ETV Bharat / state

ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুন, অভিযুক্ত পলাতক - Assused

নদিয়ার চাকদহে মহিলাকে ধর্ষণের চেষ্টা । বাধা দিতে গেলে বিষ খাওয়ানোর অভিযোগ ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 20, 2019, 3:28 PM IST

নদিয়া, 20 জুন : মত্ত অবস্থায় মহিলাকে ধর্ষণের চেষ্টা । বাধা দিতে গেলে তাঁকে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ । অভিযুক্ত এলাকার যুবক । অভিযুক্তের নাম সানু দাস (23) । নদিয়ার চাকদহের ঘটনা । মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে ঘটনার কথা বলে যান নির্যাতিতা । সেই মতো মৃতের বাবা চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন । অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ।

নির্যাতিতার স্বামী বলেন, "বাড়িতে ছিলাম না । সেই সময় সানু আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে । বাধা দিতে গেলে খুন করে ।"

পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত শুরু করা হয়েছে । সানুর কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা ।

নদিয়া, 20 জুন : মত্ত অবস্থায় মহিলাকে ধর্ষণের চেষ্টা । বাধা দিতে গেলে তাঁকে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ । অভিযুক্ত এলাকার যুবক । অভিযুক্তের নাম সানু দাস (23) । নদিয়ার চাকদহের ঘটনা । মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে ঘটনার কথা বলে যান নির্যাতিতা । সেই মতো মৃতের বাবা চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন । অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ।

নির্যাতিতার স্বামী বলেন, "বাড়িতে ছিলাম না । সেই সময় সানু আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে । বাধা দিতে গেলে খুন করে ।"

পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত শুরু করা হয়েছে । সানুর কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা ।

Intro:নদিয়ার চাকদহের চাঁদুড়িয়ার ব্রম্ভপাড়ায় মদ্যপ অবস্থায় জোর করে গৃহ বধুকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার যুবক সানু দাসের বিরুদ্ধে। গৃহ বধু বাঁধা দেওয়ায়,তাকে জোরপূর্বক বিষ পান করিয়েছে বলেও অভিযোগ। জানা যায় মৃত্যু কালে এমনি অভিযোগ করেছেন গৃহবধু ঝুনু দাস পাল।
সূত্রের খবর, ঝুনু দেবীর স্বামী ভিন রাজ্যের মৃৎ শিল্পের কজে গিয়েছিল। বিষক্রিয়ায় মৃত্যুর পর ঐ জবানবন্দি অনুসারে মৃতার বাবা দশরথ দাস চাকদহ থানায় অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে চাকদহের চাঁদুড়ীয়া 1নং গ্রাম পঞ্চায়েতের ব্রম্ভপাড়াতে। স্থানিয়দের দাবি, এই সানু দাস গ্রামের বিভিন্ন বাড়িতে রাতে এবং মহিলাদের বাথরুমে উকি মারতো। তাই এ ঘটনায় সকলেই সানু দাসের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। ঝুমু দাস পালের পরিবারের দাবি চাকদহ থানায় আভিযোগ জানানো হলেও, এখনো পর্যন্ত পুলিশ সানু দাস কে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে মৃতার স্বামী প্রবীন পাল বলেন" সানু এবং আরো অনেকেই আমাদের বাড়ীতে আড্ডা দিত। আমার ভাইয়ের ভালো বন্ধু। ও যে এই ভাবে আমার এত বড় সর্বনাশ করবে তা ভাবতেই পারিনি। ওর দৃষ্টান্তস্বরূপ শাস্তি দাবি জানাচ্ছি।" এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যদিও অভিযুক্ত শানু দাসের মা পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন। তার দাবি তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ।Body:NADIA CHAKDAHAConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.