ETV Bharat / state

একদিনে 12 রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির চিকিৎসকের

নজিরবিহীন অস্ত্রোপচার কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালে । একজন চিকিৎসক একই দিনে 12 জন রোগীর শরীরে সফল পেসমেকার বসিয়ে নজির গড়লেন ৷

একদিনে 12 রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির চিকিৎসকের
author img

By

Published : Jul 24, 2019, 11:19 PM IST

কল্যাণী, 24 জুলাই : চিকিৎসায় গাফিলতির জেরে চিকিৎসক নিগ্রহ মাঝে মাঝেই দেখা যায় রাজ্যে । পরিকাঠামো নিয়েও অভিযোগ ওঠে বারবার । এই সবের মাঝেই ন্যূনতম পরিকাঠামো ও স্বল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে একদিনে একজন চিকিৎসক 12 জন রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির গড়লেন । কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালে এই অসাধ্য সাধন করলেন চিকিৎসক চন্দন মিশ্র ।

ডাক্তার মিশ্রর দাবি, এই অপারেশন শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে নজিরবিহীন । তার কারণ, একজন চিকিৎসকের দ্বারা একই দিনে 12 জন রোগীর শরীরে পেসমেকার বসানো এটাই প্রথম । মোট 12 জন রোগীর মধ্যে 8 জন পুরুষ ও 4 জন মহিলা । প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । একদিন পরেই তাঁদের ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে ।

22 জুলাই সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত 12 জন রোগীর বুকে পেসমেকার বসান চন্দন মিশ্র । এক-একটি পেসমেকার বসাতে ন্যূনতম 40 মিনিট থেকে 1 ঘণ্টার প্রয়োজন হয় । চন্দন মিশ্রর নেতৃত্বে মেডিকেল টিমে কাজ করছিলেন 10 জন ডাক্তার, নার্সিং স্টাফ, কর্মীরা ।

একদিকে যখন সরকারি হাসপাতালে বিনা চিকিৎসা, ভুল চিকিৎসার অভিযোগ ওঠে, তখন সামান্য পরিকাঠামো, অল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে এই ধরনের অপারেশন স্বাভাবিকভাবেই চিকিৎসকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে ।

কল্যাণী, 24 জুলাই : চিকিৎসায় গাফিলতির জেরে চিকিৎসক নিগ্রহ মাঝে মাঝেই দেখা যায় রাজ্যে । পরিকাঠামো নিয়েও অভিযোগ ওঠে বারবার । এই সবের মাঝেই ন্যূনতম পরিকাঠামো ও স্বল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে একদিনে একজন চিকিৎসক 12 জন রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির গড়লেন । কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালে এই অসাধ্য সাধন করলেন চিকিৎসক চন্দন মিশ্র ।

ডাক্তার মিশ্রর দাবি, এই অপারেশন শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে নজিরবিহীন । তার কারণ, একজন চিকিৎসকের দ্বারা একই দিনে 12 জন রোগীর শরীরে পেসমেকার বসানো এটাই প্রথম । মোট 12 জন রোগীর মধ্যে 8 জন পুরুষ ও 4 জন মহিলা । প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । একদিন পরেই তাঁদের ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে ।

22 জুলাই সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত 12 জন রোগীর বুকে পেসমেকার বসান চন্দন মিশ্র । এক-একটি পেসমেকার বসাতে ন্যূনতম 40 মিনিট থেকে 1 ঘণ্টার প্রয়োজন হয় । চন্দন মিশ্রর নেতৃত্বে মেডিকেল টিমে কাজ করছিলেন 10 জন ডাক্তার, নার্সিং স্টাফ, কর্মীরা ।

একদিকে যখন সরকারি হাসপাতালে বিনা চিকিৎসা, ভুল চিকিৎসার অভিযোগ ওঠে, তখন সামান্য পরিকাঠামো, অল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে এই ধরনের অপারেশন স্বাভাবিকভাবেই চিকিৎসকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে ।

Intro:ন্যূনতম পরিকাঠামো ও স্বল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে একদিনে একজন চিকিৎসক 12 টি রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির গড়লেন। কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এ অসাধ্য সাধন করলেন চিকিৎসক চন্দন মিশ্র।
গত 22 শে জুলাই টানা বেলা 11 টা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অব্দি 12 জন রোগীর বুকে পেসমেকার বসালেন যাদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ, একটি পেসমেকার বসাতে একটি রোগীর জন্য ন্যূনতম 40 মিনিট থেকে 1 ঘন্টার প্রয়োজন হয় সে ক্ষেত্রে চন্দন মিশ্র নেতৃত্বে 10 জনের একটি দল ডাক্তার ,নার্সিং স্টাফ ,কর্মীরা সকলের তৎপরতায় এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে। বর্তমানে এই 12 জন রোগী আপাতত সুস্থ রয়েছে আগামী একদিন পরেই হয়তো তারা ছুটি পাবেন একদিকে যখন সরকারি হাসপাতাল এ বিনা চিকিৎসা ভুল চিকিৎসা ভুরি ভুরি অভিযোগ ওঠে তখন সামান্যটুকু পরিকাঠামো অল্প কর্মী নিয়ে এতগুলি একজন ডাক্তার অপারেশন করলেন তা সত্যি নজির বলাই যায়।Body:KALYANI HOSPITAL DOCTORConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.