তেহট্ট, 2 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ রাম মন্দির উদ্বোধনে গেলে সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাবে, সেই ভয়েই নাকি মমতা অযোধ্যায় যাচ্ছেন না বলে মন্তব্য করলেন তিনি ৷ এ দিন নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের চাঁদের ঘাট এলাকায় একটি দলীয় অনুষ্ঠান থেকে একথা বলেন বিজেপি সাংসদ ৷
লকেট বলেন, "আমাদের 140 কোটি ভারতবাসীর বহু বছরের অপেক্ষার অবসান হচ্ছে ৷ অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে ৷ কিন্তু, বাঙালি হিসেবে আমাদের দুঃখ, আমাদের মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন না ৷ কারণ, তিনি তুষ্টিকরণের রাজনীতি করছেন ৷ রাম মন্দির উদ্বোধনে গেলে ওনার সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে ৷ সেই কারণেই তিনি সেখানে যাচ্ছেন না ৷ এটা খুবই দুঃখজনক বিষয় ৷" তবে, শুধু মমতা নন ৷ তেহট্টের সভা মঞ্চ থেকে কৃষ্ণনগর লোকসভার বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকেও নিশানা করেন হুগলির সাংসদ ৷
তিনি বলেন, "এখানকার যিনি সাংসদ ছিলেন, তিনি একজন দেশদ্রোহী ৷ তাঁর বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ উঠেছে ৷ তাই সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে ৷ এবার সামনেই লোকসভা ভোট ৷ সেখানে মানুষ দেশদ্রোহিতার জবাব দেবেন ৷ মানুষ তাঁকে এবার সংসদ থেকে সরিয়ে দেবে ৷" উল্লেখ্য, সাংসদ পোর্টালের আইডি ও পাসওয়ার্ড দেশের বাইরে শেয়ার করার অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজ করা হয়েছে ৷ কিন্তু, সম্প্রতি মহুয়া দাবি করেছেন, কৃষ্ণনগর থেকে তিনি 2019 সালের থেকে দ্বিগুণ ভোটে জিতে ফের সংসদ ভবনে মাথা উঁচু করে ঢুকবেন ৷ যার জবাবে লকেটের বক্তব্য, "সময় সব কথা বলবে ৷ উনি ভোটে দাঁড়ান ৷ মানুষ তার জবাব দেবে আগামী লোকসভা নির্বাচনে ৷"
আরও পড়ুন: