ETV Bharat / state

'সংখ্যালঘু ভোট পেতেই রাম মন্দির উদ্বোধনে থাকবেন না মমতা,' কটাক্ষ লকেটের - রাম মন্দির

Locket Chatterjee on Mamata Banerjee: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা বাংলার মানুষের কাছে যা দুঃখের বলে মন্তব্য করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এ দিন নদিয়ার তেহট্টে বিজেপির একসভা থেকে একথা বলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 9:20 PM IST

রাম মন্দির উদ্বোধনে না যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা লকেট চট্টোপাধ্যায়ের

তেহট্ট, 2 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ রাম মন্দির উদ্বোধনে গেলে সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাবে, সেই ভয়েই নাকি মমতা অযোধ্যায় যাচ্ছেন না বলে মন্তব্য করলেন তিনি ৷ এ দিন নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের চাঁদের ঘাট এলাকায় একটি দলীয় অনুষ্ঠান থেকে একথা বলেন বিজেপি সাংসদ ৷

লকেট বলেন, "আমাদের 140 কোটি ভারতবাসীর বহু বছরের অপেক্ষার অবসান হচ্ছে ৷ অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে ৷ কিন্তু, বাঙালি হিসেবে আমাদের দুঃখ, আমাদের মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন না ৷ কারণ, তিনি তুষ্টিকরণের রাজনীতি করছেন ৷ রাম মন্দির উদ্বোধনে গেলে ওনার সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে ৷ সেই কারণেই তিনি সেখানে যাচ্ছেন না ৷ এটা খুবই দুঃখজনক বিষয় ৷" তবে, শুধু মমতা নন ৷ তেহট্টের সভা মঞ্চ থেকে কৃষ্ণনগর লোকসভার বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকেও নিশানা করেন হুগলির সাংসদ ৷

তিনি বলেন, "এখানকার যিনি সাংসদ ছিলেন, তিনি একজন দেশদ্রোহী ৷ তাঁর বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ উঠেছে ৷ তাই সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে ৷ এবার সামনেই লোকসভা ভোট ৷ সেখানে মানুষ দেশদ্রোহিতার জবাব দেবেন ৷ মানুষ তাঁকে এবার সংসদ থেকে সরিয়ে দেবে ৷" উল্লেখ্য, সাংসদ পোর্টালের আইডি ও পাসওয়ার্ড দেশের বাইরে শেয়ার করার অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজ করা হয়েছে ৷ কিন্তু, সম্প্রতি মহুয়া দাবি করেছেন, কৃষ্ণনগর থেকে তিনি 2019 সালের থেকে দ্বিগুণ ভোটে জিতে ফের সংসদ ভবনে মাথা উঁচু করে ঢুকবেন ৷ যার জবাবে লকেটের বক্তব্য, "সময় সব কথা বলবে ৷ উনি ভোটে দাঁড়ান ৷ মানুষ তার জবাব দেবে আগামী লোকসভা নির্বাচনে ৷"

আরও পড়ুন:

  1. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও
  2. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  3. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের

রাম মন্দির উদ্বোধনে না যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা লকেট চট্টোপাধ্যায়ের

তেহট্ট, 2 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ রাম মন্দির উদ্বোধনে গেলে সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাবে, সেই ভয়েই নাকি মমতা অযোধ্যায় যাচ্ছেন না বলে মন্তব্য করলেন তিনি ৷ এ দিন নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের চাঁদের ঘাট এলাকায় একটি দলীয় অনুষ্ঠান থেকে একথা বলেন বিজেপি সাংসদ ৷

লকেট বলেন, "আমাদের 140 কোটি ভারতবাসীর বহু বছরের অপেক্ষার অবসান হচ্ছে ৷ অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে ৷ কিন্তু, বাঙালি হিসেবে আমাদের দুঃখ, আমাদের মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন না ৷ কারণ, তিনি তুষ্টিকরণের রাজনীতি করছেন ৷ রাম মন্দির উদ্বোধনে গেলে ওনার সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যেতে পারে ৷ সেই কারণেই তিনি সেখানে যাচ্ছেন না ৷ এটা খুবই দুঃখজনক বিষয় ৷" তবে, শুধু মমতা নন ৷ তেহট্টের সভা মঞ্চ থেকে কৃষ্ণনগর লোকসভার বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকেও নিশানা করেন হুগলির সাংসদ ৷

তিনি বলেন, "এখানকার যিনি সাংসদ ছিলেন, তিনি একজন দেশদ্রোহী ৷ তাঁর বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ উঠেছে ৷ তাই সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে ৷ এবার সামনেই লোকসভা ভোট ৷ সেখানে মানুষ দেশদ্রোহিতার জবাব দেবেন ৷ মানুষ তাঁকে এবার সংসদ থেকে সরিয়ে দেবে ৷" উল্লেখ্য, সাংসদ পোর্টালের আইডি ও পাসওয়ার্ড দেশের বাইরে শেয়ার করার অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজ করা হয়েছে ৷ কিন্তু, সম্প্রতি মহুয়া দাবি করেছেন, কৃষ্ণনগর থেকে তিনি 2019 সালের থেকে দ্বিগুণ ভোটে জিতে ফের সংসদ ভবনে মাথা উঁচু করে ঢুকবেন ৷ যার জবাবে লকেটের বক্তব্য, "সময় সব কথা বলবে ৷ উনি ভোটে দাঁড়ান ৷ মানুষ তার জবাব দেবে আগামী লোকসভা নির্বাচনে ৷"

আরও পড়ুন:

  1. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও
  2. কর্ণাটকের শিল্পীর রামলালার মূর্তিই বসছে অযোধ্যায়, দেখে নিন সেই ভাস্কর্য
  3. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.