ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূলের বিরুদ্ধে মহিলা প্রার্থীদের জোরপূর্বক মনোনয়ন বাতিলের অভিযোগে বিক্ষোভ বিজেপির

বিজেপির মহিলা প্রার্থীদের জোর করে মনোনয়ন বাতিলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে নদিয়ার চাকদায় বিক্ষোভ গেরুয়া শিবিরের ৷

BJP protest in Nadia
বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Jun 19, 2023, 10:38 PM IST

মনোনয়ন বাতিলের অভিযোগে বিজেপির বিক্ষোভ

নদিয়া, 19 জুন: রাতের অন্ধকারে বিজেপির দুই মহিলা প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে পরে মনোনয়ন বাতিল করানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে সোমবার নদিয়ার চাকদা চৌমাথা মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি । যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হবে এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব ।

উল্লেখ্য, চলছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর মনোনয়ন বাতিলের কাজ । বিরোধীদের অভিযোগ, শাসকদল তৃণমূলের তরফে জোর করে প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হচ্ছে । বিভিন্ন বিরোধী প্রার্থীদের হুঁশিয়ারি এবং তাদের বাড়ি ভাঙচুর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও অভিযোগ । নদিয়ার চাকদা থানার ছাতিমতলা 202 ও 203 নম্বর বুথের বিজেপি প্রার্থীদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, ওই বুথের মহিলা প্রার্থীকে জোরপূর্বক মনোনয়ন বাতিল করানো হয় ।

এরপরেই চাকদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে । কিন্তু প্রায় 24 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলে অবশেষে চাকদা চৌমাথা মোড়ের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থীরা । দীর্ঘক্ষণ ধরে টায়ার জ্বালিয়ে চলে সেই অবরোধ । উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা নদিয়া দক্ষিণ বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ ।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার করার চাপ, বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণে অভিযুক্ত তৃণমূল

পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, "মনোনয়ন জমা দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের ওপর আক্রমণ করছে । নদিয়ার একাধিক জায়গায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে । রবিবার রাতে তাণ্ডব চালিয়ে দুই বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা । ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের এই বিক্ষোভ ।" শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বঙ্কিমচন্দ্র ঘোষ বলেন, "পরপর দুইরাত ধরে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বিজেপি মহিলা প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মনোনয়ন বাতিল করতে বাধ্য করা হচ্ছে ।"

মনোনয়ন বাতিলের অভিযোগে বিজেপির বিক্ষোভ

নদিয়া, 19 জুন: রাতের অন্ধকারে বিজেপির দুই মহিলা প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে পরে মনোনয়ন বাতিল করানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে সোমবার নদিয়ার চাকদা চৌমাথা মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি । যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হবে এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব ।

উল্লেখ্য, চলছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর মনোনয়ন বাতিলের কাজ । বিরোধীদের অভিযোগ, শাসকদল তৃণমূলের তরফে জোর করে প্রার্থীদের মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হচ্ছে । বিভিন্ন বিরোধী প্রার্থীদের হুঁশিয়ারি এবং তাদের বাড়ি ভাঙচুর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও অভিযোগ । নদিয়ার চাকদা থানার ছাতিমতলা 202 ও 203 নম্বর বুথের বিজেপি প্রার্থীদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, ওই বুথের মহিলা প্রার্থীকে জোরপূর্বক মনোনয়ন বাতিল করানো হয় ।

এরপরেই চাকদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে । কিন্তু প্রায় 24 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলে অবশেষে চাকদা চৌমাথা মোড়ের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থীরা । দীর্ঘক্ষণ ধরে টায়ার জ্বালিয়ে চলে সেই অবরোধ । উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা নদিয়া দক্ষিণ বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ ।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার করার চাপ, বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণে অভিযুক্ত তৃণমূল

পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, "মনোনয়ন জমা দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের ওপর আক্রমণ করছে । নদিয়ার একাধিক জায়গায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে । রবিবার রাতে তাণ্ডব চালিয়ে দুই বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা । ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের এই বিক্ষোভ ।" শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বঙ্কিমচন্দ্র ঘোষ বলেন, "পরপর দুইরাত ধরে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বিজেপি মহিলা প্রার্থীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মনোনয়ন বাতিল করতে বাধ্য করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.