ETV Bharat / state

কল্যাণীতে গাছে যুবকের ঝুলন্ত দেহ, পরিকল্পনা করে খুনের অভিযোগ BJP-র - Kalyani

কল্যাণীর গয়েশপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় শীল পেশায় দিনমজুর ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী তিনিই ছিলেন ৷ পরিবারের কারও সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না বলেও জানা গিয়েছে ৷

KALYANI
কল্যাণী
author img

By

Published : Nov 1, 2020, 3:50 PM IST

কল্যাণী, 1 নভেম্বর : গাছের ডালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ নদিয়ার কল্যাণী এলাকার ঘটনা ৷ মৃতের নাম বিজয় শীল (35) ৷ BJP-র দাবি, বিজয় শীল তাঁদের কর্মী ছিলেন ৷ রাজনৈতিক কারণেই তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের ৷ আজ সকালে টুইটে BJP-র পক্ষ থেকে বলা হয়, "গুন্ডাবাহিনীর হাতে অন্যদের মতোই আরও এক কর্মী খুন হল ৷ BJP-এর কাজ থামাতে এভাবে সন্ত্রাস তৈরি করা হচ্ছে ৷ BJP-র পক্ষ থেকে মৃত কর্মীদের বিচারের ব্যবস্থা করা হবেই ৷ রাজনৈতিক খুন অবশ্যই বন্ধ করা উচিত ৷"

BJP নেতা শুভ্রাংশু রায় বলেন, " যার দেহ উদ্ধার হয়েছে তিনি প্রথম দিন থেকেই BJP করতেন ৷ যাঁদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তারাই বাংলায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পরিকল্পনা করেই খুন করা হয়েছে ৷ এখানকার যিনি আধিকারিক আছেন তাঁর কাছে দাবি জানানো হয়েছে, ভিডিয়ো ক্যামেরা করেই যেন দেহের ময়নাতদন্ত করা হয় ৷ কিছু নিয়ম আছে তা মেনেই করা হবে ৷"

KALYANI
BJP এর টুইট

যদিও বিজয় শীলের পরিবারের তরফে তাঁর রাজনৈতিক যোগের কথা অস্বীকার করা হয়েছে ৷ জানা গিয়েছে, কল্যাণীর গয়েশপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় শীল পেশায় দিনমজুর ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী তিনিই ছিলেন ৷ পরিবারের কারও সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি পরিবারের লোকেদের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না ৷ তবে তাঁদের অভিযোগ, পাশের এক বন্ধুর সঙ্গে তাঁর বেশ ভাব ছিল ৷ এর ফলে অনেকেই তাঁকে রাজনৈতিক দলের সদস্য বলে মনে করতেন ৷ পরিবারের লোকেদের অভিযোগ, এর আগেও এলাকার দুই দুষ্কৃতী বিজয় শীলকে খুনের হুমকি দেয় ৷

ভিডিয়োয় শুনুন শুভ্রাংশু রায়ের বক্তব্য

আজ সকালে গয়েশপুর শ্মশান এলাকার পাশে আমবাগানের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় তাঁর পরিবারের লোকেদের ৷ খবর দেওয়া হয় কল্যাণী থানায়ও ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়নি ৷ অপরদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভিডিয়োতে শুনুন পরিবারের বক্তব্য

কল্যাণী, 1 নভেম্বর : গাছের ডালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ নদিয়ার কল্যাণী এলাকার ঘটনা ৷ মৃতের নাম বিজয় শীল (35) ৷ BJP-র দাবি, বিজয় শীল তাঁদের কর্মী ছিলেন ৷ রাজনৈতিক কারণেই তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের ৷ আজ সকালে টুইটে BJP-র পক্ষ থেকে বলা হয়, "গুন্ডাবাহিনীর হাতে অন্যদের মতোই আরও এক কর্মী খুন হল ৷ BJP-এর কাজ থামাতে এভাবে সন্ত্রাস তৈরি করা হচ্ছে ৷ BJP-র পক্ষ থেকে মৃত কর্মীদের বিচারের ব্যবস্থা করা হবেই ৷ রাজনৈতিক খুন অবশ্যই বন্ধ করা উচিত ৷"

BJP নেতা শুভ্রাংশু রায় বলেন, " যার দেহ উদ্ধার হয়েছে তিনি প্রথম দিন থেকেই BJP করতেন ৷ যাঁদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তারাই বাংলায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পরিকল্পনা করেই খুন করা হয়েছে ৷ এখানকার যিনি আধিকারিক আছেন তাঁর কাছে দাবি জানানো হয়েছে, ভিডিয়ো ক্যামেরা করেই যেন দেহের ময়নাতদন্ত করা হয় ৷ কিছু নিয়ম আছে তা মেনেই করা হবে ৷"

KALYANI
BJP এর টুইট

যদিও বিজয় শীলের পরিবারের তরফে তাঁর রাজনৈতিক যোগের কথা অস্বীকার করা হয়েছে ৷ জানা গিয়েছে, কল্যাণীর গয়েশপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় শীল পেশায় দিনমজুর ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী তিনিই ছিলেন ৷ পরিবারের কারও সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি পরিবারের লোকেদের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না ৷ তবে তাঁদের অভিযোগ, পাশের এক বন্ধুর সঙ্গে তাঁর বেশ ভাব ছিল ৷ এর ফলে অনেকেই তাঁকে রাজনৈতিক দলের সদস্য বলে মনে করতেন ৷ পরিবারের লোকেদের অভিযোগ, এর আগেও এলাকার দুই দুষ্কৃতী বিজয় শীলকে খুনের হুমকি দেয় ৷

ভিডিয়োয় শুনুন শুভ্রাংশু রায়ের বক্তব্য

আজ সকালে গয়েশপুর শ্মশান এলাকার পাশে আমবাগানের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় তাঁর পরিবারের লোকেদের ৷ খবর দেওয়া হয় কল্যাণী থানায়ও ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়নি ৷ অপরদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভিডিয়োতে শুনুন পরিবারের বক্তব্য
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.