ETV Bharat / state

Sukanta Slams Mamata: মমতা চেয়ার ছাড়লেই বিজেপি সরকার গড়ে ডিএ দেওয়ার ব্যবস্থা করবে, দাবি সুকান্তর - সিপিএম

ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Slams Mamata on DA Issue) ৷ তাঁর বক্তব্য, মমতা চেয়ার ছাড়লেই বিজেপি সরকার গড়ে ডিএ দেওয়ার ব্যবস্থা করবে ৷

Sukanta Slams Mamata
Sukanta Slams Mamata
author img

By

Published : Mar 8, 2023, 6:37 PM IST

মমতা চেয়ার ছাড়লেই বিজেপি সরকার গড়ে ডিএ দেওয়ার ব্যবস্থা করবে, দাবি সুকান্তর

মায়াপুর (নদিয়া), 8 মার্চ: রাজ্য সরকারের পক্ষে আর ডিএ (Dearness Allowance) বৃদ্ধি সম্ভব নয় বলে সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর মুন্ডু কেটে নিলেও সরকার এর চেয়ে বেশি ডিএ বৃদ্ধি করতে পারবে না বলে সেদিন তিনি দাবি করেছিলেন ৷ বুধবার এই নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ তিনি বলেন, ‘‘মুন্ডু কাটার দরকার নেই ৷ চেয়ারটা ছেড়ে দিন ৷ আমরা এসে সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে দেব ।’’

এই দিন দুপুরে ঝটিকা সফরে মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি । একাধিক ইস্যুতে সমালোচনা করেন তিনি ৷ অনুব্রত মণ্ডলের ইডি (ED) হেফাজত প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন ৷ যদি তিনি মুখ খোলেন, তাহলে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ভূমিকম্প হবে এবং ধপাস করে দলটা পড়ে যাবে । সেই কারণেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা ৷’’

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawshad Siddiqui) ইস্যুতে তাঁর দাবি, নওশাদকে পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছিল ৷ বর্তমানে সেই ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তৃণমূল ৷ একই সঙ্গে রাজ্যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে গিয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ পাশাপাশি প্রশ্ন তোলেন রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ ভাঙড়ের পর নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা নিয়ে তাঁর বক্তব্য, এখন দুয়ারে বোমা, দুয়ারে গুলি প্রকল্প চলছে ৷

সিপিএম থেকে দুষ্কৃতিরা তৃণমূলের আশ্রয়ে রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর বক্তব্য, সিপিএম (CPIM) নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়েই অনুব্রত মণ্ডল-সহ অন্যান্য তৃণমূল নেতারা বোমা মারব, গুলি করবোবলে মানুষকে হুমকি দেন ৷ সিপিএমের স্কুল থেকেই পাস করে আজকে তৃণমূল নেতা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: সংখ্যালঘুরা মমতাকে চিনে ফেলেছে, কটাক্ষ দিলীপের

মমতা চেয়ার ছাড়লেই বিজেপি সরকার গড়ে ডিএ দেওয়ার ব্যবস্থা করবে, দাবি সুকান্তর

মায়াপুর (নদিয়া), 8 মার্চ: রাজ্য সরকারের পক্ষে আর ডিএ (Dearness Allowance) বৃদ্ধি সম্ভব নয় বলে সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর মুন্ডু কেটে নিলেও সরকার এর চেয়ে বেশি ডিএ বৃদ্ধি করতে পারবে না বলে সেদিন তিনি দাবি করেছিলেন ৷ বুধবার এই নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ তিনি বলেন, ‘‘মুন্ডু কাটার দরকার নেই ৷ চেয়ারটা ছেড়ে দিন ৷ আমরা এসে সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে দেব ।’’

এই দিন দুপুরে ঝটিকা সফরে মায়াপুর ইসকন মন্দির পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন তিনি । একাধিক ইস্যুতে সমালোচনা করেন তিনি ৷ অনুব্রত মণ্ডলের ইডি (ED) হেফাজত প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন ৷ যদি তিনি মুখ খোলেন, তাহলে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ভূমিকম্প হবে এবং ধপাস করে দলটা পড়ে যাবে । সেই কারণেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতারা ৷’’

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawshad Siddiqui) ইস্যুতে তাঁর দাবি, নওশাদকে পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছিল ৷ বর্তমানে সেই ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তৃণমূল ৷ একই সঙ্গে রাজ্যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে গিয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ পাশাপাশি প্রশ্ন তোলেন রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ ভাঙড়ের পর নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা নিয়ে তাঁর বক্তব্য, এখন দুয়ারে বোমা, দুয়ারে গুলি প্রকল্প চলছে ৷

সিপিএম থেকে দুষ্কৃতিরা তৃণমূলের আশ্রয়ে রয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর বক্তব্য, সিপিএম (CPIM) নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়েই অনুব্রত মণ্ডল-সহ অন্যান্য তৃণমূল নেতারা বোমা মারব, গুলি করবোবলে মানুষকে হুমকি দেন ৷ সিপিএমের স্কুল থেকেই পাস করে আজকে তৃণমূল নেতা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন: সংখ্যালঘুরা মমতাকে চিনে ফেলেছে, কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.