নদিয়া, 12 মে : ঈদ উপলক্ষে বুধবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানায় অনুষ্ঠিত হল এক সমন্বয় সভা । কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে ও নবদ্বীপ থানার সহযোগিতায় অনুষ্ঠিত এদিনের সভায় করোনা স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে ঈদ পালনের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে ।
আরও পড়ুন : কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের অনুরোধ লাভলীর
সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি মসজিদে নমাজ পড়ার জন্য 50 জনের বেশি জনসমাগম করা যাবে না ৷ আজকের সভায় মসজিদগুলির তরফে উপস্থিত সদস্যদের এ দিন তা জানানো হয়েছে ৷ এছাড়া মসজিদগুলোতে মাস্ক, স্যানিটাইজার রাখার ব্যবস্থা রাখতে হবে বলেও জানিয়েছেন নবদ্বীপ থানার আধিকারিক । মসজিদ কর্তৃপক্ষের তরফে প্রতি এলাকায় মাইকিং করে মানুষের কাছে করোনা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে ৷ নবদ্বীপ থানার সমন্বয় সভা মঞ্চে এই দিন উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপের বিডিও বরুনাশিস সরকার, ডিএসপি শুভাশিস চৌধুরী সহ নবদ্বীপ ব্লকের অন্তর্গত প্রতিটি মসজিদের ইমাম ও মসজিদ কর্তৃপক্ষ ৷