কলকাতা, 14 এপ্রিল : নদিয়ার হাঁসখালি গণধর্ষণের তদন্তে ঘটনাস্থলে পৌঁছল সিবিআই (CBI Reaches Hanskhali to Conduct Rape Investigation) ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যান ৷ তাঁরা মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়িতে দরজা ভেঙে ভিতরে যান ৷ তার পর সেখানে নমুনা সংগ্রহের কাজ শুরু করেন ৷
এছাড়া তদন্তকারীদের একটি দল নির্যাতিতার বাড়িতে যান ৷ সেখানে গিয়ে নির্যাতিতার মা ও বাবার সঙ্গে কথা বলেন ৷ এছাড়া কথা বলে জানার চেষ্টা করেন সেই রাতে ঠিক কী হয়েছিল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে হাঁসখালি গণধর্ষণের (Hanskhali Rape) তদন্তে নেমেছে সিবিআই ৷ এই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল গোটা রাজ্য ৷ গোটা ঘটনায় কাঠগড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের স্থানীয় নেতার সমরেন্দ্র গয়ালির ছেলেই মূল অভিযুক্ত ৷
নির্যাতিতার পরিবারের দাবি, জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ করা হয় ওই নাবালিকাকে ৷ পরে বাড়িতে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা ৷ পরে মেয়েটির মৃত্যু হয় ৷ অভিযুক্তদের হুমকির জেরেই নির্যাতিতার চিকিৎসা করানো যায়নি বলে অভিযোগ ৷ তাতেই মৃত্যু হয় বলে দাবি পরিবারের ৷
তাঁদের আরও অভিযোগ, মৃত্যুর পর জোর করে মেয়েটির সৎকার করে অভিযুক্তরা ৷ ঘটনার পাঁচদিন পর পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ তদন্ত শুরু করে ৷ দু’জনকে গ্রেফতারও করে ৷ তারপর আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই ৷
আরও পড়ুন : Hanskhali Rape : হাঁসখালির ধর্ষিতার শ্রাদ্ধে রাজি নন কোনও পুরোহিত-ক্ষৌরকার ! হুমকির ভয়, বলছে পরিবার