর্ণীর দূষণ রুখতে পদক্ষেপ BJP সাংসদের

চূর্ণীর জল দূষণমুক্ত করতে উদ্যোগী হলেন সাংসদ জগন্নাথ সরকার ।

churni river
চূর্ণী নদী
author img

By

Published : Mar 17, 2020, 5:05 PM IST

Updated : Mar 17, 2020, 7:51 PM IST

রানাঘাট, 17 মার্চ : কয়েক বছর ধরেই একটি সুগার মিলের বর্জ্য সরাসরি এসে চূর্ণী নদীতে পড়ে। যার ফলে দূষিত হয়ে পড়ছে জল। মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর। এবার দূষণ রুখতে উদ্যোগ নিচ্ছেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার।


একাধিকবার দূষণ রুখতে প্রশাসন এবং নদী বাঁচাও কমিটির তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনও দূষিত হচ্ছে চূর্ণীর জল । এবার নতুন করে উদ্যোগ নিতে চলেছে রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ইতিমধ্যেই নদিয়ার জেলাশাসককে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছুটা হলেও অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে চূর্ণী নদী বাঁচানোর বিষয়টি আমি সংসদে তুলব।

দূষণ রুখতে পদক্ষেপ BJP সাংসদের
প্রাক্তন সাংসদ তাপস মণ্ডলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, "এটা দীর্ঘদিনের সমস্যা। যদি বর্তমান সাংসদ এটি উদ্যোগ নিয়ে করতে পারেন তাহলে আমি সাধুবাদ জানাই। আমিও দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি । কিন্তু আমি তৃণমূলের সাংসদ হওয়ায় কেন্দ্র গুরুত্ব দেয়নি।"

রানাঘাট, 17 মার্চ : কয়েক বছর ধরেই একটি সুগার মিলের বর্জ্য সরাসরি এসে চূর্ণী নদীতে পড়ে। যার ফলে দূষিত হয়ে পড়ছে জল। মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর। এবার দূষণ রুখতে উদ্যোগ নিচ্ছেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার।


একাধিকবার দূষণ রুখতে প্রশাসন এবং নদী বাঁচাও কমিটির তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনও দূষিত হচ্ছে চূর্ণীর জল । এবার নতুন করে উদ্যোগ নিতে চলেছে রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ইতিমধ্যেই নদিয়ার জেলাশাসককে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছুটা হলেও অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে চূর্ণী নদী বাঁচানোর বিষয়টি আমি সংসদে তুলব।

দূষণ রুখতে পদক্ষেপ BJP সাংসদের
প্রাক্তন সাংসদ তাপস মণ্ডলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, "এটা দীর্ঘদিনের সমস্যা। যদি বর্তমান সাংসদ এটি উদ্যোগ নিয়ে করতে পারেন তাহলে আমি সাধুবাদ জানাই। আমিও দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি । কিন্তু আমি তৃণমূলের সাংসদ হওয়ায় কেন্দ্র গুরুত্ব দেয়নি।"
Last Updated : Mar 17, 2020, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.