ETV Bharat / state

বিক্ষোভে ক্ষতিগ্রস্ত লেভেল ক্রসিং গেট মেরামতির জন্য বাতিল 22টি ট্রেন - CAA

ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন সেকশনের নবদ্বীপ ধাম ও পূর্বস্থলি স্টেশনের মাঝে 15A/C/E লেভেল ক্রসিং গেটটি ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ সেটি মেরামত করা হবে 29 ডিসেম্বর (রবিবার) ৷ এজন্য রবিবার রাত 12টা থেকে 1:20 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে ওই লাইনে । তাই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

Today cancels trains
বাতিল ট্রেন
author img

By

Published : Dec 28, 2019, 9:38 AM IST

Updated : Dec 28, 2019, 1:49 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের নামে রাজ্যের বিভিন্ন জায়গায় সপ্তাহখানেক ধরে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা ৷ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক রেল স্টেশনে । এর জেরে পূর্ব রেলের একাধিক স্টেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানেল রুম, লেভেল ক্রসিং গেট, সিগন্যালিং ব্যবস্থা । রেলের তরফে মেরামতির কাজ শুরু হয়েছে । মেরামতির জন্য রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন সেকশনের নবদ্বীপ ধাম ও পূর্বস্থলি স্টেশনের মাঝে 15A/C/E লেভেল ক্রসিং গেটটি ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ সেটি মেরামত করা হবে 29 ডিসেম্বর (রবিবার) ৷ এজন্য রবিবার রাত 12টা থেকে 1:20 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে ওই লাইনে । তাই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

বাতিল ট্রেনের তালিকা :

  • 13422 মালদা টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস, (মালদা থেকে 28 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37925 ও 37927 হাওড়া-কাটোয়া লোকাল (ট্রেন দুটির 28 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 13421 নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেস (নবদ্বীপ থেকে 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37925 ও 37927 হাওড়া-কাটোয়া লোকাল (ট্রেন দুটির ছাড়ার কথা ছিল 29 ডিসেম্বর)
  • 37741, 37743, 37745 ও 37747 ব্যান্ডেল-কাটোয়া লোকাল
  • 31111 শিয়ালদা-কাটোয়া লোকাল (ট্রেনটি 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37912, 37914, 37916, 37918, 37920, 37922 কাটোয়া-হাওড়া লোকাল (ট্রেনগুলির 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37742, 37744, 37748, 37756 কাটোয়া-ব্যান্ডেল লোকাল (ট্রেনগুলির 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 31112 কাটোয়া-শিয়ালদা লোকাল (ট্রেনটির ছাড়ার কথা ছিল 29 ডিসেম্বর)

কলকাতা, 28 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভের নামে রাজ্যের বিভিন্ন জায়গায় সপ্তাহখানেক ধরে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা ৷ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক রেল স্টেশনে । এর জেরে পূর্ব রেলের একাধিক স্টেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানেল রুম, লেভেল ক্রসিং গেট, সিগন্যালিং ব্যবস্থা । রেলের তরফে মেরামতির কাজ শুরু হয়েছে । মেরামতির জন্য রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন সেকশনের নবদ্বীপ ধাম ও পূর্বস্থলি স্টেশনের মাঝে 15A/C/E লেভেল ক্রসিং গেটটি ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ সেটি মেরামত করা হবে 29 ডিসেম্বর (রবিবার) ৷ এজন্য রবিবার রাত 12টা থেকে 1:20 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে ওই লাইনে । তাই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

বাতিল ট্রেনের তালিকা :

  • 13422 মালদা টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস, (মালদা থেকে 28 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37925 ও 37927 হাওড়া-কাটোয়া লোকাল (ট্রেন দুটির 28 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 13421 নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেস (নবদ্বীপ থেকে 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37925 ও 37927 হাওড়া-কাটোয়া লোকাল (ট্রেন দুটির ছাড়ার কথা ছিল 29 ডিসেম্বর)
  • 37741, 37743, 37745 ও 37747 ব্যান্ডেল-কাটোয়া লোকাল
  • 31111 শিয়ালদা-কাটোয়া লোকাল (ট্রেনটি 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37912, 37914, 37916, 37918, 37920, 37922 কাটোয়া-হাওড়া লোকাল (ট্রেনগুলির 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 37742, 37744, 37748, 37756 কাটোয়া-ব্যান্ডেল লোকাল (ট্রেনগুলির 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল)
  • 31112 কাটোয়া-শিয়ালদা লোকাল (ট্রেনটির ছাড়ার কথা ছিল 29 ডিসেম্বর)
Intro:NRC ও CAAর বিক্ষোভের যেতে লিঙ্ক রেক ও বেশ কয়েকটি স্টেশনের প্যানেল রুম খারাপ বিকল হয়ে পড়ার ফলে এখনও পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে।




Body:বিক্ষোভের জেরে নষ্ট হয়ে যায় বেশ কয়েকটি স্টেশনের লেভেল ক্রসিং গেটও। তাই ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন সেকশনের নবদ্বীপ ধাম ও পূর্বস্থালি স্টেশনের মাঝে যে 15A/C/E লেভেল ক্রসিং গেটটি নষ্ট হয়ে গিয়েছিল সেটির মেরামতের কাজ জন্য 29 ডিসেম্বর অর্থাৎ রবিবার রাত 12টা থেকে 1:20 মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। এর ফলে একগুচ্ছ ট্রেন বাতিল করা হল।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা:

13422 মালদা টাউন নবদ্বীপ ধাম এক্সপ্রেস, মালদা থেকে 28 ডিসেম্বর ছাড়ার কথা ছিল

37925 ও 37927 হাওড়া কাটোয়া লোকাল, ট্রেন দুটির 28 ডিসেম্বর ছাড়া কথা ছিল।

13421 নবদ্বীপ ধাম মালদা টাউন এক্সপ্রেস, নবদ্বীপ থেকে 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।

37925 ও 37927 হাওড়া কাটোয়া লোকাল বাতিল করা হলো। ট্রেন দুটির ছাড়ার কথা ছিল 29 ডিসেম্বর।

37741, 37743, 37745 ও 37747 ব্যান্ডেল কাটোয়া লোকাল বাতিল করা হলো।

31111 শিয়ালদা কাটোয়া লোকাল বাতিল করা হলো ট্রেনটি 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।

37912, 37914,37916,37918,37920 ও 37922 কাটোয়া হাওড়া লোকাল বাতিল করা হলো। ট্রেনগুলি 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।

37742, 37744, 37748 ও 37756 পাঁচটি কাটোয়া ব্যান্ডেল লোকাল বাতিল করা হলো। ট্রেনগুলি 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।

31112 কাটোয়া শিয়ালদা লোকাল বাতিল করা হলো ট্রেনটি 29 ডিসেম্বর ছাড়ার কথা ছিল।





Conclusion:_cancellation of er trains_copy_720
Last Updated : Dec 28, 2019, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.