রানাঘাট, 30 জুলাই: সরকারি হাসপাতালের বেড ভেঙে পড়ে গেলেন মা ও তাঁর সদ্যজাত সন্তান (Lady and Her Newborn Baby Fall Down Due to Broken Bed in Nadia Ranaghat) ৷ নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালের (Ranaghat Sub-Divisional Hospital) ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ৷ হাসপাতালের একটি বেডে একসঙ্গে দু’জন রোগীকে রাখা হচ্ছে ৷ আর সেই কারণেই এই ঘটনা বলে অভিযোগ করেছে পরিজনেরা ৷
গত বৃহস্পতিবার রানাঘাটের বাসিন্দা সুজাতা মিত্র রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি হন ৷ সেখানে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন ৷ বেড কম থাকায় এক বেডে দুই মা এবং তাঁদের সদ্যজাতদের রাখা হচ্ছিল ৷ সেই রকমই একটি বেডে তাঁদের রাখা হয়েছিল ৷ কিন্তু, মাঝে কিছুক্ষণের জন্য ওই বেডে একাই ছিলেন সুজাতা দেবী এবং তাঁর সন্তান ৷ সেই সময়ই বেড ভেঙে তাঁরা নিচে পড়ে যান ৷ সুজাতা দেবীর আঘাত লাগলেও, শিশুটির আঘাত লাগেনি ৷
আরও পড়ুন: একরত্তির গলায় বিঁধে দুল, মাইক্রো সার্জারি করে প্রাণ বাঁচাল এনআরএস
কিন্তু, হাসপাতালের বেড ভেঙে পড়ায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবার ৷ হাসপাতালে উপস্থিত অন্য রোগীর বাড়ির লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁরা সবাই মিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে, পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ৷ ফলে পরিস্থিতি আরও চরমে ওঠে ৷ তবে, এই ঘটনা যে এক বেডে দুই রোগী রাখার ফলেই হয়েছে তা মেনে নিয়েছে রানাঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ৷