ETV Bharat / state

যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ

যুবতির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ নির্যাতিত মহিলার নাম জালি বিবি (35) ৷ ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া গ্রামের ৷

ছবি
author img

By

Published : Nov 3, 2019, 10:30 AM IST

নদিয়া , 3 নভেম্বর : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ অভিযোগ, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ নির্যাতিত মহিলার নাম জালি বিবি (35) ৷ ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া গ্রামের ৷

জালি বিবির শওহরের নাম মিহিদ শেখ ৷ তাদের তিনটি মেয়ে ও একছেলে আছে। পরিবারের ও স্থানীয় সূত্রের অভিযোগ, মিহিদের সঙ্গে 18 বছর আগে জালিবিবির বিয়ে হয় । সেই থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক অত‍্যাচার করেছে শহওর ও শ্বশুরবাড়ির সদস্যরা । অভিযোগ প্রায়ই মেরে ফেলার হুমকি দিত সে। হামিদ দিন চারেক আগে জলপাইগুড়ি থেকে অন্য এক মহিলাকে বিয়ে করে। নতুন বৌ ও শ্বশুর বাড়ির সকলে মারধর করে বিবিকে ।

অভিযোগ, গতকাল বিকালে তাঁর শ্বশুর বাড়ির লোকজন ও শওহর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা জালি বিবির বাপের বাড়িতে ফোন করে খবর দেয় ৷ সেখান থেকে ওই যুবতীকে লোকজন এসে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি দেখে আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা।

জালি বিবির পরিবারের পক্ষ থেকে নাকাশিপাড়া থানায় মিহিদ ও তার বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

নদিয়া , 3 নভেম্বর : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ অভিযোগ, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ নির্যাতিত মহিলার নাম জালি বিবি (35) ৷ ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া গ্রামের ৷

জালি বিবির শওহরের নাম মিহিদ শেখ ৷ তাদের তিনটি মেয়ে ও একছেলে আছে। পরিবারের ও স্থানীয় সূত্রের অভিযোগ, মিহিদের সঙ্গে 18 বছর আগে জালিবিবির বিয়ে হয় । সেই থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক অত‍্যাচার করেছে শহওর ও শ্বশুরবাড়ির সদস্যরা । অভিযোগ প্রায়ই মেরে ফেলার হুমকি দিত সে। হামিদ দিন চারেক আগে জলপাইগুড়ি থেকে অন্য এক মহিলাকে বিয়ে করে। নতুন বৌ ও শ্বশুর বাড়ির সকলে মারধর করে বিবিকে ।

অভিযোগ, গতকাল বিকালে তাঁর শ্বশুর বাড়ির লোকজন ও শওহর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা জালি বিবির বাপের বাড়িতে ফোন করে খবর দেয় ৷ সেখান থেকে ওই যুবতীকে লোকজন এসে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি দেখে আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা।

জালি বিবির পরিবারের পক্ষ থেকে নাকাশিপাড়া থানায় মিহিদ ও তার বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

Intro:এক গৃহবধূকে জোর করে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম জালি বিবি। বয়স 35। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া গ্রামে। সূত্রের খবর, জালি বিবির স্বামীর নাম মিহিদ সেখ, তার ৩ তিন মেয়ে ও একছেলে আছে। পরিবারের ও স্থানীয় সূত্রের অভিযোগ, মিহিদের সঙ্গে ১৮ বছর আগে জালিবিবির বিয়ে হয়। সেই থেকেই তার উপর শারীরিক ও মানসিক অত‍্যাচার করে। অভিযোগ প্রায়ই তাকে মেরে ফেলার হুমকি দিত সে। হামিদ দিন চারেক আগে জলপাইগুড়ি থেকে এক মহিলাকে বিয়ে করে। নতুন বৌ ও শশুর বাড়ির সকলে মার ধর করতে থাকে জালি বিবিকে । অভিযোগ,আজ বিকালে তার শশুর বাড়ির লোকজন ও স্বামী গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘরে আগুন জলতে দেখে প্রতিবেশিরা জালি বিবির বাড়িতে ফোন করে খবর দিলে সেখান থেকে লোকজন এসে বেথুয়াডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি দেখে আশঙ্কা জনক অবস্থায় তাকে শক্তি নগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। যদিও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন জালি বিবি। জালি বিবির পরিবারের পক্ষ থেকে, নাকাশিপাড়া থানায় মিহিদের ও তার বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।Body:NAKASHIPARA FIREConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.