শান্তিপুর (নদিয়া), 10 এপ্রিল: আমবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ৷ তাঁর মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ সোমবার সকালে নদিয়ার শান্তিপুরের নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথমে ওই যুবতির দেহ স্থানীয় কয়েকজনের নজরে আসে ৷ তাঁরাই গ্রামের অন্যান্যদের খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
সোমবার সকালে নবলা গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন বাসিন্দা ওই আমবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাছের নিচে একজনকে পড়ে থাকতে দেখেন ৷ কাছে গিয়ে তাঁরা দেখেন এক যুবতির দেহ ৷ তাঁরাই গ্রামবাসী এবং পঞ্চায়েত প্রধানকে খবর দেন ৷ নবলা গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে যান ৷ তিনিই শান্তিপুর থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ৷ আমবাগান এলাকায় তল্লাশি চালায় তথ্য়প্রমাণের খোঁজে ৷
ওই যুবতিকে গ্রামের কেউ চিনতে পারেনি ৷ পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে ৷ অন্যদিকে, উদ্ধার হওয়া যুবতির দেহ নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷ কেউ বলছেন, বাইরে থেকে খুন করে সেখানে ফেলে দিয়ে গিয়েছে ৷ আবার কেউ ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন ৷ তবে, পুলিশ এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷ যুবতি স্থানীয় কেউ নয় ৷ তাই পুলিশের সন্দেহ অন্য়ত্র তাঁকে মেরে দেহ এই আমবাগানে ফেলে রেখে যেতে পারে দুষ্কৃতীরা ৷ তার উপর ঘটনাস্থল থেকে 34 নং জাতীয় সড়কের দূরত্ব 200 মিটারের মতো ৷ ফলে গাড়ি করে কেউ বা কারা দেহ ফেলে রেখে গেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন: আদিবাসী ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য আসানসোলে
এই নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রোজের মতো কাজে যাচ্ছিলেন ৷ তখনই আমবাগানে ওই যুবতির দেহ পড়ে থাকতে দেখেন ৷ এ নিয়ে নবলা গ্রামপঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামাণিক জানান, গ্রামবাসীরা তাঁকে ফোন করে প্রথমে বিষয়টি জানান ৷ তিনিই প্রথম পুলিশে খবর দেন ৷ তিনি নিজেও ঘটনাস্থলে আসেন ৷ যুবতী স্থানীয় কেউ নয় বলেই জানিয়েছেন তিনি ৷ বাইরে থেকে কেউ বা কারা মেয়েটিকে খুন করে ফেলে রেখে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি ৷