ETV Bharat / state

কৃষ্ণনগরে যুবককে বোমা মেরে খুনের চেষ্টা - যুবককে লক্ষ্য করে বোমা

যুবককে লক্ষ্য করে বোমাবাজি৷ পারিবারিক শত্রুতা থেকেই আক্রমণ বলে দাবি স্থানীয়দের৷ শনিবার রাতের ঘটনায় চাঞ্চল্য় নদিয়ার কৃষ্ণনগরে৷ পলাতক মূল অভিযুক্ত৷

WB_NAD_01_KRISHNAGAR_BOMB_WB10029
শনিবার রাতে এখানেই আক্রান্ত হন সাবির
author img

By

Published : Jan 31, 2021, 9:56 PM IST

কৃষ্ণনগর, 31 জানুয়ারি: প্রথমে গুলি করে খুনের চেষ্টা৷ প্রাণভয়ে আক্রান্ত যুবক পালানোর চেষ্টা করে তাঁকে লক্ষ্য করেই বোমাবাজি৷ শনিবার রাতের ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায়৷

আক্রান্ত ওই যুবকের নাম সাবির শেখ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তাঁকে খুনের চেষ্টা করে বাগাডাঙার বাসিন্দা বুবাই ঘোষ৷ অভিযোগ, সাবির ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ বুবাইয়ের৷ গত বছরের 23 মার্চ বুবাই তার স্ত্রীকে দিয়ে সাবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করায়৷ তাতে সাবির ও তাঁর পরিবারকে জেলও খাটতে হয়৷ সম্প্রতি জেল থেকে ছাড়া পান তাঁরা৷ অভিযোগ, এরপরও বুবাইয়ের অত্যাচার শেষ হয়নি৷ মাঝেমধ্যেই দলবল নিয়ে সাবির ও তাঁর পরিবারের উপর চড়াও হয় বুবাই৷ এমনকী, সাবির যেখানে চাকরি করেন, সেখানে গিয়েও তাঁকে উত্যক্ত করে বুবাই৷

অভিযোগ, শনিবার রাতে সাবিরকে গুলি করে খুনের চেষ্টা করে বুবাই৷ কোনও মতে সেখান থেকে পালান সাবির৷ তখনই তাঁকে লক্ষ্য় করে বোমা ছোড়া হয়৷ এরপর স্থানীয়রাই তেড়ে আসেন৷ তাঁদের তাড়া খেয়ে চম্পট দেয় বুবাই৷

আরও পড়ুন: বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম 1; পলাতক 2

ঘটনার প্রেক্ষিতে রবিবার দুপুরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা৷ অভিযোগ জানান সাবির ও তাঁর পরিবারের সদস্যরাও৷ অভিযুক্ত বুবাই ঘোষের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা৷ এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বহুবার বুবাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করা হয়েছে৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি৷

কৃষ্ণনগর, 31 জানুয়ারি: প্রথমে গুলি করে খুনের চেষ্টা৷ প্রাণভয়ে আক্রান্ত যুবক পালানোর চেষ্টা করে তাঁকে লক্ষ্য করেই বোমাবাজি৷ শনিবার রাতের ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায়৷

আক্রান্ত ওই যুবকের নাম সাবির শেখ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে তাঁকে খুনের চেষ্টা করে বাগাডাঙার বাসিন্দা বুবাই ঘোষ৷ অভিযোগ, সাবির ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ বুবাইয়ের৷ গত বছরের 23 মার্চ বুবাই তার স্ত্রীকে দিয়ে সাবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করায়৷ তাতে সাবির ও তাঁর পরিবারকে জেলও খাটতে হয়৷ সম্প্রতি জেল থেকে ছাড়া পান তাঁরা৷ অভিযোগ, এরপরও বুবাইয়ের অত্যাচার শেষ হয়নি৷ মাঝেমধ্যেই দলবল নিয়ে সাবির ও তাঁর পরিবারের উপর চড়াও হয় বুবাই৷ এমনকী, সাবির যেখানে চাকরি করেন, সেখানে গিয়েও তাঁকে উত্যক্ত করে বুবাই৷

অভিযোগ, শনিবার রাতে সাবিরকে গুলি করে খুনের চেষ্টা করে বুবাই৷ কোনও মতে সেখান থেকে পালান সাবির৷ তখনই তাঁকে লক্ষ্য় করে বোমা ছোড়া হয়৷ এরপর স্থানীয়রাই তেড়ে আসেন৷ তাঁদের তাড়া খেয়ে চম্পট দেয় বুবাই৷

আরও পড়ুন: বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম 1; পলাতক 2

ঘটনার প্রেক্ষিতে রবিবার দুপুরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা৷ অভিযোগ জানান সাবির ও তাঁর পরিবারের সদস্যরাও৷ অভিযুক্ত বুবাই ঘোষের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা৷ এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বহুবার বুবাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করা হয়েছে৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.