রানাঘাট, 29 মে : লকডাউনের ফলে অনেকটাই সুফল মিলেছে ৷ বর্তমানে রানাঘাটের করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল বলে জানালেন রানাঘাট পৌরসভার নোডাল মেডিক্যাল অফিসার ড. শিবাজীপ্রসাদ কর ।
তিনি জানান, রানাঘাটে ক্রমশই কমছে করোনা আক্রান্তের সংখ্যা । রানাঘাট একটি ব্যস্ততম জায়গা ৷ সেখানে আংশিক লকডাউন চলছে ৷ সেই কারণে ব্যস্ততা কমেছে ৷ যার ফলে সুবিধা হয়েছে করোনার শৃংখল ভাঙতে । আর ইতিমধ্যেই রানাঘাটে বিভিন্ন স্তরে চলছে ভ্যাকসিনেশন পর্ব । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আরও 15 দিন বেড়েছে আংশিক লকডাউনের দিন । যার ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সুবিধা হবে ।
আরও পড়ুন : সোনারপুরে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্ধোধন লাভলির
তবে একই সঙ্গে ড. শিবাজীপ্রসাদ কর জানান, রানাঘাটে করোনা আক্রান্তের সংখ্যা কমছে বলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই । আগামিদিনে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের শিথিলতা দেখালে চলবে না ।