ETV Bharat / state

Kalyani AIIMS Recruitment Scam : মেয়ে-পুত্রবধূকে চাকরি, দলীয় দুই বিধায়কের বিরুদ্ধে শাহকে নালিশ কল্যাণীর বিজেপি নেতার - Kalyani AIIMS Recruitment Scam

তৃণমূলের মন্ত্রীদের পর এবার বিজেপির দুই বিধায়কের বিরুদ্ধে নিয়োগে স্বজনপোষণের অভিযোগ (Kalyani AIIMS Recruitment Scam) ৷ এই অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন খোদ বিজেপি নেতা ৷ কী বলছেন তিনি ?

Kalyani AIIMS Recruitment Scam News
কল্যাণী এইমস
author img

By

Published : May 20, 2022, 11:55 AM IST

কল্যাণী, 20 মে : এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ দলীয় দুই বিধায়কের বিরুদ্ধে কল্যাণীর এইমসে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন দক্ষিণ নদিয়ার বিজেপি সংগঠনের সদস্য তথা কল্যাণীর বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায় (BJP leader writes letter to Amit Shah alleging nepotism in Kalyani AIIMS) ৷ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল জেলা-সহ রাজ্য রাজনীতিতে ।

পার্থবাবুর অভিযোগ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ নিজ ক্ষমতাবলে পরিবারের সদস্যদের কল্যাণীর এইমস হাসপাতালে (Kalyani AIIMS Scam) চাকরি করিয়ে দিয়েছেন । নীলাদ্রি শেখর দানা নিজের মেয়েকে এবং বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূকে চাকরি দিয়েছেন ।

অভিযোগকারী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বহু বিজেপি কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন ৷ বিজেপি করার অপরাধে প্রাণ হারিয়েছেন । তাঁদের সংসার কীভাবে চলবে দলের জনপ্রতিনিধিরা সেদিকে কোনও খেয়াল রাখছেন না । শুধুমাত্র নিজেদের পরিবারের সদস্যদের চাকরি দিতেই ব্যস্ত তাঁরা ।"

কল্যাণীর এইমসে স্বজনপোষণের অভিযোগ দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে

আরও পড়ুন : Malda Lynching: বন্যাত্রাণে দুর্নীতি! তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের, আক্রান্ত পুলিশও

যদিও এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । কল্যাণী শহর তৃণমূলের সভাপতি বলেন, "এটি প্রথম ঘটনা নয় ৷ কল্যাণীর এইমসে বহু বিজেপি জনপ্রতিনিধিরা আছেন যাঁরা এই স্বজনপোষণ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ।"

স্বয়ং যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আমার পুত্রবধূ এইমস হাসপাতালে চাকরি পেয়েছে । সেই কারণে স্বজনপোষণের কোনও প্রশ্নই ওঠে না । এইমস কর্তৃপক্ষ কাউকে সরাসরি নিয়োগ করে না । দু'টি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয় । এক বছরের চুক্তিভিত্তিক পরীক্ষা দিয়ে আমার পুত্রবধূ চাকরি পেয়েছে সেই প্রমাণ আমার কাছে রয়েছে ।"

উল্লেখ্য, এর আগেও একাধিকবার চাকরির দাবিতে কল্যাণীর এইমস হাসপাতালে সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করতে এবং বিজেপি মন্ত্রীদের গাড়ির সামনে বিক্ষোভ করতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : Mamata on Recruitment Scam : সব প্রতিষ্ঠানে বিজেপির লোক, নিয়োগ দুর্নীতি নিয়ে কিসের ইঙ্গিত মমতার ?

কল্যাণী, 20 মে : এইমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ ৷ দলীয় দুই বিধায়কের বিরুদ্ধে কল্যাণীর এইমসে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন দক্ষিণ নদিয়ার বিজেপি সংগঠনের সদস্য তথা কল্যাণীর বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায় (BJP leader writes letter to Amit Shah alleging nepotism in Kalyani AIIMS) ৷ যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল জেলা-সহ রাজ্য রাজনীতিতে ।

পার্থবাবুর অভিযোগ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ নিজ ক্ষমতাবলে পরিবারের সদস্যদের কল্যাণীর এইমস হাসপাতালে (Kalyani AIIMS Scam) চাকরি করিয়ে দিয়েছেন । নীলাদ্রি শেখর দানা নিজের মেয়েকে এবং বঙ্কিম ঘোষ তাঁর পুত্রবধূকে চাকরি দিয়েছেন ।

অভিযোগকারী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বহু বিজেপি কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন ৷ বিজেপি করার অপরাধে প্রাণ হারিয়েছেন । তাঁদের সংসার কীভাবে চলবে দলের জনপ্রতিনিধিরা সেদিকে কোনও খেয়াল রাখছেন না । শুধুমাত্র নিজেদের পরিবারের সদস্যদের চাকরি দিতেই ব্যস্ত তাঁরা ।"

কল্যাণীর এইমসে স্বজনপোষণের অভিযোগ দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে

আরও পড়ুন : Malda Lynching: বন্যাত্রাণে দুর্নীতি! তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের, আক্রান্ত পুলিশও

যদিও এই বিষয় নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল । কল্যাণী শহর তৃণমূলের সভাপতি বলেন, "এটি প্রথম ঘটনা নয় ৷ কল্যাণীর এইমসে বহু বিজেপি জনপ্রতিনিধিরা আছেন যাঁরা এই স্বজনপোষণ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ।"

স্বয়ং যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আমার পুত্রবধূ এইমস হাসপাতালে চাকরি পেয়েছে । সেই কারণে স্বজনপোষণের কোনও প্রশ্নই ওঠে না । এইমস কর্তৃপক্ষ কাউকে সরাসরি নিয়োগ করে না । দু'টি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয় । এক বছরের চুক্তিভিত্তিক পরীক্ষা দিয়ে আমার পুত্রবধূ চাকরি পেয়েছে সেই প্রমাণ আমার কাছে রয়েছে ।"

উল্লেখ্য, এর আগেও একাধিকবার চাকরির দাবিতে কল্যাণীর এইমস হাসপাতালে সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ করতে এবং বিজেপি মন্ত্রীদের গাড়ির সামনে বিক্ষোভ করতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন : Mamata on Recruitment Scam : সব প্রতিষ্ঠানে বিজেপির লোক, নিয়োগ দুর্নীতি নিয়ে কিসের ইঙ্গিত মমতার ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.