ETV Bharat / state

বকেয়া চাওয়ায় মহাজনের চড়, মৃত ব্যবসায়ী - মহাজনের চড়ে মৃত ব্যবসায়ী

বকেয়া চেয়ে মহাজনের হাতে মার খেয়ে মৃত চাকদার ব্যবসায়ী ৷ মৃতের নাম সমীর সাধুখাঁ (34)৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 24, 2019, 3:40 PM IST

চাকদা, 24 অগাস্ট : মহাজনের চড়ে মৃত এক ব্যবসায়ী ৷ মৃতের নাম সমীর সাধুখাঁ (34)৷ কলকাতার চিৎপুর থানা এলাকার পাইকপাড়ার ঘটনা ৷

চাকদার মদনপুর কলতলার বাসিন্দা সমীর সাধুখাঁ পেশায় পোশাক ব্যবসায়ী ৷ গতকাল সকালে সমীরবাবু তাঁর বন্ধু দিলীপ মণ্ডলকে সঙ্গে নিয়ে কলকাতার পাইকপাড়ায় মহাজন লাল্টু পোদ্দার কাছে ব্লাউজ় ডেলিভারি করতে আসেন ৷ মহাজন লাল্টু পোদ্দারের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা প্রাপ্য ছিল তাঁর ৷ অভিযোগ, ব্লাউজ় দেওয়ার পর মহাজনের কাছে বকেয়া টাকা চান সমীরবাবু ৷ তখনই তাঁর সঙ্গে বচসা বাধে মহাজন লাল্টু পোদ্দারের ৷ বচসা চলাকালীন লাল্টু পোদ্দার সমীর সাধুখাঁকে চড় মারেন । চড় খেয়ে সমীরবাবু অচৈতন্য হয়ে গেলে তাঁকে RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

সমীরবাবুর পরিবারের পক্ষ থেকে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে পুলিশ ৷

চাকদা, 24 অগাস্ট : মহাজনের চড়ে মৃত এক ব্যবসায়ী ৷ মৃতের নাম সমীর সাধুখাঁ (34)৷ কলকাতার চিৎপুর থানা এলাকার পাইকপাড়ার ঘটনা ৷

চাকদার মদনপুর কলতলার বাসিন্দা সমীর সাধুখাঁ পেশায় পোশাক ব্যবসায়ী ৷ গতকাল সকালে সমীরবাবু তাঁর বন্ধু দিলীপ মণ্ডলকে সঙ্গে নিয়ে কলকাতার পাইকপাড়ায় মহাজন লাল্টু পোদ্দার কাছে ব্লাউজ় ডেলিভারি করতে আসেন ৷ মহাজন লাল্টু পোদ্দারের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা প্রাপ্য ছিল তাঁর ৷ অভিযোগ, ব্লাউজ় দেওয়ার পর মহাজনের কাছে বকেয়া টাকা চান সমীরবাবু ৷ তখনই তাঁর সঙ্গে বচসা বাধে মহাজন লাল্টু পোদ্দারের ৷ বচসা চলাকালীন লাল্টু পোদ্দার সমীর সাধুখাঁকে চড় মারেন । চড় খেয়ে সমীরবাবু অচৈতন্য হয়ে গেলে তাঁকে RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

সমীরবাবুর পরিবারের পক্ষ থেকে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে পুলিশ ৷

Intro:কলকাতায় মহাজনের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে মহাজনের হাতে মার খেয়ে মৃত্যু হল নদীয়ার এক ব্যবসায়ীর।মৃত ব্যবসায়ীর নাম সমীর সাধুখা (৩৪)।শুক্রবার ঘটনাটি ঘটেছে কলকাতার চিতপুর থানার পাইকপাড়ায়।
সূত্রের খবর, নদীয়ার চাকদহ থানার মদনপুর কলতলার বাসিন্দা সমীর সাধুখা পেশায় কাপড় জামার ব্যবসায়ী।অভিযোগ,শুক্রবার সকালে সমীর সাধুকা তার বন্ধু পেশায় ব্যবসায়ী দিলীপ মন্ডল কে সাথে নিয়ে কলকাতায় মহাজন লাল্টু পোদ্দার কাছে ব্লাউজ ডেলিভারি দিতে গিয়েছিলেন।অভিযোগ,জিনিস দেওয়ার পর মহাজন লাল্টু পোদ্দারের কাছে বকেয়া পাওনা টাকা চাওয়ায় সমীর সাধুকার সাথে তার বচসা বাধে।অভিযোগ,ব্যবসায়ী সমীর সাধুখা মহাজন লাল্টু পোদ্দারের কাছে বেশ কয়েক লক্ষ টাকা পাওনা ছিল।অভিযোগ, সেই পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়।অভিযোগ,বচসা চলাকালিন মহাজন লাল্টু পোদ্দার সমীর সাধুখা কে মারধর করে।মার খেয়ে সমীর বাবু অচৈতন্য হয়ে গেলে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।শুক্রবার রাতেই খবর পৌঁছাতেই এলাকায় ও সাধুখা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে চাকদাহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।Body:CHAKDAHA MARDARConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.