ETV Bharat / state

গয়না ভরতি ব্যাগ ফিরিয়ে সততার নজির অ্যাম্বুলেন্স চালকের - গহনা ভরতি ব্যাগ স্বর্ণব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন অ্যাম্বুলেন্স চালক

লক্ষাধিক টাকার গয়না ভরতি ব্যাগ স্বর্ণ ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন অ্যাম্বুলেন্স চালক ৷ গড়লেন সততার নজির ৷

ambulance driver returns bag full of jewelry
গহনা ভরিত ব্যাগ স্বর্ণ ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন অ্যাম্বুলেন্স চালক
author img

By

Published : Aug 25, 2020, 7:18 PM IST

রানাঘাট, 25 অগাস্ট : বেখেয়ালে বাইক থেকে রাস্তায় পড়ে গেছিল গয়না ভরতি ব্যাগ ৷ ছিল প্রায় লক্ষাধিক টাকার সোনা, রুপোর অলঙ্কার ৷ অ্যাম্বুলেন্স চালকের সততায় ব্যাগ ফিরে পেলেন স্বর্ণ ব্যবসায়ী ৷ নদিয়ার রানাঘাটের ঘটনা ৷

বিশ্বজিৎ ধর ৷ রানাঘাটের বাসিন্দা ৷ পেশায় স্বর্ণ ব্যবসায়ী ৷ জানান, গতকাল মোটরবাইক করে মাজদিয়া থেকে ফিরছিলেন ৷ বৃষ্টি হচ্ছিল ৷ কল্যাণী মোড়ের কাছে কোনওভাবে ব্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে গেছিল ৷ তিনি টের পাননি ৷ ব্যাগটি পেয়েছিলেন শংকর মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ৷ রানাঘাট পৌরসভার অ্যাম্বুলেন্স চালান তিনি ৷ আজ ব্যাগটি ফেরত দেন ৷ বলেন, " ব্যাগে লাখ খানেক টাকার সোনা, রুপোর জিনিস ছিল ৷ আমি কাল সারারাত ঘুমোতে পারিনি ৷ আজ ব্যাগটি পেয়ে আমার ভালো লাগছে ৷ " রানাঘাট পৌরসভার পাশাপাশি ধন্যবাদ জানান শংকরবাবুকে ৷

গহনা ভরতি ব্যাগ ফিরিয়ে সততার নজির অ্যাম্বুলেন্স চালকের

শংকরবাবু বলেন, "খালি গাড়ি নিয়ে ফিরছিলাম ৷ কল্যাণী মোড়ে দেখি একটা ব্যাগ পড়ে রয়েছে ৷ প্রথমে বোমা আছে সেই ভয়ে ব্যাগটি তুলিনি ৷ পরে ব্যাগটি নিয়ে পৌরসভায় জমা করে দি ৷ ব্যাগে নাম লেখা ছিল ৷ সেই সূত্রেই ব্যাগটি কার সেই নিয়ে খোঁজ খবর শুরু করা হয় ৷ স্থানীয় স্বর্ণব্যবসায়ীরা সাহায্য করেন ৷ যার ব্যাগ তাঁকে ফেরত দিতে পেরে আমার খুব ভালো লাগছে ৷ উনি বড়লোক নাকি গরিব সেটা আমার জানার কথা নয় ৷ কিন্তু উনি নিজের জিনিস ফিরে পেয়েছেন এটাই আমার কাছে যথেষ্ট ৷ "

শংকরবাবুকে তাঁর সততার জন্য রানাঘাট পৌরসভার তরফেও ধন্যবাদ জানানো হয়েছে ৷

রানাঘাট, 25 অগাস্ট : বেখেয়ালে বাইক থেকে রাস্তায় পড়ে গেছিল গয়না ভরতি ব্যাগ ৷ ছিল প্রায় লক্ষাধিক টাকার সোনা, রুপোর অলঙ্কার ৷ অ্যাম্বুলেন্স চালকের সততায় ব্যাগ ফিরে পেলেন স্বর্ণ ব্যবসায়ী ৷ নদিয়ার রানাঘাটের ঘটনা ৷

বিশ্বজিৎ ধর ৷ রানাঘাটের বাসিন্দা ৷ পেশায় স্বর্ণ ব্যবসায়ী ৷ জানান, গতকাল মোটরবাইক করে মাজদিয়া থেকে ফিরছিলেন ৷ বৃষ্টি হচ্ছিল ৷ কল্যাণী মোড়ের কাছে কোনওভাবে ব্যাগ ছিঁড়ে রাস্তায় পড়ে গেছিল ৷ তিনি টের পাননি ৷ ব্যাগটি পেয়েছিলেন শংকর মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ৷ রানাঘাট পৌরসভার অ্যাম্বুলেন্স চালান তিনি ৷ আজ ব্যাগটি ফেরত দেন ৷ বলেন, " ব্যাগে লাখ খানেক টাকার সোনা, রুপোর জিনিস ছিল ৷ আমি কাল সারারাত ঘুমোতে পারিনি ৷ আজ ব্যাগটি পেয়ে আমার ভালো লাগছে ৷ " রানাঘাট পৌরসভার পাশাপাশি ধন্যবাদ জানান শংকরবাবুকে ৷

গহনা ভরতি ব্যাগ ফিরিয়ে সততার নজির অ্যাম্বুলেন্স চালকের

শংকরবাবু বলেন, "খালি গাড়ি নিয়ে ফিরছিলাম ৷ কল্যাণী মোড়ে দেখি একটা ব্যাগ পড়ে রয়েছে ৷ প্রথমে বোমা আছে সেই ভয়ে ব্যাগটি তুলিনি ৷ পরে ব্যাগটি নিয়ে পৌরসভায় জমা করে দি ৷ ব্যাগে নাম লেখা ছিল ৷ সেই সূত্রেই ব্যাগটি কার সেই নিয়ে খোঁজ খবর শুরু করা হয় ৷ স্থানীয় স্বর্ণব্যবসায়ীরা সাহায্য করেন ৷ যার ব্যাগ তাঁকে ফেরত দিতে পেরে আমার খুব ভালো লাগছে ৷ উনি বড়লোক নাকি গরিব সেটা আমার জানার কথা নয় ৷ কিন্তু উনি নিজের জিনিস ফিরে পেয়েছেন এটাই আমার কাছে যথেষ্ট ৷ "

শংকরবাবুকে তাঁর সততার জন্য রানাঘাট পৌরসভার তরফেও ধন্যবাদ জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.