নদিয়া, 29 এপ্রিল : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তেহট্টের বিদায়ি বিধায়ক গৌরীশংকর দত্তের । বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর গতকাল রাতে ওই হাসপাাতালে তাঁর মৃত্যু হয় ৷
বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৷ সোয়াবের নমুনা পরীক্ষা করলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷ করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ এরপর গতকাল রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷
আরও পড়ুন, আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে একদিনেই মৃত 77 জন
উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকেই নদিয়া জেলার নেতৃত্ব সামলে ছিলেন তিনি । দীর্ঘদিন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন । গত বিধানসভা ভোটে তেহট্ট বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি । তবে এবার তিনিও দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন ৷ দল সৌজন্যবোধটুকু দেখায়নি বলে অভিযোগ করেন ৷ সেকারেণে তিনি কলকাতার বিজেপির হেস্টিংসের দলীয় কার্যালয় থেকে বিজেপিতে যোগদান করেন ।