ফরাক্কা, 9 মার্চ : পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী 80 নম্বর জাতীয় সড়ককে আগ্নেয়াস্ত্র পাচারের করিডর হিসেবে ব্যবহার করে অস্ত্র কারবারীরা ৷ মুর্শিদাবাদে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ৷ নির্বাচনের আগে অস্ত্র পাচারে লাগাম টানতে তাই এবার আগেভাগেই সতর্ক পুলিশ প্রশাসন ৷ জেলার একাধিক এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং ৷
আরও পডুন : নন্দীগ্রামে 12 মার্চ মনোনয়ন পেশ শুভেন্দুর, থাকবেন 2 কেন্দ্রীয় মন্ত্রী
ঝাড়খণ্ড থেকে 80 নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদের ফরাক্কায় এসে মিশেছে 34 নম্বর জাতীয় সড়কের সঙ্গে । এই পথেই প্রতিবেশী রাজ্য থেকে এরাজ্যে ঢোকে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র । বিশেষত সুতি, সামশেরগঞ্জ, জনা হয়ে ছড়িয়ে পরে জেলা ও রাজ্যের বিভিন্নপ্রান্তে । মাত্র 20 হাজার টাকা দিলেই মেলে 9 এমএম পিস্তল ।
আরও পডুন : মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি
আজ থেকেই তাই এই এলাকায় কড়া নজরদারি শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ । সকাল থেকেই চলছে নাকা চেকিং । ছোটো থেকে বড় সবরকম গাড়িকে থামিয়ে চলছে চিরুনি তল্লাশি । এমনকী যাত্রীদের ব্যাগেও চালানো হচ্ছে তল্লাশি । ঝাড়খণ্ড সীমান্তসহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও চলছে নজরদারি ৷ নজরদারী চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।
জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "এবার আমাদের লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন । সেই লক্ষ্যেই শুরু হয়েছে নাকা চেকিং, তল্লাশি অভিযান ।"