ETV Bharat / state

Pregnant dies in Bagula : প্রসূতির মৃত্যু ঘিরে অশান্ত বগুলা গ্রামীন হাসপাতাল - প্রসূতির মৃত্যু ঘিরে অশান্ত বগুলা গ্রামীন হাসপাতাল

প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে রোগীর পরিজনেরা বগুলা হাসপাতাল ঘেরাও করে ৷ তাঁদের অভিযোগ, ভুল চিকিৎসা কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির (Bagula rural hospital become unrest as pregnant died due to lack of treatment ) ৷

Pregnant dies in Bagula
প্রসূতির মৃত্যু ঘিরে অশান্ত বগুলা রুরাল হাসপাতাল
author img

By

Published : Dec 17, 2021, 8:58 PM IST

Updated : Dec 17, 2021, 9:31 PM IST

বগুলা, 17 ডিসেম্বর : প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার অশান্ত হয়ে উঠল নদিয়ার হাঁসখালি থানার বগুলা গ্রামীন হাসপাতাল (Bagula rural hospital become unrest as pregnant died due to lack of treatment)। হাসপাতাল ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, এদিন প্রসব যন্ত্রণা নিয়ে বগুলা গ্রামীন হাসপাতালে ভর্তি হন লিপিকা বিশ্বাস নামে বছর ছাব্বিশের এক গৃহবধূ ৷ এরপর চিকিৎসক তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অ্যানাস্থেশিয়া করে ইঞ্জেকশন দেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরই প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা প্রসূতিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে রোগীর পরিজনেরা বগুলা হাসপাতাল ঘেরাও করে ৷ তাঁদের অভিযোগ, ভুল চিকিৎসা কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির ৷

প্রসূতির মৃত্যু ঘিরে অশান্ত বগুলা গ্রামীন হাসপাতাল

আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ এগরা হাসপাতালে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাঁসখালি থানার পুলিশ ৷ মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ তুলে দেয় তারা ৷ লিপিকার পরিবারের অভিযোগ মোতাবেক ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

বগুলা, 17 ডিসেম্বর : প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার অশান্ত হয়ে উঠল নদিয়ার হাঁসখালি থানার বগুলা গ্রামীন হাসপাতাল (Bagula rural hospital become unrest as pregnant died due to lack of treatment)। হাসপাতাল ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, এদিন প্রসব যন্ত্রণা নিয়ে বগুলা গ্রামীন হাসপাতালে ভর্তি হন লিপিকা বিশ্বাস নামে বছর ছাব্বিশের এক গৃহবধূ ৷ এরপর চিকিৎসক তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অ্যানাস্থেশিয়া করে ইঞ্জেকশন দেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরই প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা প্রসূতিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে রোগীর পরিজনেরা বগুলা হাসপাতাল ঘেরাও করে ৷ তাঁদের অভিযোগ, ভুল চিকিৎসা কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির ৷

প্রসূতির মৃত্যু ঘিরে অশান্ত বগুলা গ্রামীন হাসপাতাল

আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ এগরা হাসপাতালে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাঁসখালি থানার পুলিশ ৷ মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ তুলে দেয় তারা ৷ লিপিকার পরিবারের অভিযোগ মোতাবেক ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

Last Updated : Dec 17, 2021, 9:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.