ETV Bharat / state

Ranaghat Sub-Divisional Hospital: হাসপাতালের শয্যা ভেঙে পড়ে গেলেন মা এবং নবজাতক

হাসপাতালের এক বেডে দুই রোগী ৷ আর তার ফলও ভুগতে হল ৷ বেড ভেঙে মাটিতে পড়ে গেলেন মা এবং নবজাতক (Lady and Her Newborn Baby Fall Down Due to Broken Bed in Nadia Ranaghat) ৷ রানাঘাট মহকুমা হাসপাতালের এই ঘটনায় উত্তেজনা ছড়াল ৷

Lady and Her Newborn Baby Fall Down Due to Broken Bed in Nadia Ranaghat
Lady and Her Newborn Baby Fall Down Due to Broken Bed in Nadia Ranaghat
author img

By

Published : Jul 30, 2022, 6:53 PM IST

রানাঘাট, 30 জুলাই: সরকারি হাসপাতালের বেড ভেঙে পড়ে গেলেন মা ও তাঁর সদ্যজাত সন্তান (Lady and Her Newborn Baby Fall Down Due to Broken Bed in Nadia Ranaghat) ৷ নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালের (Ranaghat Sub-Divisional Hospital) ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ হাসপাতালের একটি বেডে একসঙ্গে দু’জন রোগীকে রাখা হচ্ছে ৷ আর সেই কারণেই এই ঘটনা বলে অভিযোগ করেছে পরিজনেরা ৷

গত বৃহস্পতিবার রানাঘাটের বাসিন্দা সুজাতা মিত্র রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি হন ৷ সেখানে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন ৷ বেড কম থাকায় এক বেডে দুই মা এবং তাঁদের সদ্যজাতদের রাখা হচ্ছিল ৷ সেই রকমই একটি বেডে তাঁদের রাখা হয়েছিল ৷ কিন্তু, মাঝে কিছুক্ষণের জন্য ওই বেডে একাই ছিলেন সুজাতা দেবী এবং তাঁর সন্তান ৷ সেই সময়ই বেড ভেঙে তাঁরা নিচে পড়ে যান ৷ সুজাতা দেবীর আঘাত লাগলেও, শিশুটির আঘাত লাগেনি ৷

হাসপাতালের শয্যা ভেঙে পড়ে গেলেন মা এবং নবজাতক

আরও পড়ুন: একরত্তির গলায় বিঁধে দুল, মাইক্রো সার্জারি করে প্রাণ বাঁচাল এনআরএস

কিন্তু, হাসপাতালের বেড ভেঙে পড়ায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবার ৷ হাসপাতালে উপস্থিত অন্য রোগীর বাড়ির লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁরা সবাই মিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ৷ ফলে পরিস্থিতি আরও চরমে ওঠে ৷ তবে, এই ঘটনা যে এক বেডে দুই রোগী রাখার ফলেই হয়েছে তা মেনে নিয়েছে রানাঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ৷

রানাঘাট, 30 জুলাই: সরকারি হাসপাতালের বেড ভেঙে পড়ে গেলেন মা ও তাঁর সদ্যজাত সন্তান (Lady and Her Newborn Baby Fall Down Due to Broken Bed in Nadia Ranaghat) ৷ নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালের (Ranaghat Sub-Divisional Hospital) ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ হাসপাতালের একটি বেডে একসঙ্গে দু’জন রোগীকে রাখা হচ্ছে ৷ আর সেই কারণেই এই ঘটনা বলে অভিযোগ করেছে পরিজনেরা ৷

গত বৃহস্পতিবার রানাঘাটের বাসিন্দা সুজাতা মিত্র রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি হন ৷ সেখানে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন ৷ বেড কম থাকায় এক বেডে দুই মা এবং তাঁদের সদ্যজাতদের রাখা হচ্ছিল ৷ সেই রকমই একটি বেডে তাঁদের রাখা হয়েছিল ৷ কিন্তু, মাঝে কিছুক্ষণের জন্য ওই বেডে একাই ছিলেন সুজাতা দেবী এবং তাঁর সন্তান ৷ সেই সময়ই বেড ভেঙে তাঁরা নিচে পড়ে যান ৷ সুজাতা দেবীর আঘাত লাগলেও, শিশুটির আঘাত লাগেনি ৷

হাসপাতালের শয্যা ভেঙে পড়ে গেলেন মা এবং নবজাতক

আরও পড়ুন: একরত্তির গলায় বিঁধে দুল, মাইক্রো সার্জারি করে প্রাণ বাঁচাল এনআরএস

কিন্তু, হাসপাতালের বেড ভেঙে পড়ায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবার ৷ হাসপাতালে উপস্থিত অন্য রোগীর বাড়ির লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁরা সবাই মিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ৷ ফলে পরিস্থিতি আরও চরমে ওঠে ৷ তবে, এই ঘটনা যে এক বেডে দুই রোগী রাখার ফলেই হয়েছে তা মেনে নিয়েছে রানাঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.