ETV Bharat / state

পুকুরে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ, চাঞ্চল্য শান্তিপুরে - পুকুরে দেহ উদ্ধার

পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ ৷ নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দুর্লভপাড়া এলাকার ঘটনা ৷ কীভাবে মৃত্য়ু, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

WB_NAD_06_SANTIPUR_DEAD_BODY_WB10029
পুকুরে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ, চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে
author img

By

Published : May 20, 2021, 4:36 PM IST

শান্তিপুর, 20 মে : পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ খুন, নাকি নিছকই কোনও দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, আসল ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দুর্লভপাড়া এলাকায় ৷

স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় শ্যামনগর দুর্লভপাড়ার একটি পুকুরে হঠাৎই একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা ৷ সেই খবর জানাজানি হতেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে এসে ভিড় করতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় স্থানীয় শান্তিপুর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বৃন্দাবন মল্লিক। তাঁর বয়স আনুমানিক 55 বছর ৷ মৃতের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বুধবারও পুকুরে স্নান করতে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু স্নান সেরে আর বাড়ি ফিরে যাননি তিনি ৷ পরে তাঁর দেহ উদ্ধারের খবর পান পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ

পুলিশ মৃতদেহটির ময়নাতদন্তের জন্য সেটি রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

শান্তিপুর, 20 মে : পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ খুন, নাকি নিছকই কোনও দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, আসল ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের দুর্লভপাড়া এলাকায় ৷

স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় শ্যামনগর দুর্লভপাড়ার একটি পুকুরে হঠাৎই একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা ৷ সেই খবর জানাজানি হতেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে এসে ভিড় করতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় স্থানীয় শান্তিপুর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বৃন্দাবন মল্লিক। তাঁর বয়স আনুমানিক 55 বছর ৷ মৃতের পরিবারের দাবি, প্রতিদিনের মতো বুধবারও পুকুরে স্নান করতে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু স্নান সেরে আর বাড়ি ফিরে যাননি তিনি ৷ পরে তাঁর দেহ উদ্ধারের খবর পান পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ

পুলিশ মৃতদেহটির ময়নাতদন্তের জন্য সেটি রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷ কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.