নদিয়া, 8 মে : আজ বিশ্ব মাতৃ দিবস ৷ অনেক দিন আগে নিজের মা-বাবাকে হারিয়েছেন ৷ তাই নিজের এলাকার দুস্থ, সহায় সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধাদের থাকার জন্য বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷ নদিয়ার পোড়াগাছা গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন তিনি (Old age Home Foundation) ৷ রবিবার সেই পৈত্রিক ভিটেতে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি ৷
নদিয়ার ভীমপুর থানার অর্ন্তগত পোড়াগাছা গ্রাম ৷ জনবসতিপূর্ণ গ্রাম হলেও এই গ্রামে শহরতলির ছোঁয়া অনেকটাই কম ৷ শহরে সুযোগ- সুবিধাও নেই বললেই চলে ৷ নেই দুস্থ, সহায় সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধাদের থাকার জায়গা ৷ তাদের জন্যই এই বৃদ্ধাশ্রম তৈরির চিন্তা ভাবনা করেছিলেন এলাকার ভূমিপূত্র ও রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ৷ সেই মতোই বিশ্ব মাতৃ দিবসের দিনেই বৃদ্ধাশ্রমের ভিত্তি-প্রস্তর স্থাপন করেন ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ৷
আরওপড়ুন : Mother's Day 2022 : তুঝে সব হ্যায় পাতা... মেরি মা !
এই প্রসঙ্গেই কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় 100 বৃদ্ধ-বৃদ্ধা থাকতে পারবেন ৷ এতদিন পর্যন্ত দুস্থ, সহায়-সম্বলহীন প্রবীণ নাগরিকরা খোলা আকাশের নীচে রাত কাটাতেন ৷ শীত, গ্রীষ্ম, বর্ষায় কষ্ট পেতেন ৷ কখনও স্থানীয় স্টেশনে আশ্রয় নিতেন ৷ বৃদ্ধাশ্রমটি তৈরি হলে তাঁদের আর কোনও সমস্যা থাকবে না ৷