ETV Bharat / state

BJP-তে যোগদানের পর মহিলা পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর; অভিযুক্ত তৃণমূল - miscreants

পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় । মারধর করা হয় পঞ্চায়েত সদস্য সাকিনা বিবির মেয়েকে ।

ভাঙচুর করা হয়েছে বাড়িতে
author img

By

Published : Jun 6, 2019, 10:59 PM IST

Updated : Jun 6, 2019, 11:43 PM IST

রানাঘাট, 6 জুন : BJP-তে যোগ দিয়েছিলেন । তারপরই পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় । মারধর করা হয় পঞ্চায়েত সদস্য সাকিনা বিবির মেয়েকে । রানাঘাটের হবিবপুরের ঘটনা । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

গত পঞ্চায়েত নির্বাচনে CPI(M)-র টিকিটে হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন সাকিনা বিবি । আজ তিনি BJP-তে যোগদান করেন । যোগ দেন পঞ্চায়েতের একাধিক সদস্যও । অভিযোগ, এরপরই তাঁর বাড়িতে বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা । সেই সময় সাকিনা বিবি 10 বছরের মেয়ে ছাড়া কেউ বাড়িতে ছিল না । বাড়ি ভাঙচুরের পাশাপাশি, সেই একরত্তি মেয়েটিকেও মারা হয় ।

নদিয়া দক্ষিণের BJP সভাপতি জগন্নাথ সরকার বলেন, "এই অত্যাচারের রাজনীতি দীর্ঘদিন ধরেই চলছে । এতে আমরা আশ্চর্য হচ্ছি না । দল পাশে আছে । এটা বেশিদিন চললে মানুষ পালটা মাঠে নামবে, তখন কিন্তু পুলিশও তৃণমূলকে রক্ষা করতে পারবে না ।"

ভিডিয়োয় শুনুন সাকিনা বিবির বক্তব্য

তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, "আমাদের মতের অমিল হলেই কারও ঘর-বাড়ি ভাঙতে হবে, এমন শিক্ষা আমরা দলীয় কর্মীদের দিই না । এটা ওদের সম্পূর্ণই পারিবারিক বিষয় । এর সঙ্গে দলের কোনও যোগ নেই ।" যদিও সাকিনা বলেন, "আমি CPI(M) করতাম । BJP-তে যোগ দিয়েছি বলে তৃণমূলের লোকজন আমার বাড়ি ভাঙচুর করেছে ।"

রানাঘাট থানায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

রানাঘাট, 6 জুন : BJP-তে যোগ দিয়েছিলেন । তারপরই পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় । মারধর করা হয় পঞ্চায়েত সদস্য সাকিনা বিবির মেয়েকে । রানাঘাটের হবিবপুরের ঘটনা । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

গত পঞ্চায়েত নির্বাচনে CPI(M)-র টিকিটে হবিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন সাকিনা বিবি । আজ তিনি BJP-তে যোগদান করেন । যোগ দেন পঞ্চায়েতের একাধিক সদস্যও । অভিযোগ, এরপরই তাঁর বাড়িতে বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা । সেই সময় সাকিনা বিবি 10 বছরের মেয়ে ছাড়া কেউ বাড়িতে ছিল না । বাড়ি ভাঙচুরের পাশাপাশি, সেই একরত্তি মেয়েটিকেও মারা হয় ।

নদিয়া দক্ষিণের BJP সভাপতি জগন্নাথ সরকার বলেন, "এই অত্যাচারের রাজনীতি দীর্ঘদিন ধরেই চলছে । এতে আমরা আশ্চর্য হচ্ছি না । দল পাশে আছে । এটা বেশিদিন চললে মানুষ পালটা মাঠে নামবে, তখন কিন্তু পুলিশও তৃণমূলকে রক্ষা করতে পারবে না ।"

ভিডিয়োয় শুনুন সাকিনা বিবির বক্তব্য

তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । রানাঘাট ব্লক সভাপতি তাপস ঘোষ বলেন, "আমাদের মতের অমিল হলেই কারও ঘর-বাড়ি ভাঙতে হবে, এমন শিক্ষা আমরা দলীয় কর্মীদের দিই না । এটা ওদের সম্পূর্ণই পারিবারিক বিষয় । এর সঙ্গে দলের কোনও যোগ নেই ।" যদিও সাকিনা বলেন, "আমি CPI(M) করতাম । BJP-তে যোগ দিয়েছি বলে তৃণমূলের লোকজন আমার বাড়ি ভাঙচুর করেছে ।"

রানাঘাট থানায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তদন্তে নেমেছে পুলিশ ।

Intro:বিজেপিতে যোগদানের পরেই মহিলা পঞ্চায়েত সদস্যার বাড়ীতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাট থানার হবিবপুরে।
সূত্রের খবর,রানাঘাট থানার হবিবপুর গ্রামপঞ্চায়েত সদস্যা সাকিনা বিবি বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন।অভিযোগ,এর পরই তার বাড়ীতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা।অভিযোগ,বাড়ীতে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই পঞ্চায়েত সদস্যার 10 বছরের মেয়েকেও মারধর করা হয়।এই ঘটনার পর আতঙ্কে গ্রামে ফিরতে পারছেননা পঞ্চায়েত সদস্যা সাকিনা বিবি।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।তৃণমূলের দাবি পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা,তার সাথে তৃণমূলের কোনো যোগ নেই।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।Body:NADIA BJP ATTACKSConclusion:
Last Updated : Jun 6, 2019, 11:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.