দেবগ্রাম, 18 ডিসেম্বর : পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন দিলীপবাবু । সেখানে তিনি বলেন, "পূর্বপরিকল্পিতভাবে রেলের সম্পত্তি ধ্বংস করা হয়েছে ৷ যারা এই দেশের সম্পত্তি নষ্ট করছে, তারা আমাদের দেশের কেউ নয় ৷ কঠিন হাতে তাদের দমন করা উচিত ৷"
দিলীপ আশঙ্কা প্রকাশ করে বলেন, "রাজ্যে এই যে হিংসা হচ্ছে, এটা কার্যত দেশদ্রোহিতা ৷ কারণ নেই, কারও কোনও ক্ষতি হয়নি, কারও অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি ৷ যারা উদ্বাস্তু, বাধ্য হয়ে এসেছেন এ দেশে তাদের নাগরিকত্ব দিতে হবে ৷ এতে কার কি আপত্তি থাকতে পারে ? সুতরাং এটা যারা করছে, ভোটের স্বার্থে তারা এই দেশদ্রোহিতা করছে ৷ বাংলাদেশ থেকে এখানে এসে অনেকে মুখোশ পরে বসে আছে ৷" রাজ্যে নাগরিকত্ব (সংশোধনী) আইন - এর প্রতিবাদে বিক্ষোভের নামে যে তাণ্ডব হয়েছে, তার জন্য রাজ্য সরকারকেই দুষলেন দিলীপবাবু ৷
সাধারণ মানুষের উদ্দেশে দিলীপবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনারা সাবধান হন ৷ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে ৷ এ ব্যাপারে সবাই সাবধান হোন ৷" রাজ্যে বিক্ষোভ বন্ধ করতে কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার, এই অভিযোগ করে তিনি বলেন, "কঠিন হাতে এই পরিস্থিতি দমন করা উচিত ৷ কিন্তু রাজ্য সরকার তা করছে না ৷ কারণ, ভোটব্যাঙ্ক বাড়াতে হবে ৷"
দিলীপবাবু জানান, নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে মানুষকে বোঝাতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে BJP ৷ বুধবার থেকেই বিভিন্ন মণ্ডলে সভা করা হবে ৷ দরকারে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি সাধারণ মানুষকে বোঝানো হবে ৷