চাপড়া , 31 ডিসেম্বর : চাপড়ায় বাস দুর্ঘটনা । আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উলটে যায় একটি যাত্রীবোঝাই বাস । আহত প্রায় 25 জন যাত্রী । তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন চারজন । নদিয়ার চাপড়া থানার হাটরা এলাকার ঘটনা ।
বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে আসছিল বাসটি । সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপড়া থানার হাটরা এলাকায় রাস্তার পাশের একটি নয়নজুলিতে উলটে যায় । আওয়াজ শুনে ঘটনাস্থানে যায় স্থানীয়রা । প্রাথমিকভাবে তারা উদ্ধারকাজ শুরু করে । স্থানীয়দের দাবি কুয়াশা এবং বাসের গতি একটু বেশি থাকার কারণে এই ঘটনা ঘটেছে ।
আরও পড়ুন, 31 জানুয়ারি প্রাথমিকের টেট, বিজ্ঞপ্তি পর্ষদের
এরপর ঘটনাস্থানে আসে চাপড়া থানার পুলিশ । পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে প্রাথমিকভাবে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর চারজনকে গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন ।