ETV Bharat / state

Subhendu Adhikari : শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ ! - বাংলাদেশের হিংসা

শান্তিপুরে উপনির্বাচনে (Shantipur Bypoll) বিজেপির প্রচারে (BJP Campaign) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) অস্ত্র বাংলাদেশের হিংসা (Bangladesh Violence)৷ ওপার বাংলার যা পরিস্থিতি হয়েছে, তার পর শান্তিপুরে বিজেপি তিন গুণ ভোটে জিতবে বলে দাবি তাঁর ৷

BJP's margin would increase in shantipur bypoll after bangladesh violence, says subhendu adhikari
শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে শুভেন্দুর অস্ত্র বাংলাদেশ !
author img

By

Published : Oct 18, 2021, 1:35 PM IST

শান্তিপুর, 18 অক্টোবর: বাংলাদেশের হিংসাকে (Bangladesh Violence) শান্তিপুর উপনির্বাচনে (Shantipur Bypoll) প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ৷ তাঁর দাবি, বাংলাদেশের ঘটনার পর শান্তিপুরে তিন গুণ বেশি ভোটে জিতবে বিজেপি (BJP Campaign)৷ তবে দলের গোষ্ঠীকোন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন তিনি ৷ সংবাদমাধ্যমকে চটি চাটা বলে সম্বোধন করে আক্রমণ শানালেন ৷

শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগে দলের সাংগঠনিক কর্মিসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী । আগামী 30 অক্টোবর শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন ৷ এই উপনির্বাচনে শান্তিপুরে চতুর্মুখী লড়াই হতে চলেছে । গত বিধানসভা ভোটে শান্তিপুরে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে ৷ দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি ।

আরও পড়ুন: Itahar Murder : ইটাহারে দুষ্কৃতীদের গুলিতে খুন যুব মোর্চার সহ-সভাপতি, কাঠগড়ায় তৃণমূল

রবিবার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে এবং কর্মীদের প্রচারের রণকৌশল বাতলে দিতে উপনির্বাচনের আগেই শান্তিপুরের একটি বেসরকারি লজে এক কর্মিসভার আয়োজন করে বিজেপি । সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

বিজেপির এই কর্মী বৈঠকের শেষে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি একটি সর্বভারতীয় দল । শান্তিপুর বিধানসভার মানুষ উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আরও একবার জয়যুক্ত করবে । বাংলাদেশের ঘটনার পর এই আসনে তিনগুণ বেশি ভোটে বিজেপি জিতবে ৷ আর শান্তিপুরবাসীকে একটা কথাই বলব, শান্তিপুর একটি পূণ্যভূমি । তাই সব শান্তিপুরবাসীর উদ্দেশে বলি রাধে রাধে ।"

আরও পড়ুন: Firhad Hakim : মোদি বিএসএফ দিয়ে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে : ফিরহাদ

শান্তিপুর, 18 অক্টোবর: বাংলাদেশের হিংসাকে (Bangladesh Violence) শান্তিপুর উপনির্বাচনে (Shantipur Bypoll) প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ৷ তাঁর দাবি, বাংলাদেশের ঘটনার পর শান্তিপুরে তিন গুণ বেশি ভোটে জিতবে বিজেপি (BJP Campaign)৷ তবে দলের গোষ্ঠীকোন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন তিনি ৷ সংবাদমাধ্যমকে চটি চাটা বলে সম্বোধন করে আক্রমণ শানালেন ৷

শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগে দলের সাংগঠনিক কর্মিসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী । আগামী 30 অক্টোবর শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন ৷ এই উপনির্বাচনে শান্তিপুরে চতুর্মুখী লড়াই হতে চলেছে । গত বিধানসভা ভোটে শান্তিপুরে জয়ী হয়েছিল বিজেপি ৷ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে ৷ দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি ।

আরও পড়ুন: Itahar Murder : ইটাহারে দুষ্কৃতীদের গুলিতে খুন যুব মোর্চার সহ-সভাপতি, কাঠগড়ায় তৃণমূল

রবিবার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে এবং কর্মীদের প্রচারের রণকৌশল বাতলে দিতে উপনির্বাচনের আগেই শান্তিপুরের একটি বেসরকারি লজে এক কর্মিসভার আয়োজন করে বিজেপি । সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ।

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

বিজেপির এই কর্মী বৈঠকের শেষে শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি একটি সর্বভারতীয় দল । শান্তিপুর বিধানসভার মানুষ উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আরও একবার জয়যুক্ত করবে । বাংলাদেশের ঘটনার পর এই আসনে তিনগুণ বেশি ভোটে বিজেপি জিতবে ৷ আর শান্তিপুরবাসীকে একটা কথাই বলব, শান্তিপুর একটি পূণ্যভূমি । তাই সব শান্তিপুরবাসীর উদ্দেশে বলি রাধে রাধে ।"

আরও পড়ুন: Firhad Hakim : মোদি বিএসএফ দিয়ে সীমান্তের মানুষকে ভয় দেখাতে চাইছে : ফিরহাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.