ETV Bharat / state

কল্যাণীতে ব্যবসায়ীকে গুলি করে খুন

কল্যাণীতে ব্যবসায়ীকে গুলি করে খুন ৷ নাম চন্দন দাস ৷ একটি প্লাইউডের দোকান রয়েছে তাঁর ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 1, 2020, 1:16 PM IST

কল্যাণী, 1 অগাস্ট : গুলি করে খুন এক ব্যবসায়ীকে ৷ নদিয়ার কল্যাণী থানা এলাকার ঘটনা ৷ মৃতের নাম চন্দন দাস (45) ৷ কল্যাণীর রথতলার বাজারে একটি প্লাইউডের দোকান রয়েছে তাঁর ৷

অভিযোগ, গতকাল সন্ধেয় দোকানে ছিলেন ওই ব্যবসায়ী। হঠাৎই কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি এসে লাগে চন্দনবাবুর বুকে ৷ ঘটনাস্থানেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপরেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ।

গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে আসেন । ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশও । গুরুতর অবস্থায় চন্দনবাবুকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

কী বললেন মৃতের ভাই ?

ব্যবসায়ীর পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে জমি-জায়গা নিয়ে অশান্তি চলছিল । তবে, এই খুনের পিছনে কারা জড়িয়ে রয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি পরিবারের সদস্যরা । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ । তাকে তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে ।

কল্যাণী, 1 অগাস্ট : গুলি করে খুন এক ব্যবসায়ীকে ৷ নদিয়ার কল্যাণী থানা এলাকার ঘটনা ৷ মৃতের নাম চন্দন দাস (45) ৷ কল্যাণীর রথতলার বাজারে একটি প্লাইউডের দোকান রয়েছে তাঁর ৷

অভিযোগ, গতকাল সন্ধেয় দোকানে ছিলেন ওই ব্যবসায়ী। হঠাৎই কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি এসে লাগে চন্দনবাবুর বুকে ৷ ঘটনাস্থানেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপরেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় ।

গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে আসেন । ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশও । গুরুতর অবস্থায় চন্দনবাবুকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

কী বললেন মৃতের ভাই ?

ব্যবসায়ীর পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে জমি-জায়গা নিয়ে অশান্তি চলছিল । তবে, এই খুনের পিছনে কারা জড়িয়ে রয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি পরিবারের সদস্যরা । যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে একজনকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ । তাকে তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.